নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

পুরুষ

১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৫



পুরুষ!
তুমি কি আকাশ দেখেছ?
কান্না দেখেছ নারীর!
অঙ্গগুলো কেবল ছুঁয়েছো
মন ছুঁয়ে কি দেখেছো?

হাতের চুরির নিক্কণ ধ্বনি
রিনিঝিনিয়ে বাজেতো প্রায়ই
তোমার কানে কি যায় কখনও
কামনা বাসনা ছাড়া!

পুরুষ তুমি স্বৈরাচারী
প্রাচ্যের এই ভূবণে।

নারী এখানে মার খেয়ে মরে
তবু আধুনিকতার বড়াই করে
মুখ থেকে কেবল সত্যিটা বলার সাহস
এখনো রাখে না।

সাবাশ পুরুষ সার্থক তুমি
স্বৈরশাসন বলবৎ।

জেনে রেখো তুমি
পিঠ ঠেকে গেলে দেয়ালে,
মানুষের চেয়ে বড় ভয়ানক
পিশাচ, ডায়েন কেউ নয় ।

আর এতো নারী!
কোমল রূপের কোমলতা দিলে ছেড়ে
সেখানে থাকবে না কোন স্বৈরশাসন,
কোন আইন কোন বারণ

সফেদ বিহঙ্গ

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৭

নীল আকাশ বলেছেন: বিদ্রোহী কবিতা তবে ভালো লেগেছে।

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪২

একনিষ্ঠ অনুগত বলেছেন: যুগ যুগ ধরে বঞ্চিত হয়ে আসছে নারী, কেন! তাঁরা কি মানুষ নয়! পুরুষকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাঁরাও তো সেই সৃষ্টিকর্তারই সৃষ্টি।

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।আপনার মতামতের জন্য।

৩| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: নারীরা কোথায় বঞ্চিত হয়েছে আমার জানা নাই
নারীর জন্য দেশ ছাড়া নারীর জন্য তাজমাহল
নারীর জন্য দিবস তবুও বলবে বঞ্চিত ----------

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।আপনার মতামতের জন্য।

৪| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: অপরূপ ভাবনা। বস্তুনিষ্ঠ লেখা।

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩১

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।আপনার মতামতের জন্য।

৫| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কথাগুলো সত্য

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।আপনার মতামতের জন্য।

৬| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৭| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

কামরুননাহার কলি বলেছেন: নারীদের নিয়ে যারা এই সব ভাবে তারা আসলে পুরুষ না কাপুরুষ কিংবা পশু। এর থেকে বলার আর কিছুই নয়। এই ধরনের মানুষের নিজেদের যারা পুরুষ ভাবে তারা মিথ্যে শান্তনা দেয় নিজেদের, ‘যে সে একজন পুরুষ’ আসলে সে পুরুষ তো দূরের কথা মানুষই না। হতে পারে সে আল্লাহর সৃষ্ট্রি কিন্তু সে তো আল্লাহর প্রকৃতি সৃষ্ট্রি নয়।

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৩

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।আপনার মতামতের জন্য।

৮| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভালো লাগলো...

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৩

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.