![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ
এই বাজারজাতকরণের যুগে
একজন কবিকে হতেই হয়
একজন বণিকের পা চাটা কিংবা মধ্যসত্ত্বভোগী।
সাহিত্য হয়তো অর্থ দিয়ে বিচার্য নয় কিন্তু অর্থই বাঁচিয়ে রাখে
একজন কবিকে।
কেননা মানুষ হিসেবে বেঁচে থাকতে খাদ্য, বস্ত্র, বাসস্থান
একজন কবির ও প্রয়োজন হয়।
প্রয়োজনকে তো আর অস্বীকার করা যায় না।
তাই হয়তো কবিত্বকে, সাহিত্যকে
অস্বীকার করা হয়।
আর কবি বেঁচাকেনার বাজারে
খুব সহজলভ্য পণ্য হয়ে ওঠেন।
বণিক শ্রেণী তাঁর তীর্যক হাসি দিয়ে দন্ত মূল দেখিয়ে বারেবারে বুঝিয়ে যান তারা কতটা শক্তিশালী।
শিল্প আর বেঁচে থাকে না। তাও কিছু কবি দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকেন। কিছু দ্ব্যর্থহীন স্বপ্ন নিয়ে। হয়তো এটাই কবিদের নিয়তি। আর নিয়তিকে কে-ই বা পেরেছিল অস্বীকার করতে।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯
সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনার বিশেষ মন্তব্যেেে জন্য।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩
পদ্মপুকুর বলেছেন: বাজারজাতকরণের যুগে শুধু কবি নয়, সবাইকেই বণিকের পা চাটা বা মধ্যসত্তভোগী হয়ে যেতে হচ্ছে। কজনই বা এখন বুক চিতিয়ে বলতে পারছে- 'ভাত দে হারামজাদা.......
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২
নেওয়াজ আলি বলেছেন: সত্য উচ্চারণ । এই জন্য আমরা পিছনে যাচ্ছি
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯
সফেদ বিহঙ্গ বলেছেন: খুব সত্যি একটি কথা বলেছে। ধন্যবাদ। কজনইবা বলতে পারে!!!
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০
সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১২
সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৯
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: অথচ, কবিদের সমাজের ঢাল ও তলোয়ার দুইই হওয়ার কথা ছিল।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০
সফেদ বিহঙ্গ বলেছেন: কথা তো ছিল। কিন্তু হতে আর পারলো কই। কত কথাই তো থেকে যায় এভাবে এমনই করে। ভালো থাকুন মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫১
জাহিদ হাসান বলেছেন:
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮
সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: লেখেছেন বটবৃক্ষের মত সবকবি এরকম না কিছু ইটভাটার মতো আছে বারুদও জ্বলে ------------------