নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

খেলাঘর

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

পৃথিবীটা বর্ণহীন নিষ্পলকে তাকিয়ে থাকে
আর দূর হতে আকাশ দেখে।

অভিমানী মন
একাকী বিজন
নিরজনে সভা ডাকে।

সে সভার সভাপতি
ভীষণ রাগী,ডাকেন সভা।
সভাসদ সবাই থমথমে গুরুগম্ভীর-
আকাশ,বাতাস,চন্দ্র,সূর্য,নক্ষত্র,তারা,
গাছপালা,তরুলতা,বৃক্ষরাজি।

সন্ধ্যা সাঁজে
পূজোর বাদ্য বাজে
মানুষ হেলায় হারে।
বিজন বাতাসে মরুভূমি কাঁদে
আত্মস্থ হওয়ার সুর নিয়ে
প্রকৃতি ও কাঁদে ।
শূণ্যতা বাতাসে ভেসে আসে
মরুঝড় হয়ে।

আবেগীমন দাড়কাক হয়ে
মরীচিকা দেখে শূণ্য বালিতে,
নির্মমতা পরিহাস হয়ে
অট্টহাসিতে ফেটে পড়ে।
জীবন জগত নিঝঝুম হয়ে
মনের দন্দ্বে সরলতা খোঁজে।

সভাসদ থাকে নিশ্চুপ
দেখে জীবনের পরিহাস।

সন্ধ্যা হারায়
প্রীতিলতা দেয় রণে ভঙ্গ!
সূর্যসেন বলে- চাই না মৃত্যু
চাই জীবন!
নজরুল বলে গাইবো না আমি -বিদ্রোহী গান
তুলবো না সুর!
প্রকৃতি হিংস্রতা নিয়ে বলে ওঠে
পূজোর বেদীতে বাজবোনা আমি!
রবি ঠাকুর বলে ওঠেন
গাইবো না কোন প্রার্থনা গীতি
অজোর কবিতা কিংবা অবিনাশী গান!

ঝলসে দেবো
কোন বেদনার সুর
বিদীর্ণ করি পুরাতন সব
জেগে উঠব স্ব-প্রলয়ে।

নিশীথিনী করে ধ্বংস
গড়ো মাটির নতুন পৃথিবী
আনো এ ধূলির জগতে
কিছু নতুনত্বের সৃষ্টি।

মেঘদূত হেসে উঠে বলে
বৃথা আস্ফালন!
কেবলই চিৎকার
কতদিন ঘুমই না।
কত যুদ্ধ গেলো
এ দুচোখের পাতা এক হলোনা।
সৃষ্টি সেতো মরিচীকা
এক বিশাল বিভ্রম!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: একাকী বিজন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সফেদ বিহঙ্গ বলেছেন: একাকী এবং বিজন একই শব্দ। কিন্তু একাকী একাকী নির্জন এ সভা ডাকে তা শুনতে নিশ্চয়ই ভালো লাগবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আবেগী মন দাঁড়কাক হয়ে যায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৬

সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ মন্তব্যেেে জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.