![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ
তুমি আসবে বলে দেয়াল লিখনগুলো
আজ লাল রঙে সেজে উঠবে!
পথের পথিক কোন অজানা সুরে, হয়তোবা গেয়ে উঠবে!
পথের পাখিরা পথ ভুলে
যাবে ফিরে কোন নীরে
তোমার সুরে বিহ্বল হয়ে
সাথী হবে একা ল্যাম্পপোস্ট।
তুমি আসবে শুনে
পথের শিশুরা রাত জেগে বসে থাকবে।
রাতের আঁধার আলো করে
হাসি মুখে চেয়ে থাকবে।
চায়ের দোকানী চুপচাপ দেখে
আলোকচ্ছ্বটার তরুণ আভা
তোমার স্নিগ্ধ কিশোর মন!
রাস্তার পাশে দাড়িয়ে রমনী
লাল টিপ পড়ে, চকচকে শাড়ি আর কটকটে সাজে যেন
তোমাকেই দেখে, অবাক চোখে!
ট্রাফিক পুলিশ ঠাট্টার ছলে
চায়ের পেয়ালা সাধে।
তুমি আসবে শুনে রাতের আকাশে আজও কিছু তারা জ্বলে।
কালো মেঘ যেন নিঝঝুম হয়ে
চুপচাপ চেয়ে থাকে।
কিছু চটুলতা, কিছু ভ্রান্তি,
কিছু না পাওয়ার ভুল বেদনা
ম্লান করে দেয় বারেবার।
উদগ্রীব মনে জাগে নিরাশা!
জাগে না আসার ভয়।
তুমি আসবে তো সুবোধ!
ভুলে যাবে নাতো হায়!
মনে যে আশা নব সূর্যের
নব ধারার, বেঁচে থাকার
এক সুস্থ মানসিকতার।
সুবোধ তুমি আসবে তো ঠিক
এই ধরণীর পরে!
অপেক্ষারা তীর হয়ে ওঠে
হৃদয় চিরে ক্ষতবিক্ষত করে
কেবল তোমারই অপেক্ষায়!
ছবি: সংগৃহীত।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩
সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ। মন্তব্যের জন্য। আমি না হয় আবার ফিরে আসার অনুরোধ জানালা।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫
সফেদ বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক। ব্লগ বন্ধ হয়ে গেলে আপনাকে আমি সত্যি খুজেছিলাম। আমার লেখার এমন একজন ভক্ত হারালে কেমন করে হয় বলুন তো!
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬
সাগর শরীফ বলেছেন: সুবোধকে নিয়ে লিখেছিলাম বছর তিনেক আগে। সেখানে সুবোধকে চলে যেতেই বলেছিলাম।