নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১৬


মেহেদী ফুল তুমি সবুজ আভায় রাঙিয়েছো নিজেকে
বধু কাননে বসে তোমারই অপেক্ষায়।
মেহেদী তুমি রাঙাবে হাত হয়তো তারই অপেক্ষায়।

ফিরতে হবে ঘরে
প্রেয়সী অধীর আগ্রহে প্রহর গুনছে।
হয়তো কিছু তাড়াই ছিলো মনে
হঠাৎ বেজে উঠলো ফোন
দিলো খবর
আগুনে পুড়ছে ঘর
মুহূর্তে বিলীন স্বপ্ন
ধুধুপ্রান্তর চোখে চোরাবালি
সময় যেন থমকে গেলো।

প্রেয়সীর মেহেদী রাঙা হাত
পুড়ে একাকার
নেই কোন বাঁচার আশ্বাস।

বছর পাঁচেক পর, হঠাৎ দেখা
কাঁচা পাকা দাড়িতে মুখ ঢাকা
স্বপ্ন যখন রয় অদেখা
আকাঙ্ক্ষার দুঃসহ বেদনা
শরীর মন আকড়ে শৈবালের ন্যায় পরগাছা হয়ে বেড়ে ওঠে দেহ ও মনে
ক্লান্ত হৃদয় কাঁচের টুকরোয়
দেখে অদেখা অবয়ব।

মনের তৃষ্ণারা পিপাশার্ত রয়ে যায়
শরীরের বুভুক্ষুরা মৃত আত্মার মতো বেঁচে থাকা শিখে যায়।

এও এক সংগ্রামী জীবনের বেঁচে থাকা।
শত সংশয়ের, সংযমের উর্ধ্বে গিয়ে টিকে থাকা।
এওতো এক বেঁচে থাকা।

এই বেঁচে থাকার গল্পগুলো খুব ধূসর, প্রানহীন।
প্রজাতির পাখা কিংবা কোন রংধনুর নয়।
এর স্রোতধারা খুব দ্রুত পাল্টে যায় না।
বিলীন হয় না মুহুর্তেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:২৭

রামিসা রোজা বলেছেন:

প্রাক্তন কে চমৎকার একটি কবিতা , ভালো লেগেছে।

২| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২০

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা

৩| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.