নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সফেদ বিহঙ্গ › বিস্তারিত পোস্টঃ

আজকের নারী

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪


আজকের নারী
কামরুন নাহার (সফেদ বিহঙ্গ)

সাতক্ষীরার সেই মেয়েটি
যে প্রথম যেদিন বাস থেকে নেমে
এ কোলাহলপূর্ণ শহরে পা রাখলো
ভিতরে কিছুটা ভয় কিছুটা অস্বস্তি থাকা স্বত্তেও
হালকা সুখের আমেজ, সাথে কিছুটা উত্তেজনা ছিল হৃদয় জুড়ে।

একটি রিক্সা নিয়ে ঠিক পৌছে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজ ডিপার্টমেন্টে।
জেনে নিলো তার বরাদ্দকৃত হলের নাম।
গিয়ে দেখলো এ যেন এক আরেক পৃথিবী।
যার সাথে তার মায়ের বোনা ছোট্ট পৃথিবীর কোন মিল নেই।

এখানে গণরুম আছে যেখানে সবাই মিলে থাকে।
ক্যান্টিন আছে যেখানে নির্দিষ্ট সময়ে গিয়ে খেয়ে আসতে হয়।
এখানে খাবার জন্য কেউ ডাকে না।
প্রথম প্রথম কিছুটা অসুবিধা হলেও
মেয়েটা দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছিলো অনেককিছুই
চোখ জুড়ে স্বপ্ন ছিল তা বাস্তবায়নের তীব্র আকাঙ্খা ছিল।

তবুও মাঝে মাঝে চোখ নোনাজলে ভরে যেত
বড্ড বেশি একা লাগতো।

কিছু বন্ধু হাত বাড়িয়েছিলো
তারই মাঝে দুএকজন হাত ধরতেও চেয়েছিলো!

প্রথম বর্ষ ছিল
মেয়েটি ভাবলো পড়াটাই হয়তো ভালো!
হঠাৎ এক রাতে কিছু জরুরী কেনাকাটা সেরে হোস্টেলে ফেরার পথে
মেয়েটি এক দল বখাটের পাল্লায় পড়লো
কিন্তু এরাও নাকি বিশ্ববিদ্যালয়েরই ছাত্র
তাদের মধ্য থেকেই একজন সহৃদয় হয়ে তাকে বের করে আনলো
তার পরিচয় দিলো
দিনে দিনে বন্ধুত্ব বাড়লো, আস্হা বাড়লো
মেয়েটিও হাত ধরা, কোন অন্য স্বপ্নে বিভোর হওয়া শিখে গেল।

জীবন ভালোই যাচ্ছিলো, সুন্দর স্বপ্নের মত যাচ্ছিলো।
মেয়েটি থার্ড ইয়ারে উঠলো
তার কাছে তার বন্ধুর ব্যবহার কিছুটা অন্যরকম লাগছিলো।
সেই হাত ধরার তীব্র আকুতি যেন আর নেই
তার প্রতি তেমন মনোযোগ নেই
হঠাৎই মেয়েটি উপলব্ধি করলো
তার বন্ধু এখন আর তার নেই।

স্বপ্নগুলো চিৎকার করছিলো
কিন্তু মেয়েটি একটিবারের জন্যও চোখের জল ঝড়ায়নি
জীবনের সাথে এগিয়ে গেছে
বহুবার ইচ্ছে হয়েছিল এ জীবনের সমাপ্তি টেনে দিতে
কিন্তু যাদের স্বপ্ন নিয়ে এতদূর আসা তাদেরকেই বা
কিভাবে নিরাসার রাজ্যে ঠেঁলে দেয়া যায়।

মেয়েটি গ্রাজুয়েশন কমপ্লিট করলো।
মেয়েটির বাবা মা মেয়েটির জন্য বিয়ে ঠিক করলো
মেয়েটিও অমত করেনি
তার সাথে সুদূরে পাড়ি জমাতে
চলে গেলো সবকিছু ছেড়ে।

কিন্তু সেখানেও জীবন খুব সুখের হয়ে উঠলো না।

নতুন শহর আর পুরোনো আবেগ নিয়ে ছুঁয়ে গেলো না মন।
বড় যান্ত্রিক এ শহরে এসে মেয়েটি যেন কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছিলো।
তবুও জীবনকেতো এগিয়ে নিতেই হবে
তার তালে তাল মিলিয়ে সামনে এগোতেই হবে
তাই মেয়েটি আপ্রাণ চেষ্টা করেছিলো।

কিন্তু সব সময় সব কিছু সঠিক নিয়মে ঠিক হয়ে ওঠে না।
ভেঙে পড়বো না, পড়া যাবে না
এ কঠিন মনোবল মনে বেঁচে থাকার এক অকৃত্রিম অনুপ্রেরণা যোগায় ।

মেয়েটি ভাবলো যাক
এবার তাহলে তার স্বপ্নের ডানা ছড়ানো যাক
তাই নিজের স্বপ্নকে তার শাখা প্রশাখা মেলতে দিলো
এডমিশন নিলো নতুন একটি বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনায় বরাবরই ভালো
তাই রেজাল্ট অন্তত তার সাথে চিট করেনি।

বেশ ভালো পজিশনের একটি জবও পেয়ে গেলো
কিন্তু জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেলো
কিছু অন্য স্বপ্ন যা মেয়েটি নিজের জন্য দেখেছিলো
তা চিরোকালের জন্য হারিয়ে গেলো।

সংসার নামের মিষ্টি শব্দটি এ ভূসংসারে যেন ভূলুন্ঠিতো হলো।মেয়েটির আর সংসার করা হয়ে উঠলো না।
তার ডিকশনারি থেকে সে মুছে দিয়েছিলো এ শব্দটি
বড়ো কষ্টে বড়ো অভিমানে।

এখন সে একা একজন সফল নারী।
খুব সুন্দর শহরের ফুটপাত দিয়ে নির্ভয়ে এগিয়ে চলে।
কখনো পিছু ফিরে আর তাকায়নি।
তার পুরোনো শহর তার স্বপ্নে ভয়াল দমকা হাওয়াই কেবল জুড়ে দেয়।

মেয়েটি প্রাণ খুলে বাঁচতে চেয়েছিলো
বাঁচার জন্যে বাঁচতে চেয়েছিলো
নিজের জন্যে বাঁচতে চেয়েছিলো।

কিন্তু মাঝে মাঝে খুব অদ্ভুতভাবে
সফলতার অর্থ এখনও খুঁজে বেড়ায়!

তবুও থেমে যায় না
এ যুগের নারীরা থামতে জানে না, থামতে চায় না
পিছিয়ে পড়ার এক অদ্ভুত অনুভূতি বড়ো তীব্র হয়ে গেছে আজকাল।

কেননা শারীরিক শক্তির প্রকট প্রভাব বারবার তাদের বড়ো দূর্বল করে দিয়ে গেছে।
মনোবল ভেঙে গুড়িয়ে দিয়েছে বহুবার।

তাই মনের শক্তি দিয়ে সবকিছুকে অস্বীকার করার এক তীব্র বাসনা মনের অজান্তেই জেগে ওঠে।

তাই তারা এখন আর কারও দাসত্ব মেনে নিতে রাজি নয়।
খুশি মনে শৃঙ্খলে জড়াবে
কিন্তু তা বেড়ি মনে হলে তা ভেঙে ফেলার এক উদ্দাম সাহস নিয়ে বেঁচে থাকে আজকের নারী।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতার কাহিনীটি খুবই চমৎকার।শারীরিক শক্তিই আসল শক্তি নয়,মানসিক শক্তিটাই আসল।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

মেহেদি_হাসান. বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম, পাঠে মুগ্ধ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার খুবই ভালো লাগলো।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

কলাবাগান১ বলেছেন: বিশ্ববিদ্যালয় জীবনে বামন হয়ে চাদের প্রতি হাত বাড়িয়েছিলাম, সেই চাদের আলোতে এখন জীবন/সংসার তীব্র মায়াময় আলোতে পরিপূর্ন। অবাক চোখে সেই নারীকে দেখি যার এমন কনফিডেন্ড শক্তির উৎস খুজি...ঘন্টায় ১২০/১৩০ কিলোমিটার গতি তে সেই নারী ৩০০ মাইল দুরে থাকা মেয়ের জন্য খাওয়া নিয়ে যখন পাশের লেনে ১৮ চাকার দৈত্যকার ট্রাককে পাশ কাটিয়ে সাই সাই করে এগিয়ে যায়, তখন আমি পরম নিশ্চিন্তে প্যাসান্জার সিটে বসে মুঠোফোনে সামুতে চোখ রাখি...কেননা আমি জানি যে স্টিয়ারিং ধরে আছে, সে এক অপরিসীম কনফিডেন্স এর অধিকারিনী...অবাক হয়ে দেখি আর ভাবি - এই কি সেই নারী যে রোকেয়া হল থেকে নীল ক্ষেত এর বাজারে একলা যেতে ভয় পেত!!!!!

৬| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:




এ কঠিন মনোবল মনে বেঁচে থাকার এক অকৃত্রিম অনুপ্রেরণা যোগায়

মনোবলটাই সবচেয়ে ইম্পরট্যান্ট, এই শক্তিটাই মানুষকে অনেকদুর নিয়ে যেতে পারে ।

নাইবা হল সংসার , তাতে কি হয়েছে । সবাইকে একই নিয়মে চলতে হবে তাতো না ।
কিন্তু এই যে স্বনির্ভর হয়ে নিজের মতো করে সন্মানের সাথে বেঁচে থাকা এখানেই তার সাফল্য ।

মেয়েটি প্রান খুলে বাঁচতে চেয়েছিলো

মেয়েটি এখন নিজের মতো করে বাঁচতে শিখেছে ।
এক জীবনে একজন মানুষ যখন নিজের মনের মতো করে বাঁচতে পারে জীবন কাটাতে পারে,
এর চাইতে আনন্দের আর কি হতে পারে !!!
What else we can ask for !!

কবিতার মেয়েটির জন্য আমার অনেক ভালোবাসা ।
লেখাটা পড়তে খুব ভালো লেগেছে ।




৭| ০৮ ই জুন, ২০২১ রাত ১:৫৮

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনাদের অসাধারণ মন্তব্যগুলোই লেখার অনুপ্রেরণা দেয়। অসম্ভব কৃতজ্ঞতা জানবেন। লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

৮| ০৮ ই জুন, ২০২১ রাত ১:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

৯| ০৮ ই জুন, ২০২১ রাত ১:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১০| ০৮ ই জুন, ২০২১ রাত ১:৫৯

সফেদ বিহঙ্গ বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

১১| ০৮ ই জুন, ২০২১ রাত ২:০০

সফেদ বিহঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১২| ০৮ ই জুন, ২০২১ রাত ২:০১

সফেদ বিহঙ্গ বলেছেন: আপনার জীবনের গল্পটি খুব সুন্দর। আগামীর জন্য শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.