![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ
গভীর কোন ক্ষত ছুঁয়ে কেন বলো;
কেমন আছি?
কর্ণ এবং কুন্তি গল্প কেই বা কাকে বলে বলো!
দুঃখ নদী ছুঁয়ে দেখার সাহস আছে?
জীবন যুদ্ধে পাগলা ঘোড়া কতটা ছোটে, কেমন করে;
তা কি কারও জানা আছে?
মৃত্যু এলে নতুন করে বাঁচতে শেখো!
আমি এগিয়ে গিয়ে হাতটি ছুঁলে যদি ছুড়ে ফেলো!
আমারও আর সাহস হয় না!
ও হাত ছোঁয়ার!
শক্ত করে ধরে থাকার!
কখন কি বা বলে ফেলো!
জানো তো কবিতারা ছন্নমতি, মায়ায় থাকে, মায়ায় হারে;
হাত বাড়ালে দিতে জানে সবটা জীবন;
কেবল তোমায় জানতে হবে;
কেমন করে গাঁথতে হবে ছন্দ জালে;
কবিতারা বড্ড বেশি খামখেয়ালী, উদাসীন;
মুখচোরা আর ভীষণ তেজী;
কবিতাদের মায়ায় বাঁধো;
কেবল সে বাঁধনেই আটকে তারা থাকতে জানে;
কবিতাদের ভালোবাসো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।