| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে তো একটা বছর পার হয়ে গেল। ব্লগারদের স্মরণ করি আর গীবত গাই। যারা ব্লগটাকে অস্থির করে তুলেছিল এবং তুলছে।
অবশ্য এদের ছাড়া ব্লগটাও বেমানান।হাজার হোক ভালমন্দ মিলিয়েই তো মানুষ। আর এই মানুষদের নিয়েই তো ব্লগ।
তবে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ব্লগ ছাড়া আমরা সবাই অচল। মুখে যতই বলিনা কেন। ব্লগকে ব্যক্তিগত জীবনের সাথে মিলানো ঠিক্না।
তারপরও দেখা যায় মিলে যায়। দৈনিক চব্বিশ ঘন্টার বিশাল একটা সময় ব্লগ কামড়ে পড়ে থাকি। তার একটা প্রতিক্রিয়া তো ব্যক্তিগত লাইফে স্বাভাবিক ভাবে পড়ার কথা।
সবার ক্ষেত্রে এই কথাটা হয়ত প্রযোজ্য না। বাসায় অনেকের গুতাগাতা খেয়েও ব্লগায় যাই। এই এক বছরে সামু ব্লগের দু একজনের সাথে দেখা হয়েছে। বাকীরা ধরা ছোঁয়ার বাইরে। মনে হয় আন্ডার ওয়ার্ল্ডের লোক।
এই লোকগুলোর সাথে দৈনিক কথাবার্তার মাধ্যমে যেন অনেক ঘনিষ্ট আত্মীয় হয়ে গেছি। তাদের দুঃখে দুঃখিত হই আবার তাদের খুশীতে আনন্দিত হই আর অদ্ভুত ভাললাগা কাজ করে। এখানে সবার সাথে একটা মিথস্ক্রিয়ায় দিনগুলো ভালই কেটে যাচ্ছে।
সামুতে না আসলে হয়ত সখের বশেও কখনো লেখা হতো না।
অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম। এবার আসল কথায় আসি। আসল কথা হলো গীবত গাইতে চেয়েছিলাম উল্টা প্রশংসা করা শুরু করলাম। গীবত কারে দিয়া শুরু করি----
আচ্ছা আমাদের প্রিয় ব্লগার জাতিস্মর শায়মা আপিকে দিয়েই শুরু করি। তিনি নাকি জাতিস্মর। নিজেই স্বীকার করেছেন। আগের জনমে তিনি নাকি পরী ছিলেন। কোন এক অলৌকিক কারণে ধূপ করে পড়ে গেছেন এই পৃথিবীতে। পরে যাওয়ার পর মন্ত্র পাঠ ভুলে গেছেন। যার দরুণ আর ঐ জগতে ফিরে যাওয়া হয়নি। ঐ জগতে আমাদের নিয়ে বেশ হাসিখুশীতে ছিলেন। নিয়মিত পরীয় খাওয়া-দাওয়া করাতেন। আবার ঈদ-উৎসবে জামা কাপড় উপহারও দিতেন। এই জগতে এসে সেগুলো আর করেন না। গল্প কবিতার দিকে ঝুঁকে পড়েছেন বেশ। সুন্দর সুন্দর গল্প লিখতেছেন। মোট কথা সাহিত্যের দিকে টার্ন করেছেন। তিনি রবীন্দ্রপ্রেমী মানুষ। তিনি সুন্দর কবিতা আবৃত্তি ও জানেন। এছাড়াও নতুন নতুন পোষ্টের ব্যাপারে তার মাথায় আইডিয়ার অভাব নাই।
ইশ আমার যদি এরকম আইডিয়া থাকতো।![]()
এরপর আসি হাসান মাহবুব ভাইয়ের কাছে। তাকে পরাবাস্তব গল্প রাইটার বলা চলে। তার গল্পগুলো যথেষ্ট থিম্যাটিক আর পড়ার সময় মনে হবে কোন জগতে প্রবেশ করলাম। কেমনে বাহির হবো। শেষে বাহির হতে হয় অনেক কষ্টে। তিনি সুন্দর কবিতা লিখতেও জানেন। গানের লিরিকও লিখেছেন বেশ কিছু। যা আবার গাতকগন গেয়েছে আবার সিডিও বাহির হয়েছে। ব্লগে তার মত সময় কেউ দেয় কিনা সন্দেহ। মনে হয় ছারপোকার ন্যায় কামড়ে আছেন, সহজে ছারবেন্না।
তার কথা লিখে শ্যাষ হবে না তাই আপাতত শ্যাষ করলাম।
রাজসোহান: সবাই তারে রাজহাঁস নামেই চিনে।
প্রথমে যখন ব্লগে আসে দেখি খালি পুত্তম পিলাচ বইলা বিভিন্ন পোষ্টে কমেন্ট দিয়া বেড়ায়। ভাবলাম এই আবার কোন হাঁস পারলে গোস্ত খাইতাম।
কিন্তু হাঁসের গোস্ত খাইনা বলে সে বাইচ্চা গেছে।
পরে দেখি হেয় আবার সুন্দর সুন্দর পোষ্ট দ্যায়। কবিতা ল্যাখে আবার গল্পও ল্যাখে। আর সারাদিন সামুটারে সাগর বানায় হের মধ্যে সাঁতার কাটে।
ফিইশন ফাইভঃ ইনি তো একেবারে সামুর জীবন্ত এনসাইক্লোপিডিয়া। তার পোষ্টগুলা বেশ তথ্য ও রেফারেন্স সমৃদ্ধ হয়ে থাকে। তিনি ব্যঙ্গ লেখাতেও যথেষ্ট পারদর্শী। বেশ কিছুদিন থেকে তাকে সামুতে দেখা যাচ্ছে না।তার পোষ্ট যথেষ্ট মিস করছি। ফিরে আসার আহবান রইল।
ইমন জুবায়েরঃ এই ভাই তো আর একজন এনসাইক্লোপিডিয়া। তার রূপকথা, উপকথা জাতীয় পোষ্ট গুলা সামুর একেকটা রত্ন। গল্প লেখাতেও তিনি যথেষ্ট পারদর্শী। তিনি প্রচুর গানও লিখেছেন।
ভাঙ্গনঃ তিনি বেশ করে ভাঙ্গেন। যেন ঝনাত ঝনাত শব্দ করেই ভাঙ্গেন।
তার মানে তার গল্প ও কবিতা গুলোতে যথেষ্ট ভাললাগা রয়ে যায়। যেমন প্রিয় একটা জিনিস ভেঙ্গে গেলে মন খুঁতখুঁত করে। তেমন তার গল্প ও কবিতা পড়লে মনে একটা ভাল লাগানিয়া রেশ রয়ে যায়। তিনি সুন্দর হাস্য রসাত্মক গল্পও লিখেন।
আমি উঠে এসেছি সৎকারবিহীনঃ কেন যে সৎকারবিহীন উঠে আসছে আমি জানিনা। সেই কিছু কইতে পারলে পারবে।
সময়কে বিভিন্ন ধাঁচে ফেলে এরপর এইটারে নিয়া গল্প কবিতা ল্যাখেন। যথেষ্ট ধার আছে তার ল্যাখা গল্প কবিতায়। ইদানীং সে আবার ক্যাচাল শুরু করছে। তার পোপাইলের পাখি কাউয়া না দোয়েল এইটা সবাইরে মাইন্না নিতে কয়।![]()
আইরিন সুলতানাঃ ইনি অনেক ভাল ভাল কবিতা লিখেছেন। এখনো লেখেন। তবে ইদানীং কবিতা বা অন্য পোষ্টের চাইতে জ্ঞান, তথ্য সমৃদ্ধ বিশালকার পোষ্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্লগে তাকে কম দেখা যাচ্ছে।
সুলতানা শিরিন সাজিঃ তার যেন কবিতার মাঝেই বসবাস। কবিতা অন্তঃপ্রাণ ব্লগার। তার কবিতা পাঠে যেন বেশ সুখ-প্রশান্তি অনুভূত হয়। প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাওয়া হয়।
অমিত চক্রবর্তীঃ দুর্দান্ত সব গদ্য কবিতা লেখেন। তার অনেক কবিতায় বেশ কিছু ইংরেজী শব্দ আসে। শব্দের মানে না জানায় মাঝে মাঝে কবিতা পড়তে বিপদে পড়ি। কবিতাতে তিনি অনেক দূর এগোবেন এটা নিশ্চিত।
শিরীষঃ শিরীষ নিকটার মতই শিরীষের সব কবিতা চমৎকার। শিরীষ মানেই যেন কবিতায় নতুন প্রাণ। তার চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ কবিতাটার লাইনটা যেন মনে গেঁথে গেছে।
নস্টালজিকঃ নস্টালজিক নামের এই ব্লগার অনেক সুন্দর সুন্দর গানের লিরিক ল্যাখেন। দলছুট ব্যান্ডের পরী শিরোনামের গানটি তার লেখা। দলছুট ব্যান্ডের আরও অনেক গান লিখেছেন তিনি।
নৈশচারীঃ যার ল্যাখাগুলা মাথার উর্পে দিয়া যাইতে ধরে।
টেনে টামাতে হয়। সুন্দর গল্প লেখেন। তিনি মুক্তগদ্য লেখায় যথেষ্ট পারঙ্গম।
মতিউর রহমান সাগরঃ যার কবিতা মানে কোন এক স্বর্গীয় জগতে প্রবেশ এবং বিচরণ করা।
ফাহাদ চৌধুরীঃ তার কবিতায় যথেষ্ট প্রাণ খুঁজে পাওয়া যায়। উদ্যম, দূরন্ত আর গতিময় কবিতা যাকে বলে, তার কাছ থেকেই পাওয়া যায়। তিনি মাঝে মাঝে গান থেকেও চমৎকার কবিতা লিখে ফেলেন।
চিটি (হামিদা আখতার): অসাধারণ সব কবিতা লিখেন। বিশেষ করে গদ্য কবিতায় তার আগ্রহ বেশী দেখা যায়।
রেজোওয়ানাঃ তিনি সংখ্যাতত্ত্ব দেখে বয়স বের করে দিতে পারেন।
আবার দেশের বেশ নামকরা স্থাপনা/ জায়গাগুলোর ইতিহাস সহ ছবিপোষ্ট দ্যান। তবে বেশ কিছুদিন থেকে দেখছি তার মূল্যবান পোষ্ট গুলো লুকিয়ে রেখেছেন। যেগুলো তিনি একা একাই দেখেন। আমাদেরকে দ্যাখান্না কেন? জবাব চাই।
আর নতুন পোষ্টও চাই।
আব্দুল্লাহ আল মনসুরঃ তিনি আমাদের জ্যাডা।
খুব ভালা লোক। আড্ডাতে তার না নাই। দুর্জনেরা বলে পোষ্ট না পইড়া পিলাচ দেওনের অভ্যাস আছে তার।
আগে হারাদিন খালি পোষ্টাইতো । অহন পোষ্টানো কমায় দিছে। জ্যাডা সুন্দর কবিতা ল্যাখে।
পাপতাড়ুয়াঃ অসাধারণ সব পাপগল্প ল্যাখেন। গল্প দিয়া মনে হয় পাপ তাড়ান।
কবিতাতেও কম যান না।
অন্ধ আগন্তুকঃ এই আগন্তুক যে কোথা থেকে আসছে!
তার গদ্যগুলো বেশ ভাবনার খোরাক জোগায়।
আকাশ অম্বরঃ আকাশ অম্বরের গদ্য আর শব্দখেলা অসাধারণ ও মুগ্ধকর।
পাহাড়ের কাঁন্নাঃ নামটা বিয়ার জন্য কাঁন্না হইলে পার্ফেক্ট হইতো।
কারণ অনেক কোবতেতে তাকে বউয়ের জন্য কাঁদতে দেখা গেছে।
তার প্যারোডি কোবতে গুলা দুর্দান্ত হয়। হুটহাট সুন্দর কবিতাও লিখে ফ্যালেন।
মেঘ বলেছে যাবো যাবোঃ মাঝে মাঝে চমৎকার গল্প লিখেন। আবার রহস্যময় জগতে ভ্রমণ করান। আবার মাথার রক্ত পায়ে নামার মত গানের লিষ্টো দ্যান। ![]()
জুনঃ তার নাকি বার মাসই জুন। তিনি ভ্রমণ ভালবাসেন। তার কিছু সুন্দর বর্ননা সমৃদ্ধ পোষ্টের জন্য আমরা অনেকেই ফ্রি বৈদেশ ভ্রমণ করতে পেরেছি।
শূণ্য উপত্যকাঃ উপত্যাকা তো শূন্যই হয়। তবুও কেন যে এই নিক নিছে।
তিনি সুন্দর গল্প ল্যাখেন। বুক রিভিউও চমৎকার দ্যান।
হানিফ রাশেদীন: সুন্দর সব কবিতা ও গল্প লিখেন।
সুরঞ্জনাঃ তিনি খাই দাই পোষ্ট সহ অনেক সুন্দর সুন্দর পোষ্ট দ্যান। তার মা মেয়ের সম্পর্ক ক্যামন হওয়া উচিত নামের সুন্দর শিক্ষনীয় পোষ্ট আছে। তার শৈশবকালীন স্মৃতিচারণ থেকে আমরা পুরনো আমলের অনেক কিছুই জানতে পারি।
১২৩৪ : সারাদিন নামতা পরে আর ব্লগে ঘুরে বেড়ায়।
সে তার ল্যাখায় প্রকৃতি নিয়া সুন্দর অনুভূতি প্রকাশ করতে পারে।
সমুদ্রকন্যা ও প্রতীক্ষাঃ এই দুইজন গভীরতার মেয়ে। তাদের থিঙ্কিং বেশ গভীর এজন্য শায়মা আপি এই নাম দিছে। আমিও দিলাম এই নাম। প্রথম জন বিয়ে করছে কয়েকদিন আগে। এই জন্য নতুন সংসার নিয়া ব্যস্ত। ব্লগে সময় দিতে পারছে না মানে কম সময় দিতেছে। দ্বিতীয় জন কেন জানি ব্লগকে বিষন্ন বিদায় জানিয়েছে। সে মনে হয় আর ফিরে আসবেনা। ফিরে আসার আহবান জানানো হলো।
এই পোষ্ট এ লিংক দেয়ার সময় দেখি তার একটা পোষ্ট ফিরায় নিয়া আসছে। ![]()
যাদেরকে মোটামুটি ব্লগ সূত্রে চিনি তাদের গীবত গাইলাম। আরও গীবত গাইতে চাইছিলাম কিন্তু নাম মনে আসছেনা। নাম মনে আসলে কমেন্টের মাধ্যমে গীবত গাবো। আরও যাদের সঙ্গে পরিচয় হবে ভবিষ্যতে তাদের সম্পর্কেও গীবত গাওয়ার ইচ্ছে পোষন করে শেষ করছি।
পোষ্টের আইডিয়া শায়মা আপির কাছ থেকে ধার করা। তাই তার নামেই এই পোষ্ট উৎসর্গ করা হলো। আর আজকে তার জন্মদিন। তাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তাকে। শুভ জন্মদিন শায়মা আপি। আজকের দিন এবং আগামী যে দিন গুলি আসবে সেই দিন গুলিতেও হাসি আর আনন্দে থেকো।
![]()
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫২
সোহানুর রহমান বলেছেন: চার মাস দুই সপ্তাহ পরের পোষ্ট এত আগে দেয়া ঠিক হয় নাই
২|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: খাপে খাপ
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩০
সোহানুর রহমান বলেছেন: মিলছে তো ![]()
৩|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২১
সাকিরা জাননাত বলেছেন: আপনাকে অভিনন্দন।![]()
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩১
সোহানুর রহমান বলেছেন: কিসের অভিনন্দন (চিন্তার ইমো)
৪|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৪
চতুষ্কোণ বলেছেন: সোহানুর রহমান বলেছেন: এক বছরের জায়গায় সাত মাস দুই সপ্তাহ পড়তে হবে ![]()
হা হা হা। ভালৈ ![]()
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪১
সোহানুর রহমান বলেছেন: ![]()
৫|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৫
১২৩৪ বলেছেন: শামাপুর জন্মদিন....!!
১২৩৪ : সারাদিন নামতা পরে আর ব্লগে ঘুরে বেড়ায় :#> :!>
থাংকু...!!
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪২
সোহানুর রহমান বলেছেন: হাসিখুশী লইজ্জা সব এক সাথে ![]()
৬|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩২
নষ্ট কবি বলেছেন: হুম।,,।,।,।,।,।,। :-<
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৫
সোহানুর রহমান বলেছেন:
৭|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৯
নৈশচারী বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৭
সোহানুর রহমান বলেছেন:
৮|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৩
মিরাজ is বলেছেন: হমম......আপনার সাথে দেখি মিল গেল.........বেশির ভাগই প্রিয় ব্লগার ।
শুভ জন্মদিন শায়মা আপুকে ।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৯
সোহানুর রহমান বলেছেন: আমার আবার পিরিয় কই। গীবত গাইলাম--হেরা আবার পিরিয় হৈব কেমতে
৯|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫০
রুদ্রপ্রতাপ বলেছেন: কেঠা আপনে? আমার ১ বছর পূর্তির পোস্ট মাইরা দিছেন মিয়া! আমার আগের নিক ব্যান খাওয়ায় মনের দুস্কে পোস্ট দিতে পারতেছিনা, এইটারেও যদি ব্যান মারে!
যা কৈছেন, কাপড় খুইলা সহমত, মানে জাঁহাপনা তুস্যি গেরেট হো টাইপ।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১০
সোহানুর রহমান বলেছেন: আপনের পোষ্ট কৈ মারলাম। আমিতো হে গো নিয়া গীবত গাইছি
১০|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫২
শূণ্য উপত্যকা বলেছেন: উপত্যকায় পানি ঢুকে পরেছে। ভয়ানক সমস্যায় আছি।
এখন কানে কানে বলেন কোন নিকে আমার বাড়িঘরে ঢুকেন
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১২
সোহানুর রহমান বলেছেন: আপনার বাড়ি ঘরে বাতাস হইয়া ঢুকি।
তয় আর কদ্দিন শূন্য থাকবেন
১১|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৪
কাঠের খাঁচা বলেছেন: হেহ হেহ যাবতীয় প্রায় সব ব্লগীয় দোস্ত একসাথে।
ভাল লাগ্ল । প্লাস
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১৪
সোহানুর রহমান বলেছেন: যাক মিইল্লা গেল কাঠের বাক্স এর সাথে
১২|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১২
রুদ্রপ্রতাপ বলেছেন: আমার আইজকা এমন একটা পোস্ট দেওনের কথা আসিলো
মাগার বুঝলাম না...আপনের তো ১ বছর এখনো হয়নাই...ক্যামনে কি?
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১৬
সোহানুর রহমান বলেছেন:
দিয়া দ্যান। নু পুব
আর এক বছরের কথা পরথম কমেন্টে বইলা দেওয়া আছে।
১৩|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১৯
তায়েফ আহমাদ বলেছেন: গীবত ভালো হৈছে......
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৭
সোহানুর রহমান বলেছেন: আপনার গবেষনা ধর্মী পোষ্টগুলো খুব ভাল হচ্ছে। কিপ ইট আপ।
১৪|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:১৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
:-&
শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৯
সোহানুর রহমান বলেছেন: জ্যাডার মাথা ঘুরায় ক্যালা।
শায়মা আপুকে শুভেচ্ছা জানিয়ে দেয়া হলো।
১৫|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:২৫
জিকসেস বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপি।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৯
সোহানুর রহমান বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপি।
১৬|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:২৬
শায়মা বলেছেন: হায়হায়রে গেছি!
আমার পার্টটুকু পড়ে হাসতে হাসতে আমি শেষ। এত শয়তানী ছিলো তোমার পেটে পেটে? এই জন্য বলছিলা আইডিয়া ধার নিবে না???
যাহাই হোক আমি মার্কা পোস্ট হওয়াও পড়িয়া বড়ই আনন্দিত হইলাম। ![]()
অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর সবাইকে যারা যারা সোহানের কথায় বিশ্বাস করে আমাকে শুভকামনা জানাইলেন।![]()
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪২
সোহানুর রহমান বলেছেন: ইশ! খাওয়ানোর ভয়ে স্বীকার করছো না।
তার্পরও
হ্যাপী বাড্ডে!!
(খাবার পাওনা রইল
)
১৭|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:২৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভালো পোস্ট। গীবত তো দেখি ভালৈ গান। ![]()
শায়মা আপি আর অপসরা আপির বাড্ডে একই দিনে। ![]()
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৪
সোহানুর রহমান বলেছেন: কোন অপসরা আজকে তো শায়মা আপির বাড্ডে
১৮|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:২৬
সায়েম মুন বলেছেন: পোষ্ট তেমন ভালা হয় নাই। আমার নাম দ্যান্নাই।
আর শায়মা আপিতো কনফিউজড। তার বাড্ডে কি না?!
তারপরও সামনে তো একটা বাড্ডে আছে।
হ্যাপী বাড্ডে শায়মা আপি
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৬
সোহানুর রহমান বলেছেন: আপনে অহনও ছুটু মানুষ। আপনে বড় হোন তার্পর
বাড্ডের শুভেচ্ছা পৌঁছায় দেয়া হলো
১৯|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৩
চিকনমিয়া বলেছেন:
শায়মা আর অপসরা একই লোক নিকি?
আইচ্চা হেপ্পী বাড্ডে
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৯
সোহানুর রহমান বলেছেন: শায়মা আর অপসরা একই লোক নিকি?
চিকনমিয়ারে তো সচরাচর দেখা যায় না। খানা পিনার গন্ধে আইয়া পর্ছে নিকি
আইচ্ছা হেপ্পী বাড্ডে শায়মা আপি
২০|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৩
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫১
সোহানুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন শায়মা আপু।
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৩
সোহানুর রহমান বলেছেন: আপনার ছবি পোষ্ট প্রশংসা পাওয়ার যোগ্য। কিপ ইট আপ।
২১|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৬
বাবুনি সুপ্তি বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৩
সোহানুর রহমান বলেছেন: পৌঁছায় দেয়া হলো
২২|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৯
সাঈফ শেরিফ বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা জানবেন, ম্যাডাম। উপোস আছি, আপাতত কিছু মুখে দিতে পারছিনা।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৬
সোহানুর রহমান বলেছেন: শুভেচ্ছা পৌঁছানো হলো।
আর আপনার কথা বিশেষভাবে বিবেচনার জন্য শায়মা আপিকে বলা
২৩|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪০
শূণ্য উপত্যকা বলেছেন: খুইজা দেন? একা একা ভাল লাগে না।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৭
সোহানুর রহমান বলেছেন: দিলেন তো প্যাচ লাগায়। কি খুঁজুম কঞ্চেন দেহি
২৪|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শূণ্য, আমারও ভালু লাগে না :-& :-& :-& :-& :-& :-&
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৮
সোহানুর রহমান বলেছেন: কেনু ভালা লাগেনা জ্যাডা
২৫|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জেডা, মাতায় কি জানি ঢুকছে... লাটিমের মতন কিচু একটা... ঘুরতেছে... :-& :-& :-& :-& :-& :-&
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৯
সোহানুর রহমান বলেছেন: মাথার উর্পে লাটিম ঘুরতে পারে। মাথার ভির্তে ক্যামনে
২৬|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৪
শায়মা বলেছেন: চিকনমিয়া বলেছেন:
শায়মা আর অপসরা একই লোক নিকি?
আইচ্চা হেপ্পী বাড্ডে
সাইফুর ভাইকে এই প্রশ্ন করা হলে কি যেন উত্তর দিত? শিখিয়ে দিন চিকনমিয়াভাই।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ২:০০
সোহানুর রহমান বলেছেন:
২৭|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫০
চিকনমিয়া বলেছেন: আমি আবার কিতা করলাম। ভেবে ভেবে বলি আফায় বলচে দেখে আমি ও জানতে চাইলাম
"মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভালো পোস্ট। গীবত তো দেখি ভালৈ গান। ![]()
শায়মা আপি আর অপসরা আপির বাড্ডে একই দিনে।
"
বাড্ডের শুভেচ্চা জানাইলে ও লোকজন দেকি মাইন্ড খায়
১৭ ই আগস্ট, ২০১০ রাত ২:০৫
সোহানুর রহমান বলেছেন:
আফারা যহন বলতাছে। মিছা হওয়ার কথা না
আর ক্যাডা মাইন্ড খাইলো কঞ্চেন দেহি। হের মাথা ভাইঙ্গা দিমুনা
২৮|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ২:০০
শায়মা বলেছেন: কি যে বলো চিকন ভাইজান? আমি তোমার উপর মাইন্ড খাবো!
তওবা তওবা।
তুমি আমাকে পরী ধরি, ভুত পেত্নী যাহা বানাই দিবা তাই আমি মাথা পেতে নেবো। ![]()
হাজার হোক তোমার মত গুরুজনের আশীর্বাদ কি যেনো তেনো নাকি?
অনেক অনেক খুশ হইলাম শুভেচ্ছার জন্য।
তোমাকে মেঘ আপাকে আর অন্যন্য সবাইকে আগাম জন্মদিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাইয়া ঘুমাইতে গেলাম । শুভরাত্রী।
![]()
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৪
সোহানুর রহমান বলেছেন: ![]()
২৯|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ২:০২
শায়মা বলেছেন: সাইফ ভাইকে ইফতারী পাঠানো হইলো। ![]()
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫৯
সোহানুর রহমান বলেছেন: আর আমাদের কাছে কখন পাঠাবা
৩০|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ২:৪১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কু, আমারে লিষ্টে রাখার জন্য। তবে দোয়েল না কাক এ বিষয়ে এখনো হাল ছাড়ি নাই।
আর সৎকারবিহীন উঠে আসার কারণটা এক পোষ্টে দিলাম। সময় পেলে আমার নতুন পোষ্টটা পড়ে দেখতে পারেন...
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০১
সোহানুর রহমান বলেছেন: পোষ্টে গেছিলাম রিজ।
হৃদয় ছোঁয়া লেখা দিয়েছেন।
৩১|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ২:৫৩
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: গীবত ভাল লাগল। এত ভাল গীবত কোনদিন দেখি নাই।++
শায়মাপুকে অনেক অনেক শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৩
সোহানুর রহমান বলেছেন: গীবত এট্টু কম হইছে মনে লয়। তা আপনে এত কম পোষ্ট দ্যান কেন?
শুভেচ্ছা পৌঁছায় দেয়া হলো।
৩২|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:০৭
টানজিমা বলেছেন: ওই পোলা!! বাড়ি কই??? নাম কি???........
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৫
সোহানুর রহমান বলেছেন: টাঞ্জু তুমি অফ যাও---------
পোষ্টের ব্যাপারে কুনু কথা কৈলানা। আবার শায়মা আপিরে উইশ করলা না
৩৩|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:২৫
হুপফূলফরইভার বলেছেন: অরে আল্লারে এইহানে দিহি খানা পিনার আয়োজন চলতিছে!!
আয়া পরছি শামাপি! চরি শায়মাপ্পি! জন্মদিন ভাতদে@ ইফতারি থুক্কু সাহরী খামু! তাড়াতাড়ি ব্যাবুস্থা কর!
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৫
সোহানুর রহমান বলেছেন:
৩৪|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:৩৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সেইটা নিয়াই বিয়াপক চিন্তায় আচি.. ভিতর হইতে লাটিম ঘুরার শব্দ শুনতে পাই এক নাগাড়ে অনেককন।।। :-& :-& :-& :-& :-&
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৬
সোহানুর রহমান বলেছেন:
৩৫|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বছরপূর্তির শুভেচ্ছা ...
চারবছরপূর্তির পোস্ট দিলাম আমি । আপনি দেখি আমার চে' কম আয়োজন করেন নাই ![]()
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৭
সোহানুর রহমান বলেছেন: থ্যাঙ্কু আরাশি ভাই। আপনার শুভেচ্ছা গ্রহণ করা হলো। চার মাস দু'সপ্তাহ পর প্রসেসিং হবে
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৫
সোহানুর রহমান বলেছেন: বস আপনার লেখা গল্প খুব ভাল লাগে।
স্যরি পোষ্ট দেয়ার সময় নামটা মনে আসেনি![]()
৩৬|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৩
সাগর রহমান বলেছেন: শায়মাপু বেঁচে থাকুন কোটি বছর। শুভ শুভ জন্মদিন।।
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮
সোহানুর রহমান বলেছেন: শায়মাপু বেঁচে থাকুন কোটি বছর। শুভ শুভ জন্মদিন।
৩৭|
১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০৬
পাপতাড়ুয়া বলেছেন: খাইসে!
আমিও আছি!!!!!!
ধৈন্যা।
আর শায়মাপু রে মাইনাস।বেহুদা দুনিয়ায় আগমনের লিগা।![]()
![]()
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১০
সোহানুর রহমান বলেছেন: হ এহন কিছু খাওয়ানোর বন্দোবস্ত করেন
৩৮|
১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
শায়মা আফারে হেপী বাড্ডে
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১১
সোহানুর রহমান বলেছেন: শায়মা আফারে হেপী বাড্ডে
৩৯|
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:২১
রাজসোহান বলেছেন: ওরেরে আম্মো আছি
সায়মা আপ্পিরে হেপী বাড্ডে
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১২
সোহানুর রহমান বলেছেন: রাজহাঁস না থাকলে হয়
শায়মা আপ্পিরে হেপী বাড্ডে
৪০|
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৫২
লবঙ্গলতিকা বলেছেন: হেপ্পি বার্থ ডে শায়মা বেগম
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৪
সোহানুর রহমান বলেছেন: হেপ্পি বার্থ ডে শায়মা বেগম
৪১|
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৩৩
অভিবাসী বলেছেন: শুভ ভূমিষ্ট দিবস শায়মাপু
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৭
সোহানুর রহমান বলেছেন: শুভ ভূমিষ্ট দিবস শায়মাপু
৪২|
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আজকে শায়মা আপির জন্মদিন নাকি.........আমি যেন জানতাম মনে হয়!
আজকে আরো অনেকের জন্মদিন।
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৮
সোহানুর রহমান বলেছেন: তাহলে শায়মা আপি ও আরও অনেককেই শুভেচ্ছা
৪৩|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮
বডটজসৃ বলেছেন: আমি খেলমুনা..।আমি কৈ???
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২০
সোহানুর রহমান বলেছেন: আপনার নাম উচ্চারণ করতে গিয়া দাঁত ভাঙ্গছে। এই জন্য আর দেই নাই
৪৪|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১০
ভাবের অভাব বলেছেন: শুভ জন্মদিন।
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩২
সোহানুর রহমান বলেছেন: পৌঁছানো হলো।
৪৫|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১১
অপরাজিতা ০০৭ বলেছেন: সায়মাকে জন্মদিনের শুভেচ্ছা, সাথে অপ্সরা, নাফিস ইফতেখার আর একরামুল হক শামীমকে ও।
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৩
সোহানুর রহমান বলেছেন: শায়মা আপি আর সকলকে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছানো হলো।
৪৬|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৮
চিকনমিয়া বলেছেন: শায়মা আফারেও ভালা পাই
খেক খেক খেক
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৪
সোহানুর রহমান বলেছেন: শায়মা আফা বহুত ভালা!
৪৭|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৫
সুরঞ্জনা বলেছেন: রোজা রমজানে গিবত??? তওবা! তওবা! তওবা!
কানে কানে বলি, গিবত কিন্তু মন্দ হয় নাই।
শায়মামনিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।![]()
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৫
সোহানুর রহমান বলেছেন: তওবা
শায়মা আপি ফুল সহ বাড্ডে নিয়ে নাও
৪৮|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১
পীরসাহেব বলেছেন: দোয়া থাকলো।
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৬
সোহানুর রহমান বলেছেন: হাজার হোক পীর সাহেবের দোয়া
৪৯|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৪
চিকনমিয়া বলেছেন: অপপ্সরা আফারেও ভালা পাই, তয় উনারে বলগে দেকিনা
মনডা উদাস হইচে
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৭
সোহানুর রহমান বলেছেন: হ অপসরা আফা কৈ জানি হাওয়া হই গ্যাছে। তারে মিস্করি![]()
৫০|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: চিকনমিয়া বলেছেন: অপপ্সরা আফারেও ভালা পাই, তয় উনারে বলগে দেকিনা মনডা উদাস হইচে
আমারও মনডা উদাস চিকন ভাইজান।![]()
১২৩৪, মিরাজভাই, মনসুর ভাই, জিকোবাবু, মেঘু আপা,সায়েম মুন বেবি, রক্তিম আপু, বাবুনিমনি, সাইফ ভাইয়া,শূন্য উপত্যকা, ইশতিয়াক আদনান, সৎকারবিহীন ভাই, টানজু, হপু, মতিউর কবিভাই, পাপতাড়ুয়া, রাজসোহান, লবঙ্গলতিকা, অভিবাসী,শ্রাবনসন্ধ্যা আপু, অপরাজিতা আপু, ভাবের অভাব,সুরন্জনা আপু, পীর সাহেব
সবাইকে দেখে অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এমন শুভেচ্ছা পেয়ে যাবার জন্য।![]()
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬
সোহানুর রহমান বলেছেন:
৫১|
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪৯
পুরাতন বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু...
পোষ্ট ভালো হইছে
+++
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৭
সোহানুর রহমান বলেছেন: থ্যাঙ্কু!!
শুভেচ্ছা পৌঁছায় দেয়া হলো।
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৬
সোহানুর রহমান বলেছেন: আপনে হইলেন ছবিপোষ্টের বস। সাথে খানাপিনা তো আছেই।
৫২|
১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৮
অমিত চক্রবর্তী বলেছেন: মর জ্বালা, এটাও তোমার নিক!
ভ্রাত্রী শায়মা'কে লেট শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫২
সোহানুর রহমান বলেছেন: এইডা আবার কার নিক
লেট শুভেচ্ছা পৌঁছানো হইলো।
৫৩|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৬
শিরীষ বলেছেন: শায়মাকে জন্ম দিনের শুভেচ্ছা। মন ভাল করা পোস্ট
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৩
সোহানুর রহমান বলেছেন: খুব ভাল কথা
শুভেচ্ছা শায়মাপ্পি
৫৪|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:২২
হোদল রাজা বলেছেন: গিবত গাওয়া খারাফ!! মাইনাশ!!! ![]()
শায়মা'পু, হেপ্পি বাড্ডে!!!
১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৪
সোহানুর রহমান বলেছেন: মাইনাস বাটন কাজ করে নাই
শুভেচ্ছা শায়মা আপির দিকে পাঠানো হলো।
৫৫|
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০০
পাহাড়ের কান্না বলেছেন: মাঝে মাঝে গীবত ও ভালা লাগে দেহি।
প্রিয়তে নিয়ে গেলাম।
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০২
সোহানুর রহমান বলেছেন: ধইন্যা
এবার তালি আরও বেশী কইরা গীবত কর্তে হবে
৫৬|
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪০
পাহাড়ের কান্না বলেছেন: হ আরো বেশী কইরা গীবত করেন।![]()
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০
সোহানুর রহমান বলেছেন: আইচ্ছা গামুনে। কিন্তু আমাদের এক আফায় গীবত গাওয়া পছন্দ করে না
৫৭|
১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৭
সোহানুর রহমান বলেছেন:
মির্জা সাথী
মাইনাসটা ক্যান দিলেন কইয়া যাবেন। আপনার পোপাইলেতো ল্যাখা ভাল কিছুর সন্ধানে। লাষ্ট পোষ্টে ৩২ টা মাইনাস আর ১ টা প্লাস। এই তার ভাল কিছুর সন্ধানের নমুনা। তা আফা আপনের আসল নিক কোনটা।
১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৮
সোহানুর রহমান বলেছেন:
বলো সাইয়া সাইয়া
বলো সাইয়া সাইয়া
৫৮|
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৯
পাহাড়ের কান্না বলেছেন: এভাবে বলে না ভাই রোজা রমজানের মাস। ছ্যাইয়া হৈলেও তো তারা ব্লগার
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৪
সোহানুর রহমান বলেছেন:
বল সাইয়া সাইয়া
বল সাইয়া সাইয়া
বল সাইয়া সাইয়া
ছাইয়া হইলেও তারা ব্লগার। রোজা রমজান মাস--তাই ছাইড়া দিছি :-<
৫৯|
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩০
টানজিমা বলেছেন:
ওরে ওরে.........কত মজারে........সব্বাইরে উইশশশ.....হুশ..হুশ...
(থাক, আর বাড়ি-ঘরের ঠিকানা দিতে অইব না, বুজ্জি তুমি কেডায়)
মাইনাশশ.......
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৭
সোহানুর রহমান বলেছেন:
এখনও উইশ করো নাই
ঘোড়ার ডিম বুজ্জো।
আমি সোহানুর রহমান। এইডাই লাষ্ট কথা
৬০|
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৪৩
দীপান্বিতা বলেছেন: সামুতে না আসলে হয়ত সখের বশেও কখনো লেখা হতো না। -একদম ঠিক কথা! ![]()
জন্মদিনে শুভেচ্ছা, শায়মা! ![]()
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৬
সোহানুর রহমান বলেছেন: যাক কথা তাহলে মিলে গেছে।![]()
শায়মা আপির কাছে শুভেচ্ছা পেৌঁছানো হলো।
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৮
সোহানুর রহমান বলেছেন: আপনার কথাচ্ছলে মহাভারত সুন্দর এগিয়ে যাচ্ছে। কিপ ইট আপ।
৬১|
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১:২৬
মে ঘ দূ ত বলেছেন: দারুণ সুন্দর পোষ্ট। যাদের নিয়ে লিখলেন সেই বক্তব্যগুলো ও পছন্দ হয়েছে।
আর ধন্যবাদ নস্টালজিক-এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। উনি যে পরী গানটা লিখেছেন জানা ছিল না। গানটা আমার অনেক পছন্দের।
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩০
সোহানুর রহমান বলেছেন: প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মুভি রিভিউ গুলো বেশ ভাল লাগে।
৬২|
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১০
অন্ধ আগন্তুক বলেছেন: শায়মা আপুর জন্মদিনে ( বিলম্বিত ) শুভেচ্ছা । শুভ জন্মদিন ।
এইরকম মধুর গীবতগীতি খখনো শুনি নাই , কানে এখনো মধুর সুর লেগে আছি ।
অনেক অনেক অনেক ভালো লাগানিয়া পোস্ট সোহানুর ।
ভালো থাকুন সবসময় ।
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৩
সোহানুর রহমান বলেছেন: মন্তব্যের জন্য আগন্তুক'কে ধন্যবাদ দেয়া হলো।![]()
শায়মা আপিকে লেট শুভেচ্ছা পৌঁছানো হলো।
৬৩|
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৭
অজানা এক পথিক বলেছেন: গীবত ভালা পাইলাম
শায়মাপুকে হেপ্পি বাড্ডে
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৪
সোহানুর রহমান বলেছেন: ![]()
৬৪|
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
স্মৃতি জাগানিয়া পোষ্ট।
শায়মাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ।
ভালো থেকো.....
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৪
সোহানুর রহমান বলেছেন: ![]()
৬৫|
২০ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৩৪
এরশাদ বাদশা বলেছেন: gibot vala pailam..
২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩২
সোহানুর রহমান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৬৬|
২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:০৪
ভাঙ্গন বলেছেন: সোহান..........ধন্যবাদ রইল এমন বরণে....
...........
২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৩
সোহানুর রহমান বলেছেন: বিনীত ভাঙ্গন বস।
৬৭|
২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২২
মাহবু১৫৪ বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু
দারুণ সুন্দর পোষ্ট। ++++
২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৪
সোহানুর রহমান বলেছেন: শুভেচ্ছা পৌঁছানো হলো![]()
৬৮|
২০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২০
ভাঙ্গন বলেছেন: এনিঅয়ে, শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা্।
শুভ শুভ শুভ জন্মদিন।
২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৪
সোহানুর রহমান বলেছেন: ![]()
৬৯|
২০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১০
জুন বলেছেন: জানেন সোহান পোস্টটা আমি এর আগে দেখেছিলাম কিন্ত গীবত শুনে ভয় পেয়েছিলাম তাই আর দেখিনি।
আমাকে তালিকায় সংযুক্ত করার জন্য অনেক ধন্যবাদ।
সেই সাথে শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা।
২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৫
সোহানুর রহমান বলেছেন: হাহাহা![]()
শুভেচ্ছা শায়মাপি।
৭০|
২০ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো। শায়মাকে শুভেচ্ছা।
২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৫
সোহানুর রহমান বলেছেন: ওখে বস!
৭১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৩
মুভি পাগল বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৩
সোহানুর রহমান বলেছেন: ভাইজান। এই ছবিটা দেয়ার মানে কি?
ও আচ্ছা বুজ্জি। প্র পিকটা ঠিক কইরা দিছেন। ধইন্যা আপনাকে। তয় কামটা কিন্তু ঠিক করেন্নাই
৭২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭
রেজোওয়ানা বলেছেন:
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫৭
সোহানুর রহমান বলেছেন: যাক তাহলে পোষ্টের জোরে ফিইরা আইছেন
৭৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৫
মাসুদুল হক বলেছেন: শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা!
০৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৭
সোহানুর রহমান বলেছেন:
৭৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
আফনারে চিনচি!!!
০৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
সোহানুর রহমান বলেছেন: আপনে না মিশু ভাই
৭৫|
২০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
শায়মা বলেছেন: এত মানুষের শুভেচ্ছা!!!
এত এত খুশী হলাম আর সবাইকে ধন্যবাদ সাথে সোহানুরভাইয়াটাকে বেশি বেশি করে।![]()
২৬ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৪৬
সোহানুর রহমান বলেছেন: শায়মা আপির ধন্যবাদ সাদরে গৃহীত হলো
৭৬|
২৬ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:২০
নুরুন নেসা বেগম বলেছেন: তারপরও শুভেচ্ছা, ধন্যবাদ আসতেই থাকবে.......।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৯
সোহানুর রহমান বলেছেন: তারপরও শুভেচ্ছা
৭৭|
২৯ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনুমান্ সত্য।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫১
সোহানুর রহমান বলেছেন: পুরা সত্য জ্যোতিষী মশাই
৭৮|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৬
মাহী ফ্লোরা বলেছেন: হে হে গীবত পইড়া আনন্দ পাইসি।আরো গীবতের অপেক্ষায় থাকলাম
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৪
সোহানুর রহমান বলেছেন: আপনি মিসিং হয়ে গেছেন মাহী ফ্লোরা। ![]()
পরবর্তীতে গীবত গাইলে অবশ্যই আপনি থাকবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৩
সোহানুর রহমান বলেছেন: এক বছরের জায়গায় সাত মাস দুই সপ্তাহ পড়তে হবে