![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষদের অনেকে এখন আর মানুষ মনে করে না । মানুষের জীবন এখন যেন চড়ুই পাখির মত হয়ে গেছে । ৭ টা মারলেই কি, সাথে ৪ টা বেশী মারলেই বা কি । বিদেশী প্রতিষ্ঠানগুলি তাদের ব্যাবসা বিস্তারে গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য বিভিন্ন পন্যের সাথে ফ্রী অফার দেয় । সর্বক্ষেত্রে ফ্রী দেওয়ার ফলে তার প্রভাব আমাদের দেশের সকল পেশার মানুষের মধ্যেও পরেছে হয়তো । টাকা দেয়া হয়েছিলো একক ব্যাক্তিকে হত্যা করার জন্য ।
প্রথম ফ্রি অফারঃ কাউন্সিলরের সফরসঙ্গী হ্ওয়ার কারনে তার গাড়িতে থাকা ড্রাইভার সহ বাকী ৪ জনকেও প্রান দিতে হয়েছিলো ।
দ্বিতীয় ফ্রি অফারঃ প্রত্যক্ষদর্শী এডভকেট এবং তার ড্রাইভারকে প্রান দিতে হয়েছিলো ।
তৃত্বীয় ফ্রি অফারঃ নতুন করে আজকে পত্রিকায় পড়লাম নৌকার ২ মাঝি এবং অপর প্রত্যক্ষদর্শী সহ মোট ৪ জনেরও প্রান নিলো ।
লিংকঃ Click This Link
একটা মানুষের কাছে আরেকটা মানুষের জীবন এখন ফ্রি অফার হয়ে গেছে । টাকার বিনিময়ে একটা মানুষ মেরে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিংবা রেডিমেইড বাড়ির মালিক হয়ে কিভাবে নিজের স্ত্রী-সন্তাদের নিয়ে সেই বাড়িতে বসবাস করবে ? মৃত্যুর পরে কিভাবে তার পরবর্তি প্রজন্মের জন্য সেই সম্পদ রেখে যাবে ? নিজের মৃত্যুর সময় মনে মনে হয়তো ভাববে, মেয়র নজরুলকে মেরে যে সম্পদ গড়েছি সেই সম্পদে হেসে খেলে বড় হবে আমার নাতি পুতি সন্তানেরা । এত্তো এত্তো লেখপড়া করে এত বড় চাকুরী পেলো কিন্তু কোথায় গেলো একজন শিক্ষীত লোকের সৎ ভাবনা ? যাদের মেরেফেলা হলো তাদের সকলের সাথে যদি শত্রুতা থাকতো তাতেও বুঝা যেতো নাহয় জিদের বসে সবাইকে মেরে ফেলেছে । কিন্তু কোন যৌক্তিক কারণ ছাড়া শুধুমাত্র প্রত্যক্ষদর্শী বিবেচনায় মানুষগুলি মেরে ফেললো । এতগুলি মানুষকে কিভাবে এত সহজে সামান্য কিছু টাকার লোভে অন্য মানুষরা একবারে মেরে ফেলতে পারে । হাদিস ও কোরআন শরীফে আমরা পড়েছি; "মানুষ সৃষ্টির সেরা জীব", তবে কি এরাই সেই "সৃষ্টির সেরা জীব" যারা পিঁপড়া ভেবে মানুষগুলি এভাবে মেরে ফেললো ।
আমরা আজও কেন সভ্য হতে পারলাম না, কোথায় আমাদের শিক্ষার কমতি রয়ে গেল, পরিবারে না সমাজে ।
©somewhere in net ltd.