নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

জাতীয় শোক দিবসে একটি কেক কাটার অনুষ্ঠান

১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

মুর্খ-সুর্খ মানুষের যুক্তি কখনো কখনো আমাদের মত অল্প শিক্ষিত মানুষদের ভাবনায় ফেলে দেয়। আমি সম্ভবত ঠিকমত গুছিয়ে বলতে পারবো না, তবুও একটু বলাবার চেষ্টা করি। সেই মুর্খ মানুষদের কথোপকথনের মূল অংশটুকু এমন যে, একে অন্যকে বলতে ও বুঝাইতে চাইতেছে, মাইনসে কয় খালেদা জিয়ার ৪টা জন্মদিন। পেপারে কয় ৫টা জন্মদিন, আবার কেউ কেউ কয় ৬টা জন্মদিন।



অপরজনের উত্তরটা ছিলো এমন যে, ৫/৬টা জন্মদিন থাকলে কি হইছে। কেকতো কাঁটে ১টা অই। আরে বেডা এই ১ টা কেকই ৫০/৬০ টা কেকের সমান সোয়াব হয়। কারন হিসাবে সে বুঝাতে চাইছে এমন ভাবে যে, কেকটা একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষেই কাঁটা হয়। ১৫ই আগষ্টে আওয়ামীলীগ মিলাদ পড়ায় আর কাঙ্গালী ভোজ করায়। বিএনপি মিলাদ আর কাঙ্গালী ভোজ না করাইয়া বছর বছর কেক কাঁটে কিন্তু তারিখতো একটাই ১৫ই আগষ্ট। ১৫ই আগষ্ট দুইদল যা করতাছে সবকিছু একজনের লেগাই করতাছে।

ওদের কথাটা চিন্তা করে দেখলাম, সত্যিইতো ওদের কথায় সামান্ন দম আছে। ওদের যুক্তিতে, প্রত্যক্ষ হউক বা পরোক্ষ হউক উভয় দলের মধ্যে কমন ফ্যাক্টর একজনেরই মৃত্যু দিবস ১৫ই আগষ্ট এবং তিনি হলেন বঙ্গবন্ধু "শেখ মুজিবর রহমান"।



কথাগুলি কারো পছন্দ না হইলে মন খাড়াপ কইরেন না। মূক্ষ-সূক্ষ মানুষরা এত কিছু চিন্তা করে না যেটা আমরা অল্প শিক্ষিত মানুষেরা করি। ওরা জাতীর মধ্যে বিভাজনটাকে হয়তোবা এতো বড় করে দেখতে চায় না যেটাকে আমরা অনেক বড় করেই দেখতে অভ্যস্ত।



আসলে বিরোধী দলের ব্যাপার স্যাপার সবকিছুই আমরা বিরোধিতা করে দেখতে অভ্যস্ত তাই কারো হৃদয়ের গভীরে লুকানো ভালোবাসার দিকে তাকাবার সুযোগই পাই না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

আমার পথ চলা ১ বলেছেন:

২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

তালহা বিডি বলেছেন: jonmmo din korla problem kothay bujlam na

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪০

মাহবুব সোহেল বলেছেন: প্রথমআলোর জরিপে ফলাফল সাধারনত এমনই হয় । তদুপরি ১৫ই আগষ্ট কারো জন্মদিন থাকলে সে কি জন্মদিন পালন করবে না ? অবশ্যই করবে তাতে আওয়ামীলীগই বা বাধা দিতে যাবে কেন । আর যদি কেউ জাতীয় শোক দিবসকে খাটো করার উদ্দ্যেশ্যে জন্মদিন পালন করতে যায় তবে আওয়ামীলীগ না ব্যাপারটি সবাই খারাপ চোঁখে দেখবে । তেমন জন্মদিন পালনকারীদের প্রতি মানুষের শ্রুদ্ধাবোধ কিছুটা কমলেও কমতে পারে ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

আমার পথ চলা ১ বলেছেন:
শুধু প্রথম আলো কেন? আওয়ামী বিরোধী সব কিছু খারাপ!!!
বঙ্গবন্ধুর মৃত্যুদিনে আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধুর চেয়ে আওয়ামী লীগের কাছে গুরুত্ব পায় খালেদা জিয়ার জন্মদিন! আওয়ামী লীগ জোর করে সবকিছু আদায় করতে চায়। এটা করতে গিয়ে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলেছে। আজ সারাদিন টিভিতে যা দেখলাম শুধুমাত্র আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন গুলোই শোক দিবস উদযাপন করছে। এটা কার ব্যর্থতা?
আর যে জাসদের গণবাহিনীর প্রত্যক্ষ উষ্কানীতে বঙ্গবন্ধু নিহত হলেন, তারাতো বর্তমানে বঙ্গবন্ধু কন্যার আচলের ছায়াতে বসে মুচকি হাসছে! যে মতিয়া'রা শেখ মুজিবের গায়ের চামড়া দিয়ে জুতা বানাতে চেয়েছিলেন, তাদের শোক দিবস পালনকে মানুষ ..... হিসেবে মনে করে। কারন এরা সবাই এখন আওয়ামী পন্থী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.