নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনগুলি আমেরিকায় অনুষ্ঠিত করলে ভাল হয়

০১ লা মে, ২০১৫ রাত ১০:২৮

আমার মতে ভবিষ্যতে বাংলাদেশে যত ভোট হবে সেগুলি সব আমেরিকায় অনুষ্ঠিত করলে ভাল হয় । ভোট কারচুপি তদন্তে আমেরিকা থেকে দলে দলে প্রতিনিধী আসতে হবে না । পরশুদিন ভোট হইলো আর আজকে দেখি বাংলাদেশে কত যায়গা থেকে প্রতিনিধী, ফোন কল, অভিযোগ গ্রহণকারীর চাইতে বেশী অভিযোগ শ্রবণকারীতে ভরে গেছে । আমেরিকা থেকে বাংলাদেশে আসতে সময় লাগে ২২/২৩ ঘন্টা । নির্বাচন চলাকালীন কারচুপির অভিযোগ উত্থাপনের মূহুর্তে প্লেনে উঠলেই কেবল এত অল্প সময়ে বাংলাদেশে পৌঁছানো সম্ভব । নির্বাচনে কারচুপি কোন দেশে কোন আমলে আবার না হয়; শুধু ভারতে হয় না । যেসব দেশের লোক এসেছে সেসব দেশে ভোট কারচুপির ধরণ আলাদা এবং আমাদের দেশের ভোট কারচুপির তুলনায় সাড়া পৃথিবীর ভোট কারচুপির রেইটিং-এ দুই চাইর ধাপ অগ্রসর হয়েই আছে । সবচাইতে বড় কথা আমাদের ভোট নিয়ে তারা এতো উৎসাহী হয়ে উঠলে আমরা এই দেশে নির্বাচন করবো কিভাবে । একটা কথা সকলেরই স্পষ্ট জানা থাকা উচিত যে, ভোটে যে বা যারা হারবে তারা ভোট কারচুপির অভিযোগ তুলবেই । ভোট কারচুপি অনেক ধরণের আছে যেমন সুক্ষ, স্থুল, হালকা, পাতলা, ব্যপক হারে ইত্যাদি ইত্যাদি । তাই বলে ভোট কারচুপির তদন্ত হওয়ার পূর্বেই ভোট আয়োজনকারী পক্ষকে চতুর্দিক থেকে অভিযোগের কাঁটাতারের বেড়াজ্বালে ঘেড়াও করে ফেললে ভবিষ্যতে সরকার পরিবর্তনের নির্বাচন আয়োজনে কাউকে খুঁজে পাওয়া যাবে না । তখন বাধ্য হয়ে আমাদেরকে আমেরিকায় ভোটের সকল আয়োজন যেমন ভোট গ্রহণ, ভোট গণনা এবং কোন রাজনৈতিক দল প্রয়োজন অনুভব করলে ভোট কারচুপিও আমেরিকায় যেয়ে করতে হবে ।

কে আওয়ামীলীগ কে বিএনপি এখানে সেই প্রসঙ্গ অবান্তর মনে করিয়া নিজেকে একজন বাংলাদেশী মনে করিয়া বা ভাবিয়া পড়িলে ভাল হয় ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৪৪

ডিজ৪০৩ বলেছেন: তাদের কাজ ই নাক গলানও ছোট দেশের উপর। কত দেশে কি হয়ে যাচ্ছে সেই খবর নাই , আমরা কিছু করলে জাতিসংঘের প্রেসিডেন্ট পর্যন্ত অস্থির হয়ে যান । কি এমন স্বার্থ আছে তাদের এই দেশকে নিয়ে , কারণ তাঁরা স্বার্থ ছাড়া কোন দেশের প্রতি এত মনযোগী হন না ।

২| ০২ রা মে, ২০১৫ রাত ১২:৩২

মু. সাদ উদ্দিন বলেছেন: দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন , তিন সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে ?

৩| ০২ রা মে, ২০১৫ রাত ১২:৪৮

নয়া দাদা বলেছেন: লীগের দালাল ছাড়া সবাই দেখেছে ভোট ডাকাতির মহোৎসব !!

৪| ০৩ রা মে, ২০১৫ ভোর ৪:২৫

মাহবুব সোহেল বলেছেন: আসলে ভোট কারচুপি হয়েছে কি হয়নি সেই বিতর্কে যেতে চাই না । তদন্ত হো'ক তারপর নাহয় বুঝা যাবে । কিন্তু আমার লেখার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন ছিলো । একটি স্থানীয় নির্বাচন কিংবা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচনের কারচুপি নিয়া যদি জাতিসংঘের মাথা ব্যাথা হয়ে যায় তবে কি একজন বাংলাদেশী হয়ে ব্যাপরটি কতটুকু সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.