![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
সময়ের অবস্থান
ডা:সোহেল
কান্না দিয়ে এই পৃথিবীতে আমার আগমন।
অট্রহাসিতে মেতেছে যত আছে আত্নীয় স্বজন।
জানি না কাটবে কিভাবে আমার র্পাথিব জীবন।
সুখে দু:খে তাদের পাশে আমার পাব কি তখন?
সময় হলে হাসি দিয়ে যখন আসিবে আমার মরন।
শিয়রে দাড়িঁয়ে শোকাতরে কাদিঁবে বা কজন
©somewhere in net ltd.