![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
যেসকল লক্ষন দেখে সন্দেহ করবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কি না?
ডায়াবেটিস রোগের সম্ভাবনা আছে, এরূপ সন্দেহজনক লক্ষণগুলো হলঃ
১)অস্বাভাবিক বেশি মাত্রায় তৃষ্ণা।
২)অস্বাভাবিক বেশি মাত্রায় ক্ষুধা।
৩)বার বার প্রস্রাব করা, বিশেষত রাতে।প্রসাবের পর পিপড়া আসা।
৪)ক্লান্তি ও ওজন হ্রাস পাওয়া
৫)ক্ষতস্থান দেরিতে শুকানো।
৬)চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া।
৭)পায়ে অসাড় অনুভূতি বা মাংসপেশী মুকিয়ে যাওয়া
৮)চামড়ায় শুষ্কতা বা চুলকানি ভাব আসা
৯)যেৌন শক্তি হ্রাস পাওয়া।
১০)ছেলেদের ইউরিনারি ইনফেকশেন হওয়া।
©somewhere in net ltd.