নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Writer for Change

্আমি অতি সাধারন একজন মানুষ।আমি পেশায় একজন চিকিৎসক।ছোট বেলা থেকেই আমি সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করি।বাংলা সাহিত্যে আমার কোন জ্ঞান নেই।তবু অসীম সাহস নিয়ে চেষ্টা করছি একটু অবদান রাখার।আমি এই ব্লগের সবার দোয়া কামনা করি।

ডা:সোহেল২৫

আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।

ডা:সোহেল২৫ › বিস্তারিত পোস্টঃ

কবিতা (দুজনেই মৃত)

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

দুজনেই মৃত

ডা:সোহেল

তোমার পজ্ঞ ইন্দ্রিয় আজ মৃত

তাই আমার আর্তনাদ শুনে না

তবে তোমার ঐ বেহায়া রূপ জীবিত

লোক সমাজে পতিতার মত বেহায়াপনায় মাতে

কখনও দুষ্ট লোকের ঈশারায় সাড়া দেয়

মিথ্যে ভালবাসার রস লয়

কপোলের সুগন্ধির গন্ধ

ঠোঁটের লিপস্টিক

কপালের টিকলী

এলো চুলের ফুলের খোঁপা

আমাকেও ‍বিমোহিত করে না

তবে কি আমার ইন্দ্রিয়গুলোও তেমার মত মরে শুকিয়ে গেছে

তবে কেন ঝরে যাই না শীতের ঝরা পাতার মত

তুমি ও আমি একসাথে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.