![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
ভালবাসার ফেরিওয়ালা
ডা:সোহেল
সঁন্ধ্যা ঘনিয়ে এলে তুমি এসো
চাদেঁর আলো নেভানো কোন এক অমাবস্যায়
পাড়া পড়ঁশীদের অগোচরে আমার বাড়ির আঙ্গিনায়
আমি ভালবাসার পশরা সাজিঁয়ে থাকবো তোমার অপেক্ষায়
তুমি কিন্তু ভুলে যেও না
তাহলে যে নষ্ট হবে আমার সকল ভালবাসার বাসনা
তুমি এলে আজ হবে শুধু কানামাছি আর লুকোচুরি খেলা
তুমি তো জান আমি যে তোমারই ভালবাসার ফেরিওয়ালা
©somewhere in net ltd.