![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
একটি দুঃখজনক অভিজ্ঞতাঃ
ডাঃসোহেল
আাজ ডিরেক্টর স্যারের কাছে একটি ফরোয়ার্ডে সই আনতে গিয়েছিলাম।উনার অফিস সহকারী একজন বয়স্কা মহিলা।ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন আপনি ডাক্তার ।আমি বললাম হ্যাঁ।উনি বললেন স্যার নামাজের জন্য অযু করতে গেছেন আসলে আপনার সই করিয়ে দেব। আপনি রেস্ট রুমে চেয়ারে বসেন।আমি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলাম।এমন সময় একজন রোগী আসল।ঠিক সেই সময় স্যারও আসলেন।স্যার এসে রোগী দেখলেন।রোগী দেখা শেষ হলে মহিলা আমাকে ডাকলেন আর ফাইলটা স্যারের টেবিলে দিলেন।স্যার মহিলার সাথে এমন খারাপ ব্যবহার করলেন আমি শুধু আশ্চর্য হয়ে দেখলাম।স্যার ভদ্র মহিলাকে রেগে গিয়ে বললেন এই সইটা নামাজের পড়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।অথচ উনি অযু করে রোগী দেখলেন।আমি বের হয়ে ভদ্র মহিলার মাথায় হাত দিয়ে বললাম” মা আপনি আমার জন্য গালি শুনলেন”।উনি হেসে বললেন না স্যার সমস্যা নেই আমার জন্য দোয়া করবেন।আর কিছু লিখতে পারলাম না।শুধু মনের কষ্টটা সবার সাথে শেয়ার করলাম
আাজ ডিরেক্টর স্যারের কাছে একটি ফরোয়ার্ডে সই আনতে গিয়েছিলাম।উনার অফিস সহকারী একজন বয়স্কা মহিলা।ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন আপনি ডাক্তার ।আমি বললাম হ্যাঁ।উনি বললেন স্যার নামাজের জন্য অযু করতে গেছেন আসলে আপনার সই করিয়ে দেব। আপনি রেস্ট রুমে চেয়ারে বসেন।আমি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলাম।এমন সময় একজন রোগী আসল।ঠিক সেই সময় স্যারও আসলেন।স্যার এসে রোগী দেখলেন।রোগী দেখা শেষ হলে মহিলা আমাকে ডাকলেন আর ফাইলটা স্যারের টেবিলে দিলেন।স্যার মহিলার সাথে এমন খারাপ ব্যবহার করলেন আমি শুধু আশ্চর্য হয়ে দেখলাম।স্যার ভদ্র মহিলাকে রেগে গিয়ে বললেন এই সইটা নামাজের পড়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।অথচ উনি অযু করে রোগী দেখলেন।আমি বের হয়ে ভদ্র মহিলার মাথায় হাত দিয়ে বললাম” মা আপনি আমার জন্য গালি শুনলেন”।উনি হেসে বললেন না স্যার সমস্যা নেই আমার জন্য দোয়া করবেন।আর কিছু লিখতে পারলাম না।শুধু মনের কষ্টটা সবার সাথে শেয়ার করলাম
©somewhere in net ltd.