![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখিত সার্ভাস এই মূহুর্তে ব্যস্ত আছে। একটু পর আবার চেষ্টা করুন। আজ দুপুর ১২:০০ টা থেকে ১২:৩৭ মিনিট পর্যন্ত আমি এ যাবত হাজার হাজার লক্ষ লক্ষ বার চেষ্টা করে সামুর দেখা পাই নি। তাই সামুর সাথে রাগ করেছিলাম। ভেবেছিলাম সামু তে আর পোষ্ট দিব না। কিন্তু সামুর প্রেমে আমি এতই ডুবে গিয়েছি যে, সামুকে ছাড়া আমার এক মুহুর্তও ভাল লাগে না। আজ বুঝলাম কাউকে ভুলে যেতে চাইলে তার কথা আরও বেশি মনে পরে। আমি মনে মনে ভাবি কাকে যেন ভুলে যাব ও সামুকে এভাবে যতবার ভুলে যাবার কথা ভাবি ততবারই সামুকে মনে পরে তাই ভাবলাম রাগ করে আর লাভ কি সামু তো আর ইচ্ছা করে আমার সাথে এমন করেনি। তাকে আমি বার বার ফিরে আসতে বলি অর্থাৎ রি-ফ্রেস দিতে থাকি সামুর পেজটি তবুও সামু আসে না। সামু এত নিষ্ঠুর কেন ? ও আজ আমাকে এত কষ্ট দিয়েছে যে, সামুর বিরহে আমি আত্মহারা হয়ে গিয়েছিলাম। ওহ হাফ ছেড়ে বাঁচলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সামু প্রেমিকরা আপনাদের কাছে কেমন লাগছিল এই সময়টা ?
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: সামু মাঝে মাঝেই লুকায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
joos বলেছেন: সকালে খবরটা শুনার পর থেকে মাথা কাজ করছে না। এ বয়সে ওনার এভাবে চলে যাওয়াটা আসলেই মেনে নেওয়া যায় না। আর কারো মৃত্যুর খবরে ট্রাফিক সামলাতে না পেরে সামু'র সার্ভার ডাউন থাকতে দেখিনাই। এবারই প্রথম। আর এটাই যথেষ্ট ওনার মত ক্যালিবারের একজন ব্লগারের মূল্য বুঝাতে।