নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল হোসেন

আমি একজন সাধারণ মানুষ।

সোহেল হোসেন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাধ গড়ে তুলতে হলে দরকার ঐক্য

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

সারাবাংলা দিচ্ছে ডাক

ধর্ষণকারী নরপশুরা নিপাত যাক।



বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে যদি সেই পাকিস্তানী হানাদার বাহনীনির মতই দেশের নারীদের এভাবে ধর্ষণের শিকার হতে হয় তাহলে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করে কি লাভ হল। ধর্ষণকারী নরপশুরা তো পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। এদের বাংলার মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করা উচিত আর এজন্য চাই দেশের সকল শ্রেণীর যুবকদের এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হস্তক্ষেপ। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি একত্রিত হয়ে এই ধর্ষকদের বিরুদ্ধে কঠোন আন্দোলন করেন তাহলে তারা এহেন অপরাধ ঘটাতে সাহস পাবে না। আর আদালতে এর সাজা হওয়া চাই সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ধর্ষকদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃতুদণ্ড। এতে কোন সাধারণ ক্ষমা চলবে না। এভাবে কয়েকটি বিচার কার্যকর হলেও ধর্ষকরা ভয় পাবে এবং বাংলার মাটি থেকে নরপশুরা নিপাতিত হবে বলে আশা করা যায়। তবে এক্ষেত্রে এদেশের নারীদের আমেরিকান স্টাইলে চলাফেরা করা থেকে বিরত থাকতে হবে, তাদের শর্ট পোষাক, জিন্স প্যান্ট, শাট, টি শার্ট ইত্যাদি পোষাক পরিধান থেকে বিরত থাকতে হবে, তাহলে নরপশুর দলেরা কোন প্রকার উছিলাই পাবে না যৌন হয়রানী ও ধর্ষণের মত জঘন্য কর্মকান্ড ঘটাতে। তবে যেসব নরপশুরা ইতিপূর্বে ধর্ষণের মত জঘন্য অপরাধ করেছে তাদের অতি দ্রুত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দেখবেন অতি শীঘ্রই এই নরপশুর দল নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ।এজন্য দেশের ভাল মানুষগুলো একত্রে হয়ে খারারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তাই আসুন নিম্নলিখিত তারিখে যথাস্থানে একজোট হয়ে ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।



কর্মসূচীর স্থান ও তারিখ নিম্নে দেয়া হল:

১) ঢাকাঃ আলোর মিছিল

ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল সাড়ে ৫ টা

স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছবির হাট

আলোর মিছিলের প্রস্তুতিমূলক আলোচনা

১০ই জানুয়ারী, ২০১৩

বিকাল ৫ টায় টিএসসি ক্যাফেটেরিয়া

যোগাযোগঃ

০১৭৫৫৩০৬০২১ (আমিনুর রহমান)

০১৭৭৬৪৫১৪৫৮ (অভি)

০১৭৭৩৩৯৮৯২০ (মুমিন)



ঢাকায় আরও একটি কর্মসূচীঃ

তারিখঃ ১১/০১/২০১৩

সময়ঃ দিনভর । সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত

স্থানঃ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন ।

যোগাযোগঃ ফোন: 01676875325, 01714737499, 01673561717, 01732059010



২) দিনাজপুরঃ ১০ জানুয়ারী দুপুর ১২ টা থেকে ১ টা মানববন্ধন কর্মসূচী পালন

স্থানঃ দিনাজপুর প্রেস ক্লাব

সময়ঃ দুপুর ১২ টা থেকে ১ টা

কার্যক্রমঃ যারা অংশগ্রহণ করবে তাদের নিজেদের বানানো প্ল্যাকার্ড, গণস্বাক্ষর, এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা ও অংশগ্রহণকারীদের লেখা সচেতনতা মূলক রচনা পাঠ।

যোগাযোগঃ ০১৭৩৭১৬২১৬৮ (মুয়ীদ আল-মামুন চৌধুরী)

যোগাযোগঃ ০১৮৪৩৭৯২৫২৩ (রায়ান ঋদ্ধ)



৩) বরিশালঃ তারিখঃ ১০ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ এখনও নির্ধারণ করা হয়নি।

স্থানঃ বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় সংলগ্ন।

০৯ তারিখ কর্মসূচির বিস্তারিত জানানো হবে।

০৮ এবং ০৯ তারিখ মিটিং আছে।

বরিশালের ব্লগাররা যোগাযোগ করুনঃ

একজন আরমানঃ ০১৯১৮০৫০৫৮০

নেবুলা মোরশেদঃ ০১৭২৩৩৮৮৫৭১



৪) রাজশাহী আলোর মিছিল

ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ।

তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল সাড়ে ৫ টা ( মাগরিবের নামাজের পর )

স্থানঃ জিরো পয়েন্ট রাজশাহী ( যোগাযোগ করুন রিংকূ ০১৭৬৪০০০৫৪৩, মুশাসি ০১৭৪১০৭৬৭৮১, ভুলো মন ০১৭১৭৮৮৮৫৭১)

আলোর মিছিলের প্রস্তুতিমূলক আলোচনা

১০ই জানুয়ারী, ২০১৩

সময়ঃ বিকাল ৪.৩০ পদ্মা গার্ডেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.