![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১২টা
টুং টুং শব্দে ঘুম ভেঙে গেল। মাত্র চোখটা লেগেছিল। ভীষণ রাগ হচ্ছে। এসএমএস এসেছে রুনুর, ‘দোস্ত, আই অ্যাম ইন লাভ।’
সকাল সাতটা
ফেসবুক হয়ে গেছে তিন বেলার খাবারের মতো। সকাল, দুপুর, রাত অনলাইন হতেই হবে। যথারীতি অনলাইন হলাম। আরে! আমার কলিগ রুনু লিখেছে, ‘ইন এ রিলেশনশিপ উইথ রায়হান।’ মনে পড়ল রাতের এসএমএসের কথা। এই রায়হানটা আবার কে? দেখি, অফিসে যাই, রুনু আসুক।
সকাল নয়টা
মাত্র অফিসে ঢুকেছি, রুনু যেন উড়ে এল, ‘এই আমার এসএমএস পেয়েছিস? রায়হানকে দেখেছিস? সুন্দর না? আজ আমরা একসঙ্গে লাঞ্চ করব, তুই কিন্তু কোনো বাহানা করবি না।’ আমার ডেস্ক পর্যন্ত চলে এসেছে রুনু। আজ ওকে লাগছে অস্থির প্রজাপতির মতো, উড়ে উড়ে বেড়াচ্ছে।
দুপুর ১২টা
কাজের খুব চাপ গেছে সারাটা সকাল। ফেসবুকে ঢুঁ মারার কোনো সুযোগ হয়নি। ঢুকেই রায়হানের ছবি দেখলাম। রুনু শেয়ার করেছে। বাহ্! রায়হান তো দেখতে খুব সুদর্শন। রুনুর পাশে খুব মানাবে।
দুপুর একটা
অতিথি শুধু আমি, রুনু আর রায়হান পাশাপাশি বসেছে। আমি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো তাদের খুনসুটি উপভোগ করছি। ‘শোন, ও কি বলে জানিস, হানিমুন করতে নাকি প্যারিস যাবে। দেখ, এত টাকা খরচ করার কোনো দরকার আছে?’ ‘আরে! আমার বউয়ের জন্যই তো আমার সব। আপনি বলেন, আমি কি ভুল বললাম।’ রায়হানের কৃত্রিম অভিযোগ। ‘কিন্তু টুনির জন্য কিছু জমাতে হবে না?’ ‘টুনি!’ রুনুর কথার রেশ ধরে আমার বিস্ময়। ‘ও, তোকে তো বলা হয়নি, রায়হান ঠিক করেছে আমাদের প্রথম বেবির নাম টুনি রাখবে।’ রুনুর গাল লজ্জায় লাল হয়ে গেছে। লাঞ্চ শেষ, আমাকে এবার বিদায় নিতে হবে। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি চললাম অফিসের দিকে। রায়হান আর রুনু প্রজাপতি হয়ে উড়ে গেল বিকেলটা উপভোগ করতে।
বিকেল চারটা
বাকি অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
সজিব তৌহিদ বলেছেন: বাকি অংশ পড়তে পাড়লাম না। যতটুকু পড়েছি খারাপ লাগে নি।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
আজমান আন্দালিব বলেছেন: সময়একাত্তর বলেছেন: প্রচারণামূলক কপি-পেস্ট পোস্ট
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
সাইফুল্লাহ সাইফ বলেছেন: এটাতো বন্ধুসভায় ডানা মির্জা নামে প্রকাশিত হয়েছে...
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ক্যাচালবাজ বলেছেন: আজমান আন্দালিব বলেছেন: সময়একাত্তর বলেছেন: প্রচারণামূলক কপি-পেস্ট পোস্ট
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ভালোই তো লিখতাছিলেন , বাকি অংশডা আবার অইন্যখানে লিখলেন কেন ?
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
লক্ষ্যহীন বলেছেন: ফেরিওয়ালা
। ভালোই লাগতেছিল, শেষে এসে মেজাজটা বিলা করে দিল।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
এম ই জাভেদ বলেছেন: পারলে নিজে লেখেন। ডানা মির্জা কি আপনাকে বেতন দেয় যে তার গল্প প্রচারের কাজে নেমেছেন। ?
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
ডানা মির্জা বলেছেন: এই গল্পের লেখক কি আপনি? অন্যর লেখা দিয়ে বাহবা পেতে চান? এই এনার্জি খাটালে এক দু লাইন লিখতে পারবেন। দয়া করে সে চেষ্টা করুন। আত্ত শুদ্ধি না হলে লিখতে পারবেন না অন্যর লেখাই পোস্ট করবেন লেখকের নাম উল্লেখ ছাড়া
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
সময়একাত্তর বলেছেন: প্রচারণামূলক কপি-পেস্ট পোস্ট