নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল হোসেন

আমি একজন সাধারণ মানুষ।

সোহেল হোসেন › বিস্তারিত পোস্টঃ

১০/১২ জন নরপশু মিলে ছোট ভাইকে গাছের সাথে বেঁধে দু'সহোদর বোনকে পালাক্রমে ধর্ষণ করছে!!! ৫ ধর্ষক গ্রেফতার।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে দু'সহোদর বোনকে চোখমুখ বেঁধে গণধর্ষণের ঘটনায় সোমবার গভীর রাতে পুলিশ পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে। এ বিষয়ে ধর্ষিতার পরিবার ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা সদর উপজেলার বালুতুপা সংলগ্ন দৌলতপুর গ্রামের দু'সহোদর বোনকে চৌদ্দগ্রামের উজিরপুর এলাকার কড়ইবনের রাসেল ও সদর দক্ষিণের পরানপুর গ্রামের গামেন্টস কর্মী মাহবুব আলম বিয়ের প্রলোভনে গত বৃহস্পতিবার রাতে রাসেলের বাড়িতে নিয়ে আসে। ওই রাতে কাজী অফিসে যাওয়ার কথা বলে দুবোনকে শিবেরবাজার কবরস্থান সংলগ্ন জঙ্গলে নিয়ে মাহবুব, রাসেল ও তাদের সহযোগী আতিক, শামীম, রাজিব, ফারুক, হান্নান, হানিফ, মাঈন উদ্দিন ও নজরুলসহ ১০/১২ জন পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় দু'বোনের সঙ্গে থাকা দশ বছর বয়সী ছোট ভাইকেও গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। বিষয়টি মীমাংসার জন্য গত সোমবার স্থানীয় শিবের বাজারে ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে সালিস বসে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে যায় এবং এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বৃহস্পতিবার সালিসের পুন:তারিখ নির্ধারণ করে সোমবারের সালিস বৈঠক মুলতবি করা হয়। এদিকে ওই সালিসের আগেই খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ ধর্ষক উপজেলার শিবপুরের ছিদ্দিকুর রহমানের ছেলে শামীম (২২), মর্তুজের ছেলে হানিফ প্রকাশ হানু (২৫), আলীর ছেলে মাঈন উদ্দিন (১৮), সাহেবের টিলার আবদুর রহিমের ছেলে নজরুল ইসলাম (২৫), আবদুল মন্নানের ছেলে হানিফকে (২৪) আটক করে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, ধর্ষিতাদের ভাই আবু সুফিয়ান বাদী হয়ে গ্রেফতারকৃত পাঁচ জনসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

আরও সকল বাংলাপত্রিকার খবর একসাথে পড়তে এখানে ক্লিক করুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: হে জাতী
এই কি স্বাধীনতার দায়মুক্তি
এ বর্বরতা কত আর
হোক ন্যায় বিচার ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

abdur_rahimhappy বলেছেন: এরা মানুষ নয় মানুষ নামে নর পশু ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

মাহমুদডবি বলেছেন: জনসম্মুখে ফাসি দেওয়া হোক। একটার পর একটা ঘটছে সরকারের কোনো মাথাব্যাথা নাই।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

রাইসুল নয়ন বলেছেন: কুত্তার বাচ্চাগো কুচি কুচি কইরা কাইটা লবন দেয়া উচিৎ ,
শুয়ারের বাচ্চাগুলার কি মা বোন নাই !

বিশ্বাস করেন ভাই আর একটা যুদ্ধ করলেই সব ঠিক হয়ে যাবে,
আসেন সম্মিলিত হই ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

আরিফিন লোটাস বলেছেন: সম্প্রতি ধর্ষণ এতই বেড়েগেছে তার আর কি বলবো। ধর্ষকের বিচার এবং রায় ৩০ দিনের মধ্যে কার্যকর করা উচিৎ

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

মাক্স বলেছেন: কিছুই বলার নাই :( :( :( :(

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

গরিব বলেছেন: কি হবে এ দেশের ??

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: খোজ লাগায়া দেখেন সবটি ইতর নিশ্চিত মানিকের ছোট ভাই বেরাদার X( X( X(

মিডিয়াতো আবার তাগোর নাম চাইপা যাইতে অভ্যস্ত!!!

ষেঞ্চুরি মানিক পুরস্কৃত হয়; আইন সভার সদস্য পিটিয়ে হারুন পুরস্কৃত হয়!!!

এই আওয়ামী মাৎসানায়ে আর সভ্যতা খোজা কেন?????

ইসলামের ধর্ষকদের/ব্যভিচারীদের পাথর মেরে মৃত্যু দন্ডে সুশীলরা মধ্যযুগের গন্ধ পায়....
মিডিয়া সংস্কৃতির নামে উলঙ্গপনা, যৌনতা আর স্বেচ্চাচারিতাকে উস্কে দিচ্ছে....

নীতিবোধ আর আদর্শের বদলে অর্থ (বৈধ-অবৈধ,) ক্ষমতার মানদন্ডে বিচার পরিচালিত হয়.....

সেই দেশে আমজনতার কান্না আর আর কি আছে!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.