নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল হোসেন

আমি একজন সাধারণ মানুষ।

সোহেল হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রেম করার সহজ উপায় (শুধু ছেলেদের জন্য প্রযোজ্য)!!!

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

১. কোনো ধরনের শর্তবিহীন এবং প্রেমিকার সব চাওয়া-পাওয়া বিনা দ্বিধায় চরম উত্সাহের সঙ্গে বরণ করা হবে। এ মর্মে পত্রিকায় বিজ্ঞাপন দিন। দেখবেন, সুযোগ-সন্ধানী মেয়ের অভাব হবে না।

২. ‘প্রেম দে, নইলে সুইসাইড খামু’ এই বলে আমরণ অনশন শুরু করে দিন। কোনো মেয়ের প্রেম নজরে না পড়লেও ইতিহাসের পাতায় ঠিকই জায়গা পেয়ে যাবেন।

৩. ঈদ শুভেচ্ছার সঙ্গে প্রেম চাই, এই মর্মে পোস্টার ছাপিয়ে এলাকার যাবতীয় স্কুল-কলেজের দেয়াল ভরিয়ে ফেলুন। আপনার এ আজগুবি উদ্যোগ এলাকার ‘টক অব দ্য টাউন’ হয়ে যেতে পারে।

৪. যদি কোটিপতি বাপের পোলা হন, তাহলে তো কথাই নেই। প্রেম আপনাকেই খুঁজছে। ধান ছড়ালে যেমন ঘুঘুর অভাব হয় না, টাকা ছড়ালে তেমনি খেলোয়াড়েরও (প্রেমিকার) অভাব হবে না।

৫. উঁচু তলাবিশিষ্ট কোনো মহিলা কলেজের ছাদে উঠে আত্মহত্যার অভিনয় করুন। বলা তো যায় না, কোনো সহৃদয় কইতরী আপনার জন্য ভালোবাসার ডালি নিয়ে তশরিফ আনতে পারে। তবে অভিনয়টা যেন সেরকম হয়।

৬. কোনো দড়ি বাবা, পাগলা বাবা, লেংটা বাবার শরণাপন্ন হতে পারেন।

৭. ফান ম্যাগাজিন ভিমরুলে লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে সুনাম কুড়ানোর পাশাপাশি প্রেম কুড়াতেও সক্ষম হবেন হয়তো!।

মজার মজার টিপস্ লেখার জন্য এবং পড়ার জন্য এখানে ক্লিক করুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: :| :| :| :| :|

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ;) ;) ;) ;) ;)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

ক্ষণিক বলেছেন: হুমম! প্রেমের ধারেকাছেও যায়নি টিপস গুলো.......

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

অস্থির ভদ্রলোক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

পথহারা সৈকত বলেছেন: ইহা একটা আবাল পুষ্ট.............. X(( X(( X((

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

শুঁটকি মাছ বলেছেন: aita kisu hoilo??????????????? :|| :|| :|| :|| :|| :|| :||

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

মো: আতিকুর রহমান বলেছেন: hehe vai agula ki jokes shunailen?

৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.