![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল ফোন এখন আর কেবল কথা বলার কোনো যন্ত্র নয়। বরং সময়ের সাথে সাথে এখন মোবাইলের ব্যবহার ছড়িয়ে পড়েছে দৈনন্দিন জীবনের সর্বত্রই। তবুও মোবাইল নিয়ে গবেষণার শেষ নেই। আরও নতুন নতুন কাজে মোবাইলের ব্যবহারকে ছড়িয়ে দিতে সচেষ্ট গবেষকরা। এরই ধারাবাহিকতায় এবারে টাকা সনাক্ত করার কাজে মোবাইল ফোন ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছে জার্মানির একটি প্রতিষ্ঠান জিয়েসেক অ্যান্ড ডেভরিয়েন্ট (জিঅ্যান্ডডি)।
তাদের উদ্ভাবিত প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ম্যাগনাইট। বিশেষ কালার পিগমেন্ট এবং সাধারণ চুম্বকের মধ্যেকার পারস্পারিক সম্পর্কের উপর ভিত্তি করেই এই নিরাপত্তা ফিচারটি তৈরি করেছে জিঅ্যান্ডডি। মোবাইল ফোনের স্পিকারেও এই ধরনের সাধারণ চুম্বক পাওয়া যায়। ম্যাগনাইট নামক সিকিউরিটি ফিচারযুক্ত কোনো ব্যাংকনোট যখন কোনো চৌম্বক ক্ষেত্রের কাছে নিয়ে আসা হয়, তখন কালার পিগমেন্টগুলো চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোর সাথে নির্দিষ্ট সাজে সজ্জিত থাকে।
চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি এই ব্যাংকনোটকে নিয়ে আসা হলেই এই ফিচারটি দৃষ্টিগোচর হয়। চৌম্বক ক্ষেত্রের কাছাকছি নিয়ে আসলেই নোটগুলোর উপরে বিশেষভাবে পরিবর্তন দেখা যায়। আর এর মাধ্যমেই সেই নোটটি আসল কি না, সেটি বুঝা যায়। বিভিন্ন ধরনের চৌম্বক ক্ষেত্রের জন্য অবশ্য এই ব্যাংকনোটগুলোতে নির্দিষ্ট ধরনের পরিবর্তনই দেখা যায়। মোবাইল ফোন যেহেতু বিশ্বব্যাপী সর্বত্র ব্যবহূত একটি সুলভ প্রযুক্তি, তাই মোবাইল ফোনের উপস্থিতিতে এই ব্যাংকনোটগুলো সহজেই সনাক্ত করা সম্ভব বলেই জানিয়েছে জিঅ্যান্ডডি।
তারা জানিয়েছে, তাদের ম্যাগনাইট সিকিউরিটি ফিচার দিয়ে যেসব ব্যাংকনোট তৈরি করা হবে, সেগুলোকে মোবাইল ফোনের কাছাকাছি নিয়ে আসলে নোটের উপরে গোলাকার ইফেক্ট খুঁজে পাওয়া যাবে। কেবল মোবাইলই নয়, রিটেইল স্টোরগুলোতে যেসব ইলেকট্রনিক থেফট-প্রটেকশন সিস্টেম পাওয়া যায়, সেগুলো দিয়েও এসব নোটকে সনাক্ত করা যাবে। নতুন এসব নোট প্রসঙ্গে জিঅ্যান্ডডি'র ব্যাংকনোট প্রিন্টিং বিভাগের প্রধান বার্নড কুমারলি জানিয়েছেন, 'ম্যাগনাইট ফিচারটি খুব দ্রুত এবং সহজে কাজ করে থাকে। আর এর আলোর ইফেক্টগুলোও সহজেই সনাক্ত করা যায়। জলছাপ বা আরও যেসব পদ্ধতি ব্যাংকনোটে ব্যবহার করা হয়ে থাকে, ম্যাগনাইট সেগুলোর একটি যথার্থ বিকল্প এবং এটি অনেক বেশি কার্যকরী।
আরও নতুন নতুন ট্কে নিউজ এর জন্য এখানে ক্লিক করুন।
©somewhere in net ltd.