| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সাতসকালেই আমার বন্ধু মিথিলা আমার দিকে হিংস্র বিলাইয়ের মত তাকিয়ে দাত কিরমির করে বেশ গালাগালি করলো।আমি শুধু শুনলাম "হালুম হালুম হালুম"।বুঝলামনা মেয়ে এত চেতলো কেন।আমি এমন কি বললাম?ওর কাছে এক ছেলে নিয়মিত কুরিয়ার করে হাবিজাবি পাঠায়, আমারে এ কথা জানালে আমি ওকে শুধু বলছিলাম “ভালোইতো।আমাকে কিছু দিয়া দিস”"।এই সামান্য কথায় এতগুলা গালি খেলাম মেয়ের কাছে!
আসলে আমি নিজেও মনে হয় একটু নির্লজ্জ হয়ে গেছি।প্রতিদিন ক্লাসে আসার পর থেকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত ওর গালি খেতে খেতে আমি অনেকটা অভ্যস্ত হয়ে গেছি।ও যখন আমাকে গালাগালি শুরু করে আমি সুন্দর করে তা হজম করি এবং মাঝেসাঝে প্রতিবাদ করতে যেয়ে একটু মিউ ধ্বনি দেই-এই আর কী।তবে মেয়ের দিল একেবারে হুইল পাউডারের মত সাদা।ব্রেক টাইমে প্রায়ই সে আমাকে এইটা সেইটা খাওয়ায়।যদিও এইখানেও ঘটনা আছে।সে আমাকে যাহাই খাওয়ায়, বলে ওইটা তার নিজের হাতে বানানো।কিন্তু ওগুলা যে ওদের কাজের বুয়া বা বাসার পাশের খাবার দোকান থেকে কেনা এইটা আমি বাথরুম করতে যেয়ে ভালোই বুঝতে পারি।সমস্যা একটাই--------[কাহিনীটি পড়তে এখানে ক্লিক করুন। ]
©somewhere in net ltd.