| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতনমন
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
চারিপাশ ঘন কালো আধার, কোথাও কোন আলো নেই
সারা ঘরময় জুড়ে অন্ধকারের হাঁতছানি।
হঠাৎ কি যেন বিধল হাতে, ওহ!
বিষন ব্যাথা হচ্ছে, মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে
কি বিধল? সুই কাটা নাকি কিছুতে কামড়ে দিল।
চারিপাশ ভিষন অন্ধকার ,আমার সারা ঘরময় জুড়ে,
অন্ধকারে সাতরাচ্ছি, কোথায় যে দিয়াশলাই এর বক্স রেখেছি-
ভুলে গেছি,
ভুলে গেছি, ভুলে যাই এমনি করে মাঝে মাঝে।
সব কিছু ভুলে যাই সেই ছোট্ট বেলা থেকে,
কতই না খেয়েছি মার আমার মায়ের হাতে,
সেগুলো কিন্তু ভুলিনি।
চারিপাশ ভিষন অন্ধকার -
আমার সারা ঘরময় জুড়ে,
অন্ধকারে সাতরাচ্ছি।
25-07-2013
02:30AM
২|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা পড়ার পর মনে হচ্ছে আমি ও বুঝি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি !
৩|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরোই অন্ধকার দেখছি +++++++++
৪|
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সবই অন্ধকার.........
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর