| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতনমন
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
চোর সব চোর, চোরের ঘরে চোরের বসতী
নিজেকে বিকাচ্ছে হাটে
পথ ভুলে তাই হাটে তারা নান্দুকেরই পথে।
বলিবার কোন পথ নাই,
কারন তোমার সামনে সুযোগ-ঘাপটি মেরে বসে থাকলে তুমি কি করবে?
এই বাংলার বুকের রক্ত সুধা পান করে কতক বাংলারই লোকেরা, সে কি তুমি না আমি, আমরা সবাই।
সে তাকে কিছুসংখ্যক টাকা দিয়ে বলল যাও দশ জন লোকের মাঝে এটা বন্টন কর, সে কি করল কিছু বিনিময় করে আরেক জনকে দিয়ে বলল নাও এগুলো আট জন লোককে দিবে, এমনি করে টাকার পরিমান কমতে থাকলে সকল মাথা এক হয়ে আলোচনার সমীপে ভেবে নিল দশ জন লোকের মাঝে টাকা বিলাবো তো আমরাই দশ জন হয়ে গেলাম যাক বাচা গেল কষ্ট করে আর দশ জনকে খুজে পেতে হলো না।
সর্পে ঘেরা চারিপাশ, পিচ্ছিল, বিবর্ন, বিভষr
ইহাদের মাঝে সর্পের নগ্ন নৃত্য, মৃত্যুর আলিঙ্গন বার্তা এনে দেয় প্রতিমুহূর্তে।
©somewhere in net ltd.