![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গাইবো না আর কোন গান তুমি ছাড়া,আমি লিখবো না আর কোন লিখা তিন তিনটা নোটি স খাইয়া। Blog লিখাতে আমি নবীন কিন্তু পাঠক হিসাবে অনেক প্রবীন।দীঘ্র্ পাঠক হিসাবে চার বছর জড়িত।তারপর আস্তে আস্তে মনের ভিতর সাহস লইয়া লগ ইন টা করলাম,আমাকে প্রথম পাতায় সুযোগ দিবে বলে একখানা মেইল আসিল,আমিও একলাইন দুই লাইন করে শুরু করলাম ,কি জানি কি হলো আমার তৃতীয় লেখাটা পাঁচ মিনিটের ভিতর প্রথম পেইজ থেকে গায়েব,পর পর দুইটা হলুদ কাড্ দেখানো হলো,কি আর করা, আলাল আর দুলালের বাপের মতো রিক্সা নিয়া পেডেল চাইপা বাহির হলাম লেখাটা খোজার জন্য সকাল থেকে সন্ধা পযর্ন্ত, না পেলাম না,সবশেষে নাসা কে satellite দিয়ে খোজঁার দায়িত্ব দিয়ে ইফতার করার জন্য বাসায় ফিরে গেলাম।হবে না আমাকে দিয়ে, কিছুই হবে না।
২৫ শে জুন, ২০১৫ রাত ১১:০৭
সজিব্90 বলেছেন: যাক আপনার কথায় আবার নতুন করে আশাবাদী হয়ে উঠলাম,মন্তব্য এর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: হবে হবে হবে! লেগে থাকুন