নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা.......

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১

ফিরে দেখা......


যে বৃত্তটা আমার ছিল
বুঝতেই পারিনি তার কেন্দ্র হতে চেয়েছিলে তুমি।
আমারই কেবল হলো না অবকাশ সে দিকে ফিরে চাওয়ার।
যে রাজ্যে আমার বসবাস সেখানে তোমার উপস্থিতি আমি বুঝতেই চায়নি।
আমি চিনতেই পারিনি আমার উঠোন,
বৃত্তটাকে আমার।
শুধু তোমাই খুজে হন্য হয়েছি এপার থেকে ওপার।
নিঃশ্বাসে কি শীতল স্বস্তি ছিল তোমার
ডানাওয়ালা স্বপ্ন ছিল,
চোখের নিচে মায়া ছিল,
আলগে রাখার ইচ্ছা ছিল,
হারিয়ে ফেলার ভয়টা ও ছিল।
এসব ভেবেই কাটাতে তোমার বেলা
কেনো যে তুমি নিঃশব্দে ফিরে গেলে শূণ্যতা নিয়ে আর ধূসর অবহেলা।
নিজেই নষ্ট করেছি আমি আমার পূজার অর্ঘ্য।
তাই মিথ্যা রঙের ছটায় গড়াচ্ছি এখন কৃত্রিমতার স্বর্গ।
বিশ্বাস করো..
যে বৃত্তটা আমার
সেই বৃত্তটা তোমারও ছিল।
শুধু তোমার খোঁজেই
আমি হয়েছিলাম বৃত্তের বাইরে।
সে ছিলা আমার ব্যাখ্যার অতীত অক্ষমতা।
কী করে কোন দিব্যিতে আবার বলবো তোমাই মগ্ন হতে,
কীভাবে বলবো আবার প্রেরনার রঙে রাঙিয়ে দিতে,
কীভাবে বলবো হৃদয় পাশে বেধে নিতে,
বাহুডোরে ডেকে নিতে।
চাওয়া তো ছিল আমারও সেটাই
যা তুমিও চেয়েছিলে।
আসবে কী কখনও আবার
ভাববে নিজের করে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯

রিপি বলেছেন: বলেই দেখুন না ... অাসতে ও তো পারে.... :)
চমৎকার লিখেছেন.... :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

সজিব। বলেছেন: হয়তো আসবে হয়তোবা না ।
তবে ভাবনাগুলো আর ফিরবে না । :-P

৩| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

রিপি বলেছেন:
আপনার নতুন লেখা পড়তে চাই। তাড়াতাড়ি একটা পোস্ট করে ফেলুন। :)

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সজিব। বলেছেন: আসলে এক্সাম এর জন্য একটু ঝামেলাই আছি। তাই সময় দিতে পারছিনা এদিকটাই রিপি । :-(

৪| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

রিপি বলেছেন:
আগে এক্সাম তারপর অন্যকিছু। অপেক্ষা করার অভ্যেস আছে আমার। :)
এক্সাম ভালো করে দেন। শুভেচ্ছা অনেক অনেক :)

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সজিব। বলেছেন: আমার জন্য আপনি একটু দোয়া করবেন।

৫| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

রিপি বলেছেন:
দোয়া দিয়ে দিলাম অনেক...... ফু ফু ফু ... B-)
দোয়া শুধু দিলেই হবে না ভাইয়্যু পড়াশুনাও করতে হবে আপনার। :)
পরীক্ষার পরে আপনার নতুন লেখার অপেক্ষায় থাকলাম। :)


Good Luck !

৬| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

সজিব। বলেছেন: জি আপু তাই হবে। ধন্যবাদ আপনাকে ও

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

রিপি বলেছেন:
আপনার পরীক্ষার কি অবস্হা?

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

সজিব। বলেছেন: আলহামদুলিল্লাহ । এখন পর্যন্ত খুব ভালো হয়েছে । আর আপনি এখনো মনে রাখবেন ভাবতে পারিনি । কেমন আছেন আপনি ?

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০১

রিপি বলেছেন:
সবার সব কথা সবসময় মনে থাকেনা... মাথা এতো লোড নিতে পারেনা...
তবে কিছু কিছু মানুষের তুচ্ছ অনেক কথাও মনে থাকে...
আমিও ভালো আলহামদুলিল্লাহ। আপনার কবিতা মিস করছি অনেক।
বাকি পরীক্ষা গুলোও ভালো হোক আপনার এই আশা করি। ভালো থাকবেন। :)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪

সজিব। বলেছেন: আপনার মতো ভালো মানুষের ভিড়ে আমি কিভাবে খারাপ থাকি বলেন। অবশ্যয় ভালো থাকবো।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

রিপি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.