![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল আমার তুমি
আমাকেই ছাড়া দিব্যি আছো।
আমাকে ছাড়া আমার খণ্ডিত স্মৃতি আঁকড়ে হয়তো আছো।
কষ্টগুলোর গলা চেপে শান্ত গলায় বলেছিলাম,
খুঁজে নিও,খুঁজে পেও সঙ্গী তোমার।
বিচ্ছেদ বেদনায় কাতর হয়েছিলে তুমি,
আহত সর্পিণীর মতো ফুসে উঠেছিলে তুমি।
খুঁজে নিব? খুঁজে পাব?
চোখের নোনা জলের কাপন তুলে বাষ্পরুদ্ধ কন্ঠে বলেছিলে তুমি।
ঝুম বৃষ্টিতে দেখা হয়েছিল আবার
আধো ভেজা স্নিগ্ধ মুখ,
বৃষ্টিস্নাত চোখের পাপড়ি,
চোখে কাজল কালো স্থির মেঘ।
নীল শাড়ির আঁচলে বারে বারে মুছে নিচ্ছিলে তোমার নয়নাশ্রিত বৃষ্টির জল।
বহুদিন পর আবার দেখা হবে
কেবল আমার তুমি
আমাকে ছাড়াই দিব্যি রবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
সজিব। বলেছেন: ধন্যবাদ আপনাকে রিপি। কিন্তু আপনি এমন দুখু দুখু ভাব নিয়ে কেন থাকেন ?
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
রিপি বলেছেন: আপনি এত দুখু দুখু ভাব নিয়ে লিখলে... এমনিতেি দুখু দুখু ভাব চলে আসে।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
সজিব। বলেছেন: আপনাকে দুঃখী করে একদল দীর্ঘশ্বাস এসে জমেছে বুকে।আমি খুব খুব খুবই দুঃখিত রিপি। :-(
৫| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:৫১
রিপি বলেছেন: কাব্যিক কোন নামই মাথায় আসতেছে না।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১
রিপি বলেছেন: "বহুদিন পর আবার দেখা হবে
কেবল আমার তুমি
আমাকে ছাড়াই দিব্যি রবে।"
অনেক ভালো লাগলো....।