![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখে আধার নেমে এসেছে
ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ।
হৃদয় স্পন্দন বন্ধ হবার উপক্রম প্রায়।...
দেওয়াল ঘড়ির কাটাটা বন্ধ হয়ে গেছে।
জীবন যাত্রাকে এখানে শেষ করতে হবে।
তুমি কি আসবেনা আমায় বিদায় দিতে?
আমার আশ্রুজল কপল ছুঁয়ে আছে তোমার অপেক্ষায়,
তুমি কি আসবেনা আমায় বিদায় দিতে?
আমার দু নয়ন খোলা আছে তোমার প্রতিক্ষায়,
তুমি কি আসবেনা আমায় বিদায় দিতে?
হয়্তো আমার হৃদয়ের কোমল স্পন্দন ও ধুক ধুক আওয়ায করে তোমার-ই প্রহর গুনছে।
তুমিকি আসবে?
নাকি ভেবে নেবো এখোন ও বোঝনি আমার ভালোবাসা?
হ্যাঁ, কখোনো বলিনি তোমায় ভালোবাসি আজ ও বলবোনা।
শুধু না পাওয়ার ভয়তে।
তোমার কাছ থেকে না শোনার চেয়ে মনে মনে ভালোবাসা অনেক ভালো নই কি?
এত প্রশ্নের উত্তর কি বুকে নিয়ে ফিরতে হবে অজানা পথের উদ্দেশ্যে।
আর তো পারছিনা লিখতে।
সব চাওয়া যে পাওয়া হয়্না তা সত্য বটে।
তবে এ না পাওয়ার সুখ বুকে নিয়ে ফিরতে বেশি কষ্ট হচ্ছে না।
কলম আটকে যাচ্ছে খাতায়।
নিঃশ্বাস ঘন হয়ে এসেছে।
জানি তুমি আসবেনা, খুজবে, পাবেনা।
তবে তো এবার বিদায় নিতে হয়।
অনেক ভালো.........বা..... ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
সজিব। বলেছেন:
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
রিপি বলেছেন:
যত বারি আপনার কবিতাগুলো পড়ি ততবারি মুগ্ধ হই। নববর্ষের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
সজিব। বলেছেন: হয়তো আপনার সাথে কিছু মিলে যায় তাই ভালো লাগে । নববর্ষের শুভেচ্ছা আপনাকে ও রিপি
৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২
রিপি বলেছেন: হবে হয়তো। মিল তো আরও একটা আছে। আপনার আর আমার ব্লগের বয়েস সেইম। শুভরাএি।
১৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩
সজিব। বলেছেন: হ্যা তা ঠিক । বয়স সেইম হলে হবে কি ?? আমাকে ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গেছেন আপনি । স্বল্প সময়ে আপনার এই সাফল্য খুব ভালো লাগে। অনেক শুভেচ্ছা।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮
রিপি বলেছেন: কিসের সাফল্য !!!!! বুঝালাম না!
৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩
রিপি বলেছেন: স্বল্প সময়র সাফল্য বলতে যদি বলেন ব্লগের কথা তাহলে বলবো এই টাইপের সাফল্য আমার দরকার নাই। শখ করে লিখি।
যখন আনন্দ লাগে অনেক অথবা কষ্ট তখন ইচ্ছে হয় মনের এলোমেলো ঝড় গুলোকে শব্দে বন্ধি করতে.. যদিও পারিনা পুরোটাকে বন্ধি করে রাখতে।
এনিওয়ে নতুন লেখা দেন।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬
সজিব। বলেছেন: বাহ! শব্দের ঝড় , বয়তে থাকুক এমন ঝড় ।এমন ঝড়েই আমি হারিয়ে যেতে চাই । :-)
৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫
রিপি বলেছেন:
হুম লিখতে গেলে এমন ঝড়ে হারাতেই হবে। তবে আপনি সুস্হ হয়ে উঠুন আগে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৩
রিপি বলেছেন: