নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

আমার ভেতরে এক তুষ্ট বালক আছে।
সে খুব অল্পে খুশি।
ভরাট চন্দ্র আর আকাশভরা তারা দেখেও খুশি,
আবার অমাবশ্যার ঘুটঘুটে আধারে জ্বলে ওঠা গুটি কয়েক জোনাকি দেখেও খুশি।
পাতাশুন্য বিশালদেহের ঐ নগ্ন গাছটিকে দেখে সে যে কী আনন্দ পায়!
সে আমাকে উপহাস করে,
আমার স্বপ্নগুলোকে খুন করে উল্লাসের মাতম করে,
মিথ্যা হাসি আমার ঠোটে ঝুলিয়ে সে পাগলের মতো কাদে।
যারা আমাকে ভালবাসে ও তাদের ভয় পায়।
আবার একটু ছুয়ে আদর করে ভালবাসার কথা বললেই সে বিগলিত হয়।
আমি আমার সেই তুষ্ট বালকটিকে খুব বেশি ভালবাসি।
দুঃখ আছে তোর কপালে........
পাল ছেড়া নৌকা নিয়ে আমাকে তোর আবেগের স্রোতে ভাসিয়ে নিলি।
প্রবাহমান আমি আমার সেই আমির সাথে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা ভাল লাগল। দুবার পোস্ট হয়েছে একটু এডিট করে নিবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

সজিব। বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: একটি সুন্দর কবিতা পড়লাম।
++++++

কিছু টাইপো আছে, অমাবশ্যা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

সজিব। বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

রিপি বলেছেন: "দুঃখ আছে তোর কপালে........
পাল ছেড়া নৌকা নিয়ে আমাকে তোর আবেগের স্রোতে ভাসিয়ে নিলি।
প্রবাহমান আমি আমার সেই আমির সাথে।
"

আপনার সব লেখাই চমৎকার। লিখতে থাকুন। শুভেচ্ছা রেখে গেলাম। :)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

সজিব। বলেছেন: ধন্যবাদ আপনাকে রিপি। তবে শুভেচ্ছা রেখে চলে গেলে হবে ? আপনাদের তো সাথে থাকতে হবে । :-)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

রিপি বলেছেন: আপনি আমার কমেন্টে রিপ্লা্ই না দিয়ে নিজেই নিজের পোস্ট এ কমেন্ট করলে শুভেচ্ছা রেখে চলে যাওয়া ছারা আর উপায় তো দেখিনা। :P
যাই হোক আপনার বল্গের বয়েস আর আমার বল্গের বয়েস কিন্তু একই। যদিও আমি এখানে নতুন তবুও আপনাকে স্বাগতম লেখার এই জগতে। ভালো থাকুন আর লিখতে থাকুন। :)

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২০

সজিব। বলেছেন: thank you Ripi :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.