নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

আডজাস্ট আন্ড কম্প্রোমাইজ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

ঠিক কোথায় যেন সমীকরণটা আর মিলছে না।
সেই কোথায়টা যে কোথায় খুজে পাচ্ছি না।
যে পথে কাছে এসেছিলাম,খুব আপন হয়েছিলাম।
এক পা এক পা করে সে পথ ধরেই পিছে ফিরে যাচ্ছি।
আজ সকালে মোর দ্যান হানড্রেড টাইমস লিখেছি আর কেটেছি 'আডজাস্ট' আন্ড 'কম্প্রোমাইজ '।
আফটার দ্যাট আই হ্যাভ ব্রোকেন আওয়ার মিরর।
যেখানে দেখা যেত কিছু মৃত প্রতিশ্রুতি, আর কালো কাফনে ঢাকা অগ্নিদগ্ধ হওয়া কিছু স্বপ্ন।
তখন অনেক ভয় হতো, কাছের মানুষগুলোকে দূরে হারাবার ভয়।
তখন অনেক ব্যাথা হতো, বিরহ ব্যাথা না কি যেন বলে না তাই।
"আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস দীর্ঘ দিবস,দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস"
ভাসতে ভাসতে আবেগের স্রোতে হারিয়ে গিয়েছিলাম।
এসব দেখে বিশ্বনিন্দুকেরা অনেক নিন্দাও করেছিল।
সব কিছুই এখন খুব বেশি নস্যি মনে হয়।
উদ্দেশ্য একটাই পিছু ফিরে যাব। আপনি,তুমি, তুই সবাইকে ছেড়ে একাকীত্বের সঙ্গ নিয়ে আরো একবার।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার একলা পথ চলা শুভ হোক। :P

সুন্দর কবিতা। ভাল লাগা জানবেন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

সজিব। বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য :-)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

এস নবীন (সম্রাট) বলেছেন: অন্তরের অন্দরের কথা যে আবেগে তুলে ধরেছেন। লা জবাব.........

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

সজিব। বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন সম্রাট ভাই :-)

৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭

রিপি বলেছেন: উদ্দেশ্য একটাই পিছু ফিরে যাব। আপনি,তুমি, তুই সবাইকে ছেড়ে একাকীত্বের সঙ্গ নিয়ে আরো একবার।

ভাল লেগেছে। :)

৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

সজিব। বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । অনেকদিন পর আপনার দেখা পেলাম রিপি। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.