নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা ও প্রাপ্তি

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩



কখনও কি ভেবেছিলাম এমনটা হবে?
না চাইতেই বহুকিছু পাওয়া যাই
তবে এই পাওয়া যদি হয় বিরহের কারন
তবে তা না পাওয়াই ভালো।
জানি তুমি স্রষ্টারই
সৃষ্টি যে কিনা না চাইতেই বহুকিছু
করতে পারে তার ঈশারাতেই চলো।
কখনো কি কৃপনতা করেছি তোমার
প্রশংসা করতে? যখন নীল
শাড়ীতে কালো চাদর
জড়িয়ে থাকো, আবার কখনোও
কালো চাদরে হাজারো তারা তোমায়
সাজিয়ে তোলে, অপুরব তোমার রুপ।
তোমায় দেখেতো অনেকেই
হয়েছে কবি, কেউবা মনের
রং তুলিতে আকছে তোমার ছবি।
ঠিকযখন বুকে জমাট
বাধা কালো রংয়ের দু:খ
নিয়ে হাজির হও।
বিষণ্ণতা নেমে আসে মুখে।
তোমারদু:খ অশ্রু হয়ে বয়ে যায়,
ভেজা মাটিরগন্ধ নাকে লাগে।
তোমার দু: খে আজ আমিও দু:খী।
অভিমান করেছি তোমার সাথে।
তোমার কারনে আজপ্রিয়তমা আমার
থেকে দুরে।
কথা দিয়েছিলামপারিনি যেতে,
তোমার কারনে আজআমি অপরাধী।
নিজেকে অপরাধী ভাবতে ভাবতে ঠিক
কখন যেন তোমার বুকে রংধনু
নেমে এসেছে খেয়াল-ই করিনি।
তারপর হঠাত ফোন...........
হ্যালো রংধনু দেখেছ? তারপর...
মিষ্টি হাসি, কেমন আছো? মিস
করছি। এ যেন না চাইতেই পাওয়া।
এইতো প্রত্যাশার
তুলনায়প্রাপ্তিটা বোধহয়এভাবেইবেশি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২

রিপি বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া। :)

২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

সজিব। বলেছেন: আমার আর ভালো !!!!!!

৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

রিপি বলেছেন: ভাইয়া আপনি কমেন্টের রিপ্লাই বাটনে না ক্লিক করে নিজেই নিজের পোস্ট এ মন্তব্য্ করছেন। B-)
আপনার লেখা আসলেই চমৎকার। :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ১:১১

সজিব। বলেছেন: একটু চিন্তিত ছিলাম তাই এমন হলো। আমি দুঃখিত রিপি এবং একইসাথে আপনাকে আনেক ধন্যবাদ :-)

৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:১৯

রিপি বলেছেন: এইতো এবার হয়েছে। চিন্তা কম করবেন। এতে ভাল থাকবেন। :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫

সজিব। বলেছেন: হাহাহাহা.... ভালোই বলেন আপনি :-)

৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৯

রিপি বলেছেন:
আপনার জন্য। আর মন খারাপের সুযোগ নেই। :)


১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৭

সজিব। বলেছেন: হ্যা সত্যিই তাই। খাবার দেখলে আর মন কি খারাপ থাকতে পারে :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.