![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানতাম সহজ ছিলনা সেই সমীকরণ।
তবুও মন রেখেছিল সে আবদার।
আবার, আরো একটি বার আঁকড়ে ধরেছিলাম সেই হাত।
কেঁপেছিল বুকে,ঠোট আঁকড়ে ধরে মিথ্যাটাকেই সত্য বলে অনুধাবন করেছিলাম।
যেটুকু আমার নয় সেটুকুও আমার ভেবেছিলাম.........
ভুলের খাতায় ঠিকঠাকমত সব তুলে নিলে হয়তো পাবার সুত্র মিলে যাবেই তাতে।
পেয়েছিলাম সুত্রের মিল,
ঝিরঝিরে বৃষ্টিতে সন্ধ্যার আকাশেই ছিল সেই সমাধান।
তার আগে স্মৃতির পাতায় আরো কিছু স্মৃতি জমলো,
কষ্টের বুকে আরো কিছু কষ্ট চেপে বসলো,
সুখগুলোর ডানা হলো। অতঃপর ছেড়েছিলাম তার হাত।
এখন স্বরচিত শূন্যের এপারে এই আমি।
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
সজিব। বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে পারভেজ ভাই :-)
২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
সজিব। বলেছেন: ধন্যবাদ জানবেন বিজন ভাই
:-)
৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৬
রিপি বলেছেন:
অসম্ভভ ভালো লেগেছে।
পেয়েছিলাম সুত্রের মিল,
ঝিরঝিরে বৃষ্টিতে সন্ধ্যার আকাশেই ছিল সেই সমাধান।
তার আগে স্মৃতির পাতায় আরো কিছু স্মৃতি জমলো,
কষ্টের বুকে আরো কিছু কষ্ট চেপে বসলো,
সুখগুলোর ডানা হলো। অতঃপর ছেড়েছিলাম তার হাত।
এখন স্বরচিত শূন্যের এপারে এই আমি
কিছু কিছু লেখা আছে যে গুলোর মাঝে নিজের মনের কথাগুলিই খুজেঁ পাওয়া যায়। তেমনি আপনার কবিতা গুলি। পড়লেই মনে হয় এগুলোতো অনেক পরিচিত।
কি জানি .... একি পথের পথিকদের চিন্তা ভাবনাগুলি হয়তো একি রকম হয় কিন্তু প্রকাশ গুলি হয় ভিন্ন। তাই মনে হয় কত পরিচিত। কবিতায় অনেক ভালোলাগা রইলো ভাইয়া।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭
সজিব। বলেছেন: ঠিক বলেছেন আপনি ।আপনার লেখায় ও আমি অনেক কিছু খুজে পাই। আপনার লেখা ও আমাকে বরাবরই মুগ্ধ করে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার বাজে লেখা পড়ার জন্য :-)
৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৫২
রিপি বলেছেন:
কে বলেছে আপনার লেখা বাজে? আপনি নিজেও জানেন না কত ভালো লেখেন আপনি। আমি আপনার প্রতিটি লেখাই যত বার পড়েছি তত বারি মুগ্ধ হয়ে গিয়েছি। লিখতে থাকুন অনেক অনেক। আবারো অনেক অনেক শুভেচ্ছা।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
সজিব। বলেছেন: উৎসাহ আর অনুপ্রেরণা যুগিয়ে দিতে আপনার কথা বেশ।আপনার কবিতার মতোই আপনার প্রতিটা কথার মাঝেও প্রাণ আছে ।
৫| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৫
মাটিরময়না বলেছেন: Kobita onk sundor hoyeche ....
Moner kothao kichu ekta feel korlam .... dhonnobad kobi .... likhe jaan aro .... bold na korle mone hoy aro govire powchute partam ..... shuveccha kobi ....
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০
সজিব। বলেছেন: খুব ভালো লাগছে জেনে যে আমার কিছু কথাও মনকে স্পর্শ করতে পারে :-) ধন্যবাদ জানবেন আপনি ।
৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
ফারিহা নোভা বলেছেন: ভাল লাগল ।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪
সজিব। বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফারিহা :-)
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: চমৎকার.