![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানে আহত আমি বন্ধ দরজার পাশ থেকে ফিরে এসেছি।
এক পা দু'পা করে রঙ্গমঞ্চের সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি।
নাটকের অঙ্ক শেষ না হলেও-
কেবল আমার কোন ভূমিকা ছিল না বলেই-
এ পর্বের মাঝামাঝিতেই নেমে এসেছি।
নিয়মে মোড়া জাল থেকে বেরিয়ে এসে
একটু একটু করে ব্যস্ত হয়েছি পুরোনো অনভ্যস্ততায়।
এখন আর বুকে কাব্যের ঢেউ আছড়ে পরে না
চোখে স্বপ্নের মাদকতারা ভীড় করে না।
বাঁশীর সুরে বিষন্নতারা ভেঙ্গে পরে না।
এখন তুমি বিষন্নতাদের খুজে পাবে মেঘের ওপারে।
বিশ্বাস করো আমি এখন অন্য ভূমিকায় আলোড়ন তুলতে পারি।
অন্য মঞ্চে প্রতিধ্বনি তুলতে জানি।
শুধুই আটকে গেছি তোমার রচিত বলয়ে
তোমার শতচ্ছিন্ন দর্পণ আর বোবাকান্না দেখে।
২| ১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সজিব। বলেছেন: ধন্যবাদ রিপি আপনাকে ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
রিপি বলেছেন: নতুন লেখা কোথায়? নতুন লেখা পড়তে চাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯
রিপি বলেছেন:
বিশ্বাস করো আমি এখন অন্য ভূমিকায় আলোড়ন তুলতে পারি।
অন্য মঞ্চে প্রতিধ্বনি তুলতে জানি।
শুধুই আটকে গেছি তোমার রচিত বলয়ে
তোমার শতচ্ছিন্ন দর্পণ আর বোবাকান্না দেখে।
আপনার কবিতায় নতুন করে বলার তো আর কিছু নাই। অনেক ভাললাগা জানবেন।