নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজিব।

সজিব। › বিস্তারিত পোস্টঃ

?

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

হ্যা আমি খুবই আত্নকেন্দ্রিক
নিজেকে নিজের মাঝেই গুটিয়ে রাখি।
বিশ্বাস না করতে চাইলে করবেনা।
কিন্তু,
দূর থেকে ভুল বুঝে ভেঙে-চূড়ে গুড়িয়ে যেওনা।
সব ভ্রান্তির পাশে এটাকেও বেধে রাখো।
আয়না চেনো আয়না?
সেখানে যতটুকু নিজেকে দেখতে চাও ততটুকুই দেখতে পাবে।
আমাকেও তুমি আয়না ভাবতে পারো।
তুমি বিন্দু হলে আমি কিভাবে সিন্ধু হই বলো বড়জোর বিন্দুকে ঘিরে বৃত্তটা হতে পারি।
এরপর যদি ইচ্ছা হয় চুটিয়ে অভিশাপ দাও।
ভেঙে-চূড়ে গুরিয়ে যাও।
তুমি আজ ভুলে গেলে আমি কাল ভুলে যাবো।
তুমি আজ ব্যাথা দিলে আমি কাল ব্যাথা দিবো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৬

রিপি বলেছেন: অনেক অনেক অনেক ভালো লেগেছে।

আয়না চেনো আয়না?
সেখানে যতটুকু নিজেকে দেখতে চাও ততটুকুই দেখতে পাবে।
আমাকেও তুমি আয়না ভাবতে পারো।
তুমি বিন্দু হলে আমি কিভাবে সিন্ধু হই বলো বড়জোর বিন্দুকে ঘিরে বৃত্তটা হতে পারি।
এরপর যদি ইচ্ছা হয় চুটিয়ে অভিশাপ দাও।
ভেঙে-চূড়ে গুরিয়ে যাও।



বাহ। এই লাইন গুলি বেশী ভালো ছিল। :)

এত চমৎকার যে কবিতা লিখে তার এত বিরতি দিয়ে লেখাটা থিক না। লিখুন মাঝে মাঝে। :)

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

সজিব। বলেছেন: খুজে পায় না আমিকে। মাঝে মাঝে হারাই যায় নিজের থেকেই

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ফারহানা হোসাইন বলেছেন: ভাল লাগল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

সজিব। বলেছেন: ধন্যবাদ আপনাকে ফারহানা

৩| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৪৫

রিপি বলেছেন: আপনার নতুন কবিতা কোথায়? আপনার কবিতা আমি মাঝে মাঝে ফেসবুকে শেয়ার করি। :)

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সজিব। বলেছেন: হাইহাই কি বলেন! এভাবে বলে লজ্জা দিবেন না। অনেকদিন পরে আসলেন মনে হয়। মাঝে কিছুদিন খুজতে এসেছিলাম আপনাকে। আমি এখন অনিয়মিত হয়ে পরেছি।

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সজিব। বলেছেন: আর হ্যা । আপনার ফেসবুকের ঠিকানা কি পেতে পারি ? মাঝে মাঝে যদি একটু আধটু কথা বলা যায় তাই

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৭

রিপি বলেছেন: কানিজ ফাতেমা রিপি দিয়ে সার্চ করলেই পাবেন। :)

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

সজিব। বলেছেন: পেয়েছি খুজে আপনাকে রিপি । অনেক ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.