![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের যৌথ অনুভবের দেয়াল যেদিন ভেঙ্গে পরেছিল
বহুবার বলতে গিয়ে ফিরে আসা ঐ একটি কথায় এখনো বলা হয়নি,
বলা হয়নি কারণ ভালোবাসলে নাকি মুক্তির স্বাদ রহিত হয়।
বলা হয়নি কারণ তুলির আঁচড় না ফেলা এক কারুকাজের চোখের
মুগ্ধতা দেখে তোমার মুক্তির স্বাদ হরণ করে সমঝোতার সংবিধান প্রণয়নে রাজি হবে না কেউ,
বলা হয়নি কারণ তোমার পৌষ দুপুরের রৌদ্র মাখা দুহাতের সুখ সুখ অনুভবে মেঘের ছায়া ফেলতে রাজি হবে না কেউ,
বলা হয়নি কারণ তোমাকে ভুল বুঝে নিজেকে ক্ষত-বিক্ষত করতে রাজি হবে না কেঁউ,
ঐ একটা কথায় কখনো বলা হবে না, বলা হয়নি
যদি না তুমি চাও
ভাল ̶̶̶̶̶̶̶̶̶̶ ̶̶ বাসি ̶̶̶̶ ̶̶ থেকো।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯
সজিব। বলেছেন: একেবারেই একমত রাজিব ভাই। আজকাল স্বচ্ছ পবিত্র ভালোবাসার খুবই অভাব।:-)
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনার গভীরতা ছুঁয়ে গেল!
স্রোতের উপরেই যত সূখ ভাবে যারা গভীর স্পর্শে তারাহ উচাটন!
+++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩
সজিব। বলেছেন: অসংখ্য ভালোলাগা আর ভালোবাসা আপনার জন্য। ধন্যবাদ জানবেন বিদ্রোহী।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ চমৎকার সব বোধ শব্দের মিছিল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
সজিব। বলেছেন: ধন্যবাদ সুজন ভাই। আপনাদের অনুসরণ করে অনেক কিছু শিখছি।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
বিজন রয় বলেছেন: আপনি এত কম পোস্ট করেন কেন?
আপনার এখানেও দেখি অনেক মুগ্ধতা ছড়িয়ে।
নিয়ে গেলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
সজিব। বলেছেন: ব্লগে নিয়মিত থাকা হয়না বিজন দা । মুগ্ধতাদের নিয়ে যান সমস্যা নেই। আমিও আপনার ব্লগে গিয়ে পুষিয়ে নিবো ।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: ছোট কবিতা হলেও দারুন লিখেছেন ।
কথা গুলো ভীষন কষ্টের । বুঝাই যাচ্ছে ।
সবার জীবনে ভালোবাসা আসুক আর তা সার্থক হোক । অনেক শুভকামনা ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২
সজিব। বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন আপা। শুভকামনা আর ভালোবাসা রেখে যাওয়ার জন্য।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লিখেছেন সজীব ভাই ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
সজিব। বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৪
রিপি বলেছেন: বাহ। যথারীতি চমৎকার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৬
সজিব। বলেছেন: কিন্তু আমি চমক পাচ্ছি না বহুদিন থেকেই। আর কত অপেক্ষা করাবেন আপনি ?
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০
ওমেরা বলেছেন: কবিতাটা সুন্দর হইছে !!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২০
সজিব। বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ওমেরা ।অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১২
মাআইপা বলেছেন: ভালবাসা আর কষ্ট
দুটোই খুব স্পষ্ট
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৫
সজিব। বলেছেন: হ্যা কিছুটা চেষ্টা করেছি। মূল্যবান মন্তব্যের জন্য একগুচ্ছ ভালোবাসা। ধন্যবাদ জানবেন
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার!
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
সজিব। বলেছেন: অনেক ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকার জন্য স্বচ্ছ পবিত্র ভালোবাসার প্রয়োজন।