![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার ক্ষুধার্ত এক মাকে জোর করে তার সন্তানের মাংস কেটে খাইয়েছে আইএস জঙ্গিরা। যদিও অনেক আগেই নৃশংসতার নজির তৈরি করেছে তারা। নির্বিচারে মানুষ খুনের ঘটনায় আলোড়িত হয়েছে বিশ্বে। সম্প্রতি তাদের নৃশংসতার ঘটনা শোনালেন ইরাকি সাংসদ ইনসিয়া মারভি। সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। তাতে সবিস্তারে আইএসের নৃশংসতার বর্ণনা করেছেন। খবর কলকাতা টুয়েন্টিফোর।
ইরাকি সাংসদ ইনসিয়া মারভির বক্তব্যকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে মিশরের সংবাদ মাধ্যম ‘এক্সপ্রেস নিউজ’। ওই ইরাকি সাংসদ জানান, এক কুর্দিস ইয়াজদি নারী ক্ষুধার্ত ছিলেন। তার সামনেই সন্তানকে খুন করে আইএস জঙ্গিরা। পরে সন্তানের মাংস জোর করে খাইয়ে দেওয়া হয় ওই নারীকে।
©somewhere in net ltd.