নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সজীব ইসলাম রহিম

সজীব ইসলাম রহিম › বিস্তারিত পোস্টঃ

শুভ রাত্রি ১২/০১/২০১৯

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭


জীবন থেকে আরো একটি দিন শেষ হয়ে গেছে আর সেই সাথে আরো একটি রাত ও শেষ হবার পথে। কিভাবে সময় চলে যাচ্ছে সেটা বুঝে ওঠার আগেই আরো কিছু সময় চলে যায়। এমনটা কি হয় আপনাদের সাথে? নাকি শুধু আমার সাথেই হয়।

যাই হোক। আগে অনেক ছবি বানাতাম। আমার ওয়েবসাইটের জন্য। কিন্তু পরে দেখতাম যে আমাদের ছবিগুলো অন্য ওয়েবসাইট চুরি করে নিয়ে তারা উপরে উঠে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো যে google ও আমার ওয়েবসাইট বাধ দিয়ে সেই চুরি করা ওয়েবসাইট গুলোকে প্রথমে নিয়ে আছে।

এতে খুব মন খারাপ হয়, কিন্তু বিভিন্ন রকমের ছবি বানানো টা একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। তাই ঠিক করেছি আমার ছবি যেহেতু চুরি করে অন্যরাই উপরে উঠে যায়, তাহলে আর আমি কষ্ট করে আর ওয়েবসাইট বানাবো না, অন্যদের ওয়েবসাইটই উপরে উঠাবো। এই ব্লগ যদি আমার পোষ্টগুলোকে প্রথম পাতায় রাখে তাহলে আমি ভবিষ্যতে এমন সব ছবি বানাবো যা আগে কেউ ই দেখেনি।

আর সবচাইতে বড় কথা হচ্ছে সবাই good night image দিয়ে অন্যদের রাতের শুভেচ্ছা জানায়, কিন্তু শুভ রাত্রি ছবি সাধারণত খুব কম মানুষ ব্যবহার করে কারন হচ্ছে ইন্টারনেটে তো পাওয়াই যায় না। পাওয়া যাবে কি করে? যারা নিজেরা বানায় তাদের তো google কোনো দাম ই দেয় না, দাম দেয় তাদের, যারা চুরি করে অন্যদের ওয়েবসাইট থেকে ছবি নিয়ে আপলোড করে।

যাই হোক, আমি শুধু নিজের দক্ষতা যাচাই করতে চাই। তাই চেষ্টা করবো নিয়মিত এই ব্লগে ছবি দেয়ার। যেমন আজকে শুভ রাত্রি পিকচার দিলাম। চাইলে search করে দেখতে পারেন, এই শুভ রাত্রি ফটো আর কোথাও পাওয়া সম্ভব না, কারন এটা আজকেই বানানো হয়েছে আর আমার ফেসবুক পেজ আর এই ওয়েবসাইটেই আপলোড করা হয়েছে। এতো তাড়াতাড়ি কেউ copy করতে পারবে না।

সবাইকে শুভ রাত্রি ১২/০১/২০১৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.