| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ দেখা শেষ দেখা নাও হতে পারে,
আবার দেখা হয়ে যেতে পারে হাইওয়ের পাশে-
কোন চৌ-রাস্তার মোড়ে অথবা কোন পারিবারিক অনুষ্ঠানে
কিংবা কোন উৎসবের মেলাতে।
ভূ- গোলের সেই 'কমলালেবুর মত গোল'পৃথিবীর কথা ভুলে গেলে কি চলে?
আবার দেখা হয়তো হয়ে যেতে পারে কোন লঞ্চ-স্টিমারে
নয়তো বা কোন জনাকীর্ণ বাসস্ট্যান্ডে ।
দেখা আবার হয়ে যেতে পারে-
কোন মুখরিত পার্কের নির্জন বেঞ্চের কোণে,
নয়তো বা কোন গতিশীল যানবহনে;
না হয় কোন রঙ্গ মঞ্চ বা নাট্যশালার আলো আঁধারিতে ।
আবার দেখা হয়েও যেতে পারে কাকতালীয়ভাবে-
অফিস আদালতে , নয়তো নামী-দামী অথবা
জীর্ণ এক রেস্টুরেন্টের নিঃসঙ্গ এক টেবিলের কোণে।
এ দেখা শেষ দেখা, বলাটা ভুল হতে পারে,
ফের দেখা হতে পারে জীবন পথের বাঁকে বাঁকে-
জীবনের ব্যস্ত-ত্রস্ত মূহুর্তে।
আবার দেখা হলেও হতে পারে,
জীবনের অন্তিম মূহুর্তে; যখন পাড়ি জমাব
অতীতের দেশে, বিদায়ীর বেশে; তখন হয়তো ;
হয়তো বিদায় যাত্রার খবর শুনে তুমি ছুটে আসতেও পার বন্ধু,
একবার চোখের দেখা দেখতে ।
এভাবেই দেখা হতে পারে আমাদের
পৃথিবীর উপর বার বার-
কখনও বলো না এ কথা
এ দেখাই শেষ দেখা.................
ধূসর স্বপ্ন .........
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৩২
ধূসর সপ্ন বলেছেন: ভাইরে লেখার অক্ষর গুলো কিন্তু ভুল লিখিনি (কবিতা হয়তো ভুল লেখা হতে পারে)। যেটা আপনি দেখেছেন সেটা নিতান্তই টেকনিক্যাল সমস্যা ছিল । যাই হোক সময় পেলে আর একবা ভুল ধরিয়ে দিলে খুশি হব ।
২|
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:২৩
শায়মা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: 'এ দখো শষে দখো নয়' -চমৎকার শিরোনাম!
আমিও এমনটাই ভাবছিলাম তবে মানে বুঝতে পারিনি তাই চুপ ছিলাম।
কারণ জেনেছিলাম মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ চুপ থাকে তাই চুপ ছিলাম।![]()
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৩
ধূসর সপ্ন বলেছেন: মনে হচ্ছে খুব বুদ্ধিমতি, ভাল, ভাল আপনার বেলায়ও আমার একই উত্তর মাহবুব হাসানের মত। ধন্যবাদ ।
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৩
ধূসর সপ্ন বলেছেন: মনে হচ্ছে খুব বুদ্ধিমতি, ভাল, ভাল আপনার বেলায়ও আমার একই উত্তর মাহবুব হাসানের মত। ধন্যবাদ ।
৩|
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:২৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ধূসর স্বপ্ন ......... আবার দেখা হবে...
৪|
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লেগেছে। আপনার অনিচ্ছাকৃত ভুল নিয়ে মস্করা করার জন্যে স্যরি।
৫|
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৪০
শায়মা বলেছেন: শুনুন ভাই বানানে আমিও ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর।
তায় আবার ফোনেটিক বাংলা লিখলে কালীদাস পন্ডিৎ হয়ে যাই মাঝে মাঝে। কিন্তু
"বুদ্ধিতি" আবার কি জিনিস ভাই? রাগ কইরেন না আমি একটু স্লো লার্নার।![]()
তবে কবিতা খুবি ভালো হয়েছে। অনেক শুভকামনা। আপনি মনে হয় অনেক চন্চল প্রকৃতির। এত তাড়াহূড়া না করে আর একটু ধীর স্থির হতে হবে ছোট ভাইয়া। ![]()
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৫
ধূসর সপ্ন বলেছেন: ধন্যবাদ আপু............
৬|
২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:০৩
শায়মা বলেছেন: ছোটভাইয়া তোমার জন্য একটা পুরোনো দিনের গান দিয়ে গেলাম।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:১০
হাসান মাহবুব বলেছেন: 'এ দখো শষে দখো নয়' -চমৎকার শিরোনাম!