নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন বাংলাদেশপম্থি হই।

মোঃ শফিকুল ইসলাম সজীব

আজ মেঘ করেছে শীতল ঘন কুয়াশা ভেঙে মন খোজে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার ষ্পর্শে এমনো দিনে তাকে খুজে পেতে চায় তার ছোয়ায় রাঙিয়ে মন চায় উষ্ন ভালোবাসা ...

মোঃ শফিকুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

বার বার শিক্ষা নেয়া উচিৎ

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১

ধরুন আপনার নতুন বিয়ে হয়েছে , আপনার হাবি সুন্দর একটা জব করে। সৌভাগ্যবসত আপনার হাবি বিদেশে ভ্রমণের আসা যাওয়ার দুটো টিকিট আপনাকে গিফট করেছে। আপনি অবশ্যই খুশি হবেন। যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে আপনি অধীর আগ্রহে দিন গুনছেন। এমন সময় জানতে পারলেন যে দেশে যাবেন সেই দেশে যুদ্ধ শুরু হয়েছে । তাহলে আপনি কি আর ঐ দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন। সুস্থ মস্তিষ্কের কেউ ই তা করবে বলে মনে হয়না।



আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি তা হল পহেলা বৈশাখে দেশের অনেক সব জায়গায় মেলার আয়োজন হয়েছে এবং সেখানে গিয়ে আপনাদের মত শত শত মেয়েরা শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছে প্রচন্ড ভীরের মাঝে। যার সাক্ষী আপনার আমার বন্ধু বান্ধবী সহ যারা সেই জনস্রোত উপস্থিত ছিলেন তারা সকলে ।



আমরা এতটাই বিনোদন পিপাসু হয়ে গেছি যে বছরের ৩৬৫ দিনই আমরা কোন না কোন উৎসব পালন করি আর তার বলি নিজেরাই হই। কদিন আগের প্যারেড গ্রাউন্ড থেকেও আমরা শিক্ষা নিতে পারিনি! নিজেকে আবার বিকিয়ে দিয়ে অনেকের দোষ ই দিচ্ছি এবং তারা প্রকৃতই দোষী । কিন্তু একটিবার খেয়াল করুন উপরের গল্পের দিকে আপনার জীবনে এরকম সুযোগ একবারি আসবে। তারপরো আপনি যাবেননা কারণ জীবন তার চেয়ে মূল্যবান । তাহলে মেলায় হয়রানির কথা চিন্তা করে তারপরও কেন ঐদিকে পা বারানো!!?



সমাজে দুষ্ট লোকের সংখ্যাই বেশী । একটু কষ্ট হলেও নিজেকে সমলিয়ে রাখতে হবে। যানেন তো চোর শোনেনা ধর্মের কথা। ভাল মানুষই ধর্মের কথা বলে ও শোনে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৫

মাঘের নীল আকাশ বলেছেন: হুমমমম...

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০

জীবনের খাতা বলেছেন: ঐ বখাটে ছেলের ভীরে ললনারীর রেহায় নাই, মেলাই যাইরে মেলাই যাইরে।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

মোঃ শফিকুল ইসলাম সজীব বলেছেন: রেহাই নাই জেনেও যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হয় বুঝি? আমরা তো আপাদত নিজেকে ভালবাসি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.