![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
জন্মে মানুষ থাকি আমি ও আমরা
তারপর প্রতিযোগিতায় নেমে পরি
কে কতটা অমানুষ হতে পারি, কতখানি ইচ্ছাকৃত ভুল করতে পারি
দিন পোড়াবো বলে-
চরিত্র বোতলে ভরে চারদিকে নাচাই
-কে আছো? কে আছো?
আমাকে একটু ছুঁয়ে দাও!
বিনম্র কাতরতা ভেসে থাকে খাঁ খাঁ চোখে
জন্মে মানুষ থাকি, আমি ও আমরা
পাপ কেনার জন্য ক্রেডিট কার্ড নিয়ে লাইনে দাঁড়াই এটিএম বুথের সামনে
পকেট ভর্তি টাকায় থেকে যায় ভুল ও পাপের সহবাস
ওয়াইনের গ্লাসে স্পার্ম ডুবিয়ে চুপচাপ খেয়ে নেই
জন্ম দেই আরও একটা জীবন
ক্যাকটাসের জীবন।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৪
সকাল রয় বলেছেন:
হঠাৎ মাথায় এলো লিখে ফেললাম
ধন্যবাদ
২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: মনুষ্যত্বহীন মানুষ ক'জন মানুষের জন্ম দিতে পেড়েছে জানি না। গোবরেও পদ্মফুল ফোটে। এটা ব্যতিক্রম। আর ব্যতিক্রমকে উদাহরণ হিসাবে দেখানোর কোন উপায় নাই। হঠাৎ লিখে ফেললেও অনেক ভালো লিখেছেন সকাল দা। প্রচণ্ড একটা ধাক্কা দিতে পেড়েছেন কবিতায়।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯
জুন বলেছেন: উপলদ্ধি আসুক সবার ভেতর সকাল
+
৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।
৬| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পকেট ভর্তি টাকায় থেকে যায় ভুল ও পাপের সহবাস
ওয়াইনের গ্লাসে স্পার্ম ডুবিয়ে চুপচাপ খেয়ে নেই
জন্ম দেই আরও একটা জীবন
দারুণ লিখেছেন সকাল,
ভালোলাগা++ মুগ্ধতা
৭| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: ভাল লাগল। ৩+।
৮| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অপূর্ব হয়েছে কবি !! উপভোগ্য
৯| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১০| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৮
জাফরুল মবীন বলেছেন: জন্মে মানুষ থাকি আমি ও আমরা
তারপর প্রতিযোগিতায় নেমে পরি
কে কতটা অমানুষ হতে পারি,
-অসাধারণ কথা।
খুব ভালো লাগল কবিতাখানি।
অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,
সুন্দর ।
পকেট ভর্তি টাকায় থেকে যায় ভুল ও পাপের সহবাস
তবুও তাই-ই চাই । এতেই মোক্ষ , এতেই ফেলা দিগ্বিজয়ের শ্বাস ।।