নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিকতায় ভুলতে বসেছি স্বকীয়তা

অপ্রতিরোধ্য তুমি, তোমার যখন আছে স্বকীয়তা

স্বকীয়তা

যার নিজস্বতা বলে কিছু নেই সব কিছু পেলেও সে মূলত সর্বহারা। প্রতিকুল পরিবেশে তীব্র চাপের মুখেও যার স্বকীয়তা বিলীন হয়না সেই তো চূড়ান্ত পর্যায়ে বিজয়ী। স্বকীয়তা বজায় রাখতে পারলেই মানুষ হিসেবে আমাদের মুক্তি।

স্বকীয়তা › বিস্তারিত পোস্টঃ

ছাগু গোষ্ঠি পিকেটিং বাদ দিয়া বাংলা নিউজে অনলাইন জরিপে ভোট মারতেছে, লল লল লল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

Click This Link এই লিঙ্কে ছাগুর মায়াকান্না দেখেন। বাংলানিউজে একজন একই কম্পিউটার থেকে অসংখ্য ভোট দিতে পারে। ছাগুরা সেইটা ব্যবহার করে ভোট বাড়িয়ে এখন মায়াকান্না কানতেছে। এই ভোট নিয়া এত ফালাফালি আর জাতীয় সংসদ নির্বাচনে ছাগুদের ভোটের পরিসংখ্যানটা নিয়া কোন লজ্জা শরম নাই। ছাগুদের বিচি যে মাথায় থাকে সেইটা আবার প্রমাণিত হইল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

বাংলিক বলেছেন: ওরে না রে.........।

ওরা তো সব জায়গায় একযোগে আন্দোলনের প্রস্তুতি নিয়েছে......।।

ফিল্ডেও আছে আবার সোস্যাল মিডিয়াতেও আছে।

কারন, সব মিডিয়া তো বামদের, তাই নিজের প্রচার নিজেরাই চালায়।

তুমরা সংখায় এতু কম যে, ৪ ভাগের ১ ভাগ ব্লগার আন্দোলন করতে গিয়া জনবলশুন্য হইয়া গেলা...

কত্ত ফতুর তুমরা, লজ্জা করে না .........ছিঃঃঃঃঃঃ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

স্বকীয়তা বলেছেন: আরে ছাগুর বাচ্ছা সংসদ নির্বাচনে কয়টা ভোট পাইছিলা কয়া গেলানা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.