![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এলিয়ান না, তবে মাঝে মাঝে মনে হায় অন্য গ্রহ থেকে এসেছি.. ! :-) http://un-realized.blogspot.co.uk
প্রথমবার বাংলাদেশে যাচ্ছিলাম। ১১ ঘন্টার যাত্রা । বিমান যাত্রার অধিকাংশ সময় একঘেয়েমী। শুধু আকাশ আর মেঘ বেশিক্ষন দেখা যায় না। একই দৃশ্য কতখন দেখা যায় বলুন। বিমানের ইন্জিনের শব্দে ভাল ঘুম ও আশে না । কোন রকম কাটায় দিলাম প্রথম ৮ ঘন্টা । তার পর দুবাইতে বিমান পরিবর্তন এবং দুই ঘন্টার যাত্রা বিরতী। দুবাইতে থেকে বিমানে উঠার সময় শুরু হলো অন্য রকম এক অনুভুতি। কারন এর পর যখন বিমান থেকে নমব, প্রায় দুই বছর পর নিজের মাটিতে পা দেব।
ভারতের আকাশ সীমানা থেকে বিমান যতই বাংলাদেশে আকাশ সীমানার দিখে আগাচ্ছিল, আমার চোখ আর রাডার থেকে নড়ে না। যে বিমান বাংলাদেশের আকাশ সীমানায় প্রবেশ করল, বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। মনে হলো অনেক দিন পর নিজের অক্সিজেন শরীরে প্রবেশ করল। জানি এই অক্সিজেনে আনেক কালো ধুয়া , তার পরেও নিজের। অবাক চোখে তাকিয়ে থাকলাম আকাশটার দিকে। মোঠেও একঘেয়ে লাগতেছিল না। যত দেখি আরো দেখতে ইচ্ছা করতেছিল। নিজের আকাশ । ভবতেই এক অন্য অনুভূতি। যা কখনো লিখে বুঝানো যাবে না। আর মেঘগুলো মেন হলো আমার সাথে কথা বলতে চাচ্ছে সেই ছোট বেলাই যেমন জানালার পাশে দাড়িয়ে কথা বলতাম। আনেক দিন পর সেই অন্য এক অনুভূতি। বিমান যতক্ষন আকাশে ছিল , মেঘের রাজ্যে হারিয়ে গেলাম। সেই চিরচেনা রাজ্য , তারপরেও বার বার হারাতে মন চাই।
বিমান বন্দরে ইমিগ্রাশনে লম্বা লাইন। ইমিগ্রেশন পুলিশের প্রশ্ন, কই থাকেন , কি করেন, কখন গেছেন (যদিও পার্সপোটে সব লেখা আছে)। কিন্তু আমার কিছুই গায়ে লাগছিল না। পার্সপোটে পরিস্কার ভাবে লেখ : গনপ্রজাতন্ত্রীক বাংলাদেশ সরকার কর্তিক প্রদার করা, যা প্রমান করে আমি আমার নিজের রাজ্যে প্রবেশ করতেছি। "যইতে দে , তুই আটকানোর কেডা" মনে মনে ইমিগ্রেশন পুলিশ কে বল্লাম।
অনেক দিন পায় না সেই চিরচেনা মাঠির গন্ধ। খুব মিস করি......... বন্ধুরা অভিযোগ করে আমি পাল্টে গেছি । কিন্তু তারাতো জানে না , এখানে আনেকের মাঝেও আমার নিজেকে একা লাগে, তাদের মিস করি। আর স্বপ্ন দেখি আবার দেখা হবে, আড্ডা হবে টংগের দোকানের চায়ের সাথে । রাত দুপুরে হঠাৎ ফোন করে ঘুমথেকে তুলে নিয়ে যাবো পতেঙার সৈকতে বা আরো দুরে কক্সস বাজারের লাবনী বীচে সে আগের মতো ....
আবার যাবো একসাথে সাটল ট্রেনে গান করতে করতে সবুজে ভরা সেই কেম্পাসে।
ভলো থেকো বংলাদেশ , ভাল থাকিস বন্ধুরা, আবার দেখা হবে, হারিয়ে যাবো সেই চিরচেনা সবুজে।
১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪১
এলিয়ান বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি..
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি...'
২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতই ভালো লাগুক, স্থায়ীভাবে দেশে ফেরত আসতে পারবেন না সহজে...
১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪১
এলিয়ান বলেছেন: কে বলেছে ফেরত আসা যায় না। অনেকে এসেছে, অনেকে আসার পথে। এই অধমও সেই দলে। যে দিন মনে হবে দেশ কে কিছু দেবার জন্য তৈরী , দেশে গিয়ে শুধু আর একজন বেকার বাড়াবো না, সেই দিনই উড়াল দেবো। আর হ্যাঁ , সেই প্রস্তুতি চলতেছে। দেশটা তো আমার , আমি দেখাশোনা না করলে কে করবে ?????????????
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: দেশে ফেরার অনুভূতি গুলো কম বেশী প্রায় এক ই !
অনেক অনেক ভালো থাকুন ; শুভ কামনা ।
১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪১
এলিয়ান বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: দেশে ফেরার আবার দেশ থেকে চলে আসার অনুভূতি সবার এমনই।
১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪২
এলিয়ান বলেছেন: একমত
৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
নীলসাধু বলেছেন: প্রবাসে যে থাকে সে জানে দেশে ফেরার আনন্দ।
এটা ভিন্ন রকমের এক অনুভুতি।
১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪২
এলিয়ান বলেছেন: একমত
৬| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
ফয়সাল রকি বলেছেন: কখনো দেশের বাইরে যাওয়া হয়নি, তবে কাজেই অনেকদিন পর দেশে ফেরার অনুভূতি এখনো হয়নি
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
বানেসা পরী বলেছেন:
'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি..
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি...'