নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ বাচেঁ আশা নিয়ে।আমিও তাই....

আমিন সম্রাট

আ্মি সব সময় একটু সাধারন ভাবে থাকতে এবং সাধারন মানুষকে ভালবাসি ।আল্লাহর প্রতি অটুট বিশ্বাস স্থাপন করা সকল মুসলমানের উপর ফরয ।

আমিন সম্রাট › বিস্তারিত পোস্টঃ

সিগারেট যদি হত পুষ্টিকর খাবার, চলুনদেখি কি হতে পারত তখন।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

মাঃ *

সারা দিন এটা ওটা খাস, বলি যে একটু

সিগারেট টাও খা। তা তো শুনবি না।

*এই নে বাপ, সিগারেট টা খেয়ে নে।

*তোর তো স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে

ডাক্তার বলেছে নিয়মিত সিগারেট

খেতে, খাস না কেন? *এই

ক'টা সিগারেট যদি আজ তুই না খাস

তাহলে কিন্তু আমি তোর বাবার

কাছে নালিশ করে দেব।

বাবাঃ *শুনলাম, আজ কাল নাকি তুই

সিগারেট খেতে চাস না। এসব কি? আর

যেন এসব না শুনি, যা। *নিয়মিত

সিগারেট খাবি। এত কষ্ট করে ইনকাম

করি তো তোদের জন্যই, আর

তোরা যদি সিগারেট টাও ঠিক মত

না খাস তাহলে হবে? *আজ ১০ প্যাকেট

সিগারেট নিয়ে আসছি, তোর মা'র

কাছে। নিয়ে খাস নিয়মিত। *তুই

যদি নিয়মিত সিগারেট না খাস,

তাহলে বেরিয়ে যাবি আমার

বাসা থেকে, মনে থাকবে?

চিকিৎসকঃ নিয়মিত ধূমপানে দৈহিক

বৃদ্ধি নিশ্চিত হয়, হৃদরোগের ঝুকি কমে,

ক্যান্সার প্রতিরোধ হয়। আরও অনেক গুন

রয়েছে এতে। সুতরাং সবাই ধূমপান করুন

এবং অন্যকে ধূমপানে উৎসাহিত করুন।"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৬

ভিটামিন সি বলেছেন: পোষ্ট ইস্টিকি করা হউক। ভাই, তাইলে তো মানুষের জন্ম হবে কবর থেকে, মৃত্যু হবে মায়ের পেটে। সাল গণনা উল্টা দিক থেকে শুরু করতে হবে। গাড়ির চাকা থাকবে উপরে, গাছের শিকড় থাকবে উপরে......

২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৭

জো জো বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৩| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮

বৃষ্টিধারা বলেছেন: ভিটামিন সি...... =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.