নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ বাচেঁ আশা নিয়ে।আমিও তাই....

আমিন সম্রাট

আ্মি সব সময় একটু সাধারন ভাবে থাকতে এবং সাধারন মানুষকে ভালবাসি ।আল্লাহর প্রতি অটুট বিশ্বাস স্থাপন করা সকল মুসলমানের উপর ফরয ।

আমিন সম্রাট › বিস্তারিত পোস্টঃ

ভারত থেকে ভুলে ভরা কুরআন বাংলাদেশে ছড়ানো হচ্ছে!!! (নাউজুবিল্লাহ

২১ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৩

মুসলমানদের বিভ্রান্ত করার জন্য
অভিশপ্ত ইন্ডিয়ানদের আরো একটি
ষড়যন্ত্র!!
পবিত্র কুরআনে ভুলে ভরপুর কপি সম্প্রতি
সিলেটে উদ্ধার করা হয়েছে। কুদরত
উল্লাহ মার্কেট করিমিয়া লাইব্রেরী
থেকে ক্রয়কৃত এবং নিউ এমদাদিয়া
প্রকাশনী ৩৭, বাংলাবাজার, ঢাকা-১১০০
কর্তৃক পরিবেশিত ’ছহীহ নূরানী কোরআন
শরীফ’ এর মধ্যে বিভিন্ন জায়গায় ভূল
প্রিন্ট হয়েছে!!
পবিত্র কোরআন শরীফের কভারের উপর
‘কলিকাতার ছাপা’ শব্দটি লিখিত
ঢাকার একটি প্রকাশনী কর্তৃক প্রকাশিত
কোরআন শরীফের পৃষ্টা নং ২৯৪ এরপরে
২৯৫ নং থাকার কথা থাকলেও সেখানে
ভূল ছাপা হয়েছে। যেমন সূরা কাহাফ এর
২১নং আয়াতের পরে ২২ নং আয়াত
থাকার কথা থাকলেও সেখানে ২৯ আয়াত
শুরু হয়েছে। এখানে ৭ টি আয়াত নেই!!
এছাড়াও ২৩ নং পারায় সুরা ইয়াসিনের
জায়গায় অন্য একটি সুরার নাম লেখা
হয়েছে। সুরা ইয়াসিনের ৫৭ নং আয়াতের
পরে সালামুন ক্বাওলাম মিররাব্বির
রাহীম এরমধ্যে আলাম আ’হাদ শব্দটি
ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে
আয়াতের অর্থই বিকৃত হয়ে যায়।
হাজী কুদরত উল্লাহ মার্কেট করিমিয়া
লাইব্রেরী সহ একাধিক দোকান থেকে
সংগৃহিত ঢাকার নিউ এমদাদিয়া
প্রকাশনীর ১ ও ১৭নং সাইজের কোরআন
শরীফের একাধিক কপির মধ্যে এমন ভুল
পরিলক্ষিত হয়েছে!!!
সকল মুসলমান বন্ধুর উচিৎ দ্রুত এই নিউজটি
সবার কাছে পৌছে দেওয়া আল্লাহ সকল
প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের ধর্মগ্রন্থ
পবিত্র কোরআনকে হেফাজতে রাখুন।
(আমীন)

সংগৃহিত

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা খুবই খারাপ! পবিত্র কোরআনের মতো কিতাব প্রকাশনার ক্ষেত্রে প্রকাশকদের অবশ্যই আরো অনেক অনেক বেশি সচেতন সতর্ক হওয়া উচিত।
এজন্য নিউ এমদাদিয়া প্রকাশনিকে কঠিন শাস্তি দেয়া হোক।

কিন্তু এখানে ভারত আসলো কোত্থেকে?????

কলকাতা ছাপা দেখেই কি ভারত ভেবেছেন? কলকাতা ছাপা আর লক্ষ্ণৌ ছাপার মানে বোঝেন?

খুবই সিম্পল আর সহজ ছাড়া ছাড়া ভাবে আরবী হরফের যে বিন্যাস তাকেই কলকাতা ছাপা বলে, আর স্বাভাবিক আরবীয় ষ্টাইলে টেনে লেখার যে ষ্টাইল তাই লক্ষ্ণৌ ছাপা বলে পরিচিত!

এখানে ছাপালতো বাংলাদেশের প্রকাশনি! ভারত আসলো কোত্থেকে?????

২| ২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

শ্রাবণধারা বলেছেন: শিরোনাম দিলেন " ভারত থেকে ভুলে ভরা কুরআন বাংলাদেশে ছড়ানো হচ্ছে !!! " ভিতরে প্রকাশনীর নাম লিখলেন " নিউ এমদাদিয়া প্রকাশনী ৩৭, বাংলাবাজার, ঢাকা-১১০০ । তাহলে এটা ভারত থেকে বাংলাদেশে ছড়ানো হলো কি করে ????

পবিত্র কোরআন শরীফের কভারের উপর ‘কলিকাতার ছাপা’ শব্দটি লিখিত, এটা দেখে মনে করলেন ভারত থেকে ভুলে ভরা কুরআন বাংলাদেশে ছড়ানো হচ্ছে :) :) :) । যে জীবনে একবার হলেও কোরআন শরীফ পড়েছে সে জানে যে " কলিকাতার ছাপা’ মানে এক ধরনের "Font" যেটা বাংলাদেশের অধিকাংশ কোরআন শরীফে ব্যাবহার করা হয় । এছাড়া আরেকটা "Font" আছে যেটাকে বলে উর্দূ ছাপা বা লাহরি ছাপা ।

আপনি মনে হয় জীবনে কখনও কোরআন শরীফ পড়েন নি অথচ এরকম একটা পোস্ট দিয়ে বসে আছেন !!!!!!



৩| ২১ শে মে, ২০১৫ রাত ৮:০৪

মধুসূদন কল্প বলেছেন: কোরান শরিফে মনে হয় এরকম একটা আয়াত আছে "إنا نحن نزلنا الذكر وإنا له لحفظون" অরথাৎ, "আমি কোরান নাযিল করেছি এবং আমি কোরান সংরক্ষণ করব"। সুতরাং যারা এটা করছে তাদের চেষটা বযথর্ হবেই কোন সনদেহ নাই। আর যারা এটা প্রতিহত করবে তারা বিষয়টা নিয়ে হইচই না করে অত্যন্ত শান্তভাবে ও বিজ্ঞচিতভাবে প্রতিহত করার চেষ্টা করতে হবে।

৪| ২২ শে মে, ২০১৫ রাত ১:১৫

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: মধুসূদন কল্প এর সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.