![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ্মি সব সময় একটু সাধারন ভাবে থাকতে এবং সাধারন মানুষকে ভালবাসি ।আল্লাহর প্রতি অটুট বিশ্বাস স্থাপন করা সকল মুসলমানের উপর ফরয ।
আযান সম্পর্কে একটি ভৌগলিক গবেষণার বর্ণণা:
★ ফজরের আযান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে
★ এরপরে আসে সুমাত্রায়
★ সেখান থেকে - মালোয়শিয়া
★ এরপরে - বাংলাদেশ
★ শ্রীলঙ্কা
★ ভারত
★ পাকিস্তান
★ আফগানিস্তান
★ ওমান
★ সৌদি আরব
★ কুয়েত
★ সংযুক্ত আরব আমিরাত
★ ইয়ামিন
★ ইরাক
★ ইরান
★ তুর্কি
★ তারাবিলস
★ লিবিয়া
★ আমেরিকা এবং আরও ইত্যাদি বাকি দেশে
চলতে থাকে।
এভাবে আযান ৯ ঘন্টা একাধারে চলতে থাকে
এরপরে আবার ইনদোনেশিয়ায় ফিরে আসে, যখন
জোহরের ওয়াক্ত হয়। এই পদ্ধতিতেই ৫ ওয়াক্তে
সারা পৃথিবীতে আযান ঘুরতে থাকে।
দেখবেন আমাদের দেশের এক জেলার
সাথে অপর জেলার ৩-৪-৫ মিনিট করে ব্যাবধান
রয়েছে এভাবে সারা পৃথিবীতে এক দেশ থেকে
আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা
আযান চলছে। আলহামদুলিল্লাহ এই পর্যালোচনা থেকে প্রমাণিত হয় যে এই পৃথিবীর একটি সেকেন্ড
একটি মুহুর্তও আযান ব্যাতীত অতিক্রম হয় না।
অর্থাৎ প্রতি মুহুর্তেই পৃথিবীর কোথাও না কোথাও আযানের ধ্বনী চলছেই। আল্লাহু আকবার।
২| ১০ ই মে, ২০১৮ সকাল ৮:৪৮
এলিয়ানা সিম্পসন বলেছেন:
৩| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:০১
মোস্তফা সোহেল বলেছেন: মাহান আল্লাহর গুনগান আর মহাত্ব এভাবেই চলবে।
৪| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: বাহ !!
চমৎকার।
কিন্তু তাতে দেশ বা সমাজের কি উপকার হয়?
৫| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:৩৮
মেমননীয় বলেছেন: আপনার চমৎকার ভুগোল জ্ঞান!
ম্যাপ নিয়া বসেন তারপর লেখা কারেকশন করেন!
৬| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আল্লাহর নাম প্রতিমুহূর্তে প্রতিস্থানে প্রতিনিয়তে উচ্চারিত হয়।
৭| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০৪
রেযা খান বলেছেন: আপনার লেখায় পর্যায়ক্রমে দেশ না আসলেও (উপরের কমেন্ট থেকে যেটা বুঝলাম) সন্দেহের অবকাশ নেই যে, প্রতিটি সেকেন্ড আযান হয়। এবং এটা একজন মুসলমানের আক্বিদাহ (দৃঢ়বিশ্বাস), অবিশ্বাসীরা অনেক কিছুই বলবে। আল্লাহ সহায়
৮| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: আমিন সম্রাট ,
এভাবে ভেবে দেখা হয়নি কখনও ।
ভালো লাগলো ।
৯| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটি ইসলামী মাসিক পত্রিকায় এটা পড়িছিলাম।
এভাবেই আল্লাহ নাম উচ্চারিত হবে, হচ্ছে প্রতিনিয়ত পৃতিবীতে। সুবহানআল্লাহ্।
পোস্টের জন্য ধন্যবাদ।
১০| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:২০
কানিজ রিনা বলেছেন: সুবহানআল্লাহ্ আগে থেকেই জানতাম আপনি
মনে করিয়ে দিলেন। রাজীব নুর বলেছেন
তাতে দেশের কি উপকার হয়। হয়ত আপনার
উপকার হয়না। আজান হোল নামাজের
আহব্বান গোটা পৃথিবীর ঘূর্নন পদ্ধিতে আজান
ধ্বনি মুসলিদের নামাজের আহব্বান নিশ্চয়
আল্লাহর নামাজের দিকে অগ্রসর হওয়া
মুমিনদের উপকার। প্রতি মুহুর্তে আল্লাহ্ ও
নবী মোহাঃ সাঃ নাম আজানের ধ্বনি উচ্চারন
হয় এটা মুসলিমদের অহংকার তো বটেই।
ধন্যবাদ পুনরায় স্বরন করে দেওয়ার জন্য।
১১| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩২
ব্লু হোয়েল বলেছেন: সুবহানাল্লাহ ! সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টাই মহান আল্লাহ তায়ালার নাম উচ্চারিত হয় । এতে কোন সন্দেহ নেই ।
১২| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:২৫
শামচুল হক বলেছেন: সারা পৃথিবীতে আযান এক সেকেন্ডের জন্যও বন্ধ থাকে না। ধারাবাহিকভাবে চলতেই থাকে।
১৩| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬
আবু আফিয়া বলেছেন: এই আযানের ধ্বনি আমাদেরকে মসজিদ মুখি করুক
১৪| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:৩১
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্। এই বিষয়টা নিয়ে একদিন আমিও ভেবেছিলাম।মনে হল ২৪ ঘন্টায় আযানের বাণী পৃথিবীর কোথাও না কোথাও সুর তুলছে।আর একদল মানুষ সব সময়ই তার রবের প্রশংসায় ব্যস্ত
।
সুন্দর করে লিখেছেন।
১৫| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:০৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এস্তেমার বয়ানে আমি এটা শুনেছিলাম। নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
১৬| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:১১
তারেক ফাহিম বলেছেন: সুন্দরতো, কখনো এমনিট ভাবিনি।
১৭| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আযানের ধ্বণি শুধু বিশ্বের বিভিন্ন জায়গায় নয়, সব মুসলমানের অন্তরে আলোড়ন তুলুক। সবাই আযানের সাথে সাথে মসজিদে আসুক। মসজিদ মুখরিত হোক মুসল্লীতে প্রতি ওয়াক্তে, না শুধু বিশেষ বিশেষ দিনে।
১৮| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২২
মাহিরাহি বলেছেন: বসনিয়া
https://www.youtube.com/watch?v=om2qGh1FU0w
১৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২৪
মাহিরাহি বলেছেন: কসোভো
https://www.youtube.com/watch?v=_iRkA5jDNy8
২০| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২৪
মাহিরাহি বলেছেন: মেসেডোনিয়া
https://www.youtube.com/watch?v=NZ_0-Igicg4
২১| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৩৬
মাহিরাহি বলেছেন: মন্টেনেগ্রো
https://www.youtube.com/watch?v=5RvbIFd5UbI
২২| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৫
মাহিরাহি বলেছেন: সেনেগালের এই আযান একটি ব্যতিক্রম ধরণের, নতুন আমেজের
https://www.youtube.com/watch?v=gsaQHqBHHBM
২৩| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
মাহিরাহি বলেছেন: স্টকহোম, সুইডেন
https://www.youtube.com/watch?v=FGVbb5h-nO0&list=PL2F6OTyYwkO3TC2G6M5l-_lK-WSpRbPxE
২৪| ১০ ই মে, ২০১৮ রাত ১১:০৪
মাহিরাহি বলেছেন: ক্যাস্ট্রোর কিউবায় আযান, বিবিসির ডকুমেন্ট অনুযায়ী ইসলামে ধর্মান্তরন ঘটছে অনেক কিউবান দের।
https://www.youtube.com/watch?v=wdb6Ax4fGSs
২৫| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট।
২৬| ১১ ই মে, ২০১৮ সকাল ৭:২৬
অক্পটে বলেছেন: কল্যাণের জন্য ডাকা হয়। সেই ডাকে আমরা মসজিদে যাই কিন্তু কল্যাণ প্রাকটিস করিনা। মসজিদে গিয়ে নামাজের জন্য মুখস্ত কিছু আয়াত পড়ি যার অর্থ জানিনা। নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে যাই এর পরও কি পড়লাম অর্থ জানিনা। এর মানে সেই সুমধুর আহ্বাবানকে আমরা সিরিয়াসলি নেই না। কিছু না বুঝেই কপালে দাগ পড়ে গেল। ৪০/৫০ বছর লাগাতার নামাজ পড়লাম সুরায় ফাতিহার অর্থও জানা গেলনা!
২৭| ১১ ই মে, ২০১৮ সকাল ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ হু আকবার। নামাযও ঠিক তেমনি । দারুন ভাবনা ।+
২৮| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:০০
অক্পটে বলেছেন: মন্তব্যের জবাব দিতে হয়। না দিলেও বোধ হয় চলে।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৮ সকাল ৮:২৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সুবহান আল্লাহ্।