| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে ধসে পড়া নয় তলা ভবন থেকে আগেই সব লোককে সরিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হতাহতরা পরে জিনিসপত্র আনতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।
বুধবার কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন দাবি করেন।
তিনি জানান, উদ্ধার অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
মঙ্গলবার ফাটল ধরা ‘রানা প্লাজা’ নামের নয় তলা ভবনটি বুধবার সকাল সাড়ে আটটার দিকে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৬ জন মারা গেছে বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা একশ’ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল। তারাই দুর্ঘটনার শিকার হয়েছেন।’
ভবন ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যর প্রতি সমবেদনা জানাচ্ছি।’
আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। হরতালের জন্য উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হরতাল প্রত্যাহার করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, হরতালের কারণে আত্মীয়স্বজন দুর্ঘটনাস্থলে আসতে পারছে না।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানা ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় গিয়ে কাজ শুরু করেন।
উৎসঃ আরটিএনএন
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
খেজুরে আলাপ বলেছেন: কী সেলুকাস! বিচিত্র এই দেশ এবং এই দেশের নেতা নেত্রীরা।
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: এই মহিলা কত বড় মিথ্যাবাদি
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
খেজুরে আলাপ বলেছেন: কী সেলুকাস! বিচিত্র এই দেশ এবং এই দেশের নেতা নেত্রীরা।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
মো ঃ আবু সাঈদ বলেছেন: লাশ গুম করার ইশারা
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
খেজুরে আলাপ বলেছেন: কী সেলুকাস! বিচিত্র এই দেশ এবং এই দেশের নেতা নেত্রীরা।
৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
রাজ হাসান বলেছেন: শালায় এখন এই লাশ নিয়েও রাজনীতি??আগেই যদি সরিয়ে নেয়া হয় তাহলে কেন পরবর্তী ব্যবস্থা সরকার গ্রহন করে নাই????
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
খেজুরে আলাপ বলেছেন: কী সেলুকাস! বিচিত্র এই দেশ এবং এই দেশের নেতা নেত্রীরা।
৫|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
কে বা কারা বলেছেন: গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ বলেছে, রাজনৈতিক সহিংসতা আর অনিশ্চয়তা অব্যাহত থাকলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও বিশ্ববাজার হারাতে পারে।
আচ্ছা!
এমতাবস্থায় যখন রানা প্লাজা ধ্বসে লাশের মিছিল তৈরি হয় কিংবা তাজরীনে আটকে রেখে শ্রমিকদেরকে পুড়িয়ে মারা হয়, সেটার জন্য কার ফঁসি চান আপনি?
"
প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।
তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
"
১. নামকাওয়াস্তে একটা বিল্ডিং তৈরি করে শ্রমিকদেরকে একটা প্যান্টের চেয়েও কম [৫০ ডলার] মজুরি দিয়ে ক্রোড়পতি বনে যাওয়া মালিকগুলোর?
২. পুলিশ নামের যেসব সন্ত্রাসী এদেশের পরিস্থিতি জঘন্য করে রেখেছে অথবা টাকার বিনিময়ে সব অনিয়ম চলতে দিচ্ছে তাদের?
৩. [দুই হাজার টাকা বেতনের গার্মেন্ট শ্রমিকসহ] ১৬ কোটি জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমলা-মন্ত্রী-এমপি প্রশাসনের যেসব অমানুষ এগুলো ঘটতে দিচ্ছে তাদের?
৬|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
বিডি আমিনুর বলেছেন: কত বড় মিথ্যাবাদি
৭|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
সাউন্ডবক্স বলেছেন: Ajob ek netri ...
৮|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শেখের বেটি শেখের মান ইজ্জত কিছুতো রাখ, সব ধুয়ে মুছে ফেলে দিতে চাস ক্যান?? মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা ঠিকাছে লাশ নিয়া অন্ততা এটা করিসানারে বইন
৯|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: দুঃখজনক।
১০|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
আশিকুর রহমান ১ বলেছেন: মিথ্যা বলবেন ভালো কথা তাই বলে এমন মিথ্যা বলবেন না যা শুনলে শয়তানও লজ্জা পায়!
১১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
পেন্সিল চোর বলেছেন: ফাজিল মহিলা
১২|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
দূর্গমগিরি বলেছেন: বাংলাদেশের সবচেয়ে বড় মিথ্যুক
১৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
মুদ্রা সংগ্রাহক বলেছেন: অসহ্য লাগে এই মহিলার কথাবার্তা, পদেই শুধু মাত্র প্রধানমন্ত্রী...কথাবার্তা শুনলে বস্তিবাসী মুখরা মহিলার সাথে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে....
১৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
shfikul বলেছেন: থাপরাইয়া তাঁর দাঁত সব কয়টা ফালাইয়া দেওয়া উচিৎ।
১৫|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
ম.র.নি বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই থেকে 'অটো'।হাইকোর্ট কতৃক 'রং হেডেড' খেতাব প্রাপ্ত।ফালতু, বাচাল আর ইতর টাইপ কথা বলায় পারদর্শী এই মহিলা যে চশমখোর তা-ও প্রমান পাওয়া গেল।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: লাশ গুম করার ইশারা