নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনি যেসব কারণে আমেরিকাকে পছন্দ করেন না!

০৫ ই জুলাই, ২০২২ ভোর ৫:৪৮



(১) ব্লগার চাঁদগাজী সেই দেশে কাজ করেছিলেন (২) ইউক্রেনকে তাল দিয়ে যুদ্ধ লাগায়ে দিয়েছে (৩) ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধ্বের সময় পাকিস্তানের পক্ষে ছিলো (৪) ইসরায়েলকে অন্ধভাবে সাপোর্ট করে (৫) মুসলিম দেশগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে (৬) গায়ের জোরে বিশ্ব মোড়ল (৭) দুনিয়ার অর্থনীতিতে, জোর করেই ডলারকে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে চালাচ্ছে (৮) ধনী আরব দেশগুলোকে অস্ত্র কিনতে বাধ্য করে (৯) বাংলাদেশকে "তলাহীন ঝুঁড়ি" বলেছিলো (১০) শেখ হত্যার মুল হোতা।

আজকে আমেরিকার ২৪৬'তম স্বাধীনতা দিবস; ১৭৭৬ সালের ৪ই জুলাই, আমেরিকায় অবস্হিত ১৩ টি উপনিবেশ বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের বিপক্ষে ও নিজেদের স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে স্বাধীনতা ঘোষণা করে। মানুষ দিনটি উদযাপন করেন পারিবারিকভাবে, সরকারী ও বেসরকারী প্যারেড হয়, খাওয়াদাওয়া ও ফায়ার-ওয়ার্ক হয় বড় আকারে।

এ'বছর দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্হা ভালো নয়; করোনার কারণে অর্থনীতি স্হবির হয়ে গিয়েছিলো, সেটা থেকে বের হতে পারছে না; সাথে যুদ্ধ। ক্যাপিটেলিজমে, খাদ্য, জ্বালানী, ট্রান্সপোর্ট, সাপ্লাইচেইন, ইত্যাদি প্রাইভেট সেক্টরের হাতে। শ্রমের দাম ( ঘন্টায় মিনিমাম বেতন $২০ ), জ্বালানীর দাম বেড়ে (প্রতি গ্যালন গড়ে $৫.৫ ) যাওয়ায় বেশীরভাগ কর্পোরেশন উৎপাদন কমিয়ে দিয়েছে; ফলে, বাজারদর বেড়ে গেছে; ইউক্রেনের ভিতরে সবকিছুর দাম কমেছে, আমেরিকায় সবকিছুর দাম বেড়ে গেছে; ষ্টক-মার্কেট পুরোপুরিভাবে 'বেয়ার-মার্কেট' এলাকায় প্রবেশ করেছে , রিসেশন নিশ্চিত।

ইউএস ফেডারেশন: ৫০ টি রাজ্য, ১৪টি 'টেরিটোরী'; ৫ টি টেরিটোরিতে বাসিন্দা আছে, বাকীগুলো সামরিক।
আয়তন: ৯৮,৩৪০০০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা: ৩৪ কোটী; ৬ লাখ বাংগালী।
জিডিপি: ২০.৫ ট্রিলিয়ন ডলার।
মাথাপিছু আয়: ৫০/৫২ হাজার ডলার।
বেকারত্বের হার: ৪%

আপনি যদি আসলেই আমেরিকাকে অপছন্দ করেন, ২/১ টা কারণ দেখাইয়েন।


মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৭:০৬

রিমন সাঁই বলেছেন: মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পরবর্তীতে শান্তি প্রতিষ্ঠার নামে ন্যাটোকে পাঠায় কিংবা অস্ত্র বিক্রি করে। আর সেই দেশকে পঙ্গু করে দেয়।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কোনো দেশের চুড়ান্ত ক্ষতি করার ৫~১০ বছর পর এসে ঘোষণা দেবে,"অমুক দেশে ন্যাটোকে পাঠানো তৎকালীন সরকারের একটি ভুল সিদ্ধান্ত ছিল!"

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫৩

সোনাগাজী বলেছেন:


আল জাজিরা, আমিশ্যা পাড়ার আন্তর্জাতিক এনালিষ্ট!

২| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৭:১৯

অগ্নিবেশ বলেছেন: নুরু চাচা আমাকে খুব খাতির করেন, তিনি আমাকে কানে কানে বলে গেছেন যে তিনি আমেরিকাকে খুব অপছন্দ করেন তার প্রধান কারন ইহা ইহুদী নাসারাদের দেশ, তাহার উপর আপনে সেই দেশে বসবাস করেন এবং সেইসব ইহুদী নাসারাদের গুনণগান করেন। তবে সুযোগ পেলে তিনি একবার আমেরিকা হিজরত করতে চান এবং লাস ভেগাস গিয়ে ডুগ্ডুগি বাজাতে চান।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৯

সোনাগাজী বলেছেন:


বেগম জিয়াও চলে যেতে চাচ্ছেন; ভিসা পেলে সবাই চলে যাবে, থাকবে ১ জন, শেখ হাসিনা।

৩| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:১৮

বিটপি বলেছেন: আমেরিকা যার বন্ধু, তার আর শত্রুর দরকার নাই। এই কথটি যে কতটা চরম সত্য - সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরাক আর পাকিস্তান নামের দেশ দুটি। আমেরিকাকে বন্ধু হিসেবে নেয়া তাদের জন্য ছিল চরম ভুল। ভারতকেও কাছে টানতে চেয়েছিল আমেরিকা - কিন্তু বুদ্ধিমান ভারত সেই ফাঁদে পা দেয়নি। অতীতে যেসব দেশ আমেরিকার সাথে শত্রুতা করেছিল, যেমন কলম্বিয়া। কিউবা, নিকারাগুয়া, জাপান, জার্মানী - তারা কিন্তু সবাই এখন ভালো আছে। আমারিকার ভালো করতে গিয়ে সর্বসান্ত হয়ে গিয়েছে নাউরু নামের ছোট্ট দেশ।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০০

সোনাগাজী বলেছেন:



আমরা অল্পের জন্য বেঁচে গেছি, আমেরিকা আমাদের খুঁজে পায়নি। ম্যাপে আমেরিকা খুঁজে পাবেন তো?

৪| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:২০

তানভির জুমার বলেছেন: আরো একটি কারণ আছে সেটি হলো ৬০% মেন্টাল এমন সন্ত্রাসী। আজকেও শিকাগোতে হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় হামলা করে এতে ৬ জন নিহত আহত অনেক। সিএনএন বিবিসিতে দেখলাম লাইভ দেখাচ্ছে। আমি গত ৭ বছর ধরে আমেরিকানদের সাথে রিমোটলী কাজ করি।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫২

সোনাগাজী বলেছেন:



আপনারতো রিমোটলি কাজ করার কথা আফগানিস্তানের সাথে।

৫| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: এদেশের একজন নাগরিক হিসেবে আমি আমেরিকাকে অপছন্দ করার প্রশ্নই আসে না। কিছু বিষয় অবশ্যই আছে যেগুলো হয়তো আমার ভালো লাগে না, তবে সেগুলো পরিবর্তন অসম্ভব নয়। সেটা করতে হলে আমাদের জনগণকে সচেতন হতে হবে। বলতে পারেন সিস্টেমের ভেতরে থেকে পরিবর্তন আনাার জন্য কাজ করতে হবে এই যা। হাল ছেড়ে দিয়ে দেশকে দোষারোপ করা নিতান্তই বোকামি। বিশ্বকে অফার করার মতো আমেরিকার অনেক কিছুই আছে।

একটা উদাহরণ দিচ্ছি, ২০১৫ সালে ইউ.এস আর্মিতে জয়েন করার জন্য গিয়ে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষা দিয়েছিলাম। পাশ করার পর রিক্রুটিং সেন্টারে যেতে হয়েছিলো কিছু কাগজ-পত্র সাইন করার জন্য। কিছু টার্মস, ক্যারিয়ার প্রজেকশন, বেতন, ট্রেনিং শেষে সম্ভাব্য ডিপ্লয়মেন্ট লোকেশান ইত্যাদি বিষয় নিয়ে ওখানকার এক সার্জেন্ট এর সাথে কিছু বিষয়ে কথা হয়েছিলো। তার উত্তর সন্তোষজন মনে হয় নি আমার কাছে, তাই কাগজ সাইন না করেই চলে এসেছি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বলতে পারেন, এ জন্য আমেরিকাকে দোষারোপ করা বোকামি।

হ্যাপি ফোরথ জুলাই।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৪

সোনাগাজী বলেছেন:



সব সময়, বিশ্বের পরিশ্রমী মানুষেরা এদেশে এসে কাজ করার ও শিক্ষার সুযোগ পেয়েছে, এই দেশকে গড়ে তুলেছে। ক্যাপিটেলিজম কিছু পরিমাণ লোভী মানুষের জন্ম দিলেও, আমেরিকাই বিশ্বে ন্যায্য নাগরিক অধিকারের দেশ।

৬| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খারাপ দিক থাকলেও ভালো দিক আছে। আমেরিকাই পৃথিবীতে দুঃস্থদের সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করে।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৬

সোনাগাজী বলেছেন:



বছরের শেষে, প্রতিটি আমেরিকান বিশ্বের গরিবদের জন্য দান করে থাকে।

৭| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমেরিকারে আমি অপছন্দ করি কারণ তারা আমারে ডিভি লটারিতে জিতাইয়া দেয় নাই। হাহাহা।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৪

সোনাগাজী বলেছেন:


ফ্যামিলী ইমিগ্রেশন ও ডিভিতে মানুষ এনে, আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে; এদের পেছনে দেশের খরচ বেশী।

৮| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩২

কামাল৮০ বলেছেন: দাস প্রথা বিলুপ্ত করে সারা মানব জাতির বিরাট উপকার করেছে।পৃথিবীকে বিভক্ত করে মানব জাতির ক্ষতি করছে।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



পৃথিবী অনেক বিষয়ের ( ধর্ম, অর্থ, রং, জাতিগত, রাষ্ট্রীয় তত্ব ) ভিত্তিতে অনেক ভাগে বিভক্ত, আমেরিকা কোনটা করেছে?

৯| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: ৭০-৮০% বিজ্ঞান এর অবদান এই দেশের...বিদ্যুত থেকে ক্যান্সার এর ঔষুধ থেকে গ্রীন রিভোলিউশন (খাদ্য উৎপাদন ডাবল করা বাই Norman Borlaug )। পুরো পৃথিবীর গড় আয়ু বাড়ার পিছনে একটা বড় অবদান এই দেশের বিজ্ঞান

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:



সায়েন্স, টেকনোলোজী ও কঠোর পরিশ্রম আমেরিকাকে এখানে এনেছে; বিশ্ব কম্প্যুটিং ও আনবিক জ্ঞান পেয়েছে আমেরিকা থেকে।

১০| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৩

নজসু বলেছেন:


এক নম্বর কারণটা সবগুলো কারণের চেয়ে ভয়াবহ মনে হচ্ছে। :-B
আমি আমেরিকাকে অপছন্দ করিনা। এজন্য কোন কারণই আমার জন্য প্রযোজ্য নয়। :)
আমার যদি সাধ্য কিংবা ক্ষমতা থাকতো আপনি যেখানেই থাকতেন সেখানে গিয়ে আপনার সাথে দেখা করে কিছুক্ষণ গল্প করতাম।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১২

সোনাগাজী বলেছেন:



জন্মভুমিতেই আপনার সাথে দেখা হবে।

১১| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমেরিকা সম্পর্কে প্রথম জানার সময় ভেজাল ঢুকলে,তা পরবর্তীতে সহজে ঠিক হয় না।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৪

সোনাগাজী বলেছেন:



কয়জন বাংগালী জানে, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং কিভাবে বাংলাদেশ মিলিটারীর হাতে গেলো!

১২| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই দেশটিকে আমি গিরগিটির দেশ বলি
...............................................................
যেমন চেহারা , তেমন রং বদলায় যখন তখন
তাই খুব অপসন্দ করি এদের কর্তৃত্বপণা
তবে জনগনের স্বাধীন চিন্তা চেতনাকে শ্রদ্বা করি ।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আমেরিকাকে গালি দেয়া সম্ভব; কারণ, ইহা সহজেই চোখে পড়ে ও গালি দেয়ার পর, নিজকে একটু বীর বীর মনে হয়।

১৩| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


বন্দুক আইনের কি খবর? স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও গুলি,নিহত ৬।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৩

সোনাগাজী বলেছেন:



করোনার ফলে দেশে বেশ হতাশার সৃষ্টি হয়েছে ও বাইডেনের ঢিলা প্রশাসনে দুষ্টরা ভয়কে জয় করেছে।

১৪| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৪

তানভির জুমার বলেছেন: প্রতি বছর কি পরিমান নির্দোষ মানুষ ম্যাশ স্যাুটিং মারা পড়ে আপনি জানেন?, কি পরিমান ড্রাগ নেয় আমেরিকানরা (ইনক্লুডিং ইউ) জানেন? গড় পরতা ২০% আমেরিকানদের ভালো বলা যায়, বাকি ৮০% আমেরিকান আমাদের সুন্দর পৃথিবীর জন্য ভয়াবহ হুমকি।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



ওরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, ইহার জন্য টোলও দিতে হচ্ছে! ক্যাপিটেলিজম এমন এক পয়েন্টে এসেছে যে, উহা নিজের ভারে নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছে।

১৫| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৭

কোনেরোসা বলেছেন:

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩০

সোনাগাজী বলেছেন:



ট্রাম্পের শুনানী চলছে, ইহা বিচারে যাবে।

১৬| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৪

জুন বলেছেন: আমেরিকার মোড়লপনা আমার অপছন্দ। তারপর অস্ত্র ব্যাবসার জন্য এক একটা দেশকে যে ভাবে ধ্বংস করছে, সেদেশের মানুষকে উদবাস্তুতে পরিনত করেছে কিন্তু তার দায়ভার নিচ্ছে না এই কারনে আমি আমেরিকাকে অপছন্দ করি।

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৮

সোনাগাজী বলেছেন:


আমেরিকার অনেক ভুমিকার মাঝে ১টি দেখুন: আজকের উত্তর কোরিয়া ও ইরানকে কে থামাতো?

১৭| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৪

রায়হান চৌঃ বলেছেন:
যষ্টিমধু প্রথমে মিষ্ট, ভালো লাগে কিন্তু কিছু সময় যাওয়ার পর যেমন টা তিতো হয় এই আর কি :), আমার তো মনে হয় না ব্যবসা ছাড়া এরা অন্য কোথাও এক পা ফেলেছে ?

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২১

সোনাগাজী বলেছেন:



যেহেতু তারাই টেকনোলোজীর আবিস্কারক, অন্যেরা তাদের থেকেই শিখতে হবে, ব্যবসা তো আপনা আপনিই এসে যায়; বাংলাদেশ কি বোয়িং-বিমান সরবারাহ করতে পারতো?

১৮| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাটা-বাটাই, গ্রামীণফোন-গ্রামীণফোনই, আমেরিকা-আমেরিকাই...

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২২

সোনাগাজী বলেছেন:



বিশ্বই ও আমেরিকার মানুষ আমেরিকাকে আজকের অবস্হানে নিয়েছে।

১৯| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক দোষের মাঝে তাদের অনেক গুণ।

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৫

সোনাগাজী বলেছেন:



জাপানীরা ব্যতিত, ওদের মতো, প্রানপনে আর কোন জাতি খাটে না।

২০| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:২০

কোনেরোসা বলেছেন: চতুর্থ ডোজ টিকা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন বাইডেন আরেকবার প্রেসিডেন্ট হতে পারবে না।

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৪

সোনাগাজী বলেছেন:



শারীরিক সমস্যা বাইডেনের জন্য একটা বড় সমস্যা হবে; ২য় সমস্যা ইউক্রেনের যুদ্ধ।

২১| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
(১) ব্লগার চাঁদগাজী সেই দেশে কাজ করেছিলেন
হা হা প গে

০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৮

সোনাগাজী বলেছেন:



হালকা কিছু একটা সব সময় লাগিয়ে দেয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.