নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাঘ নিয়ে পোষ্টটি ১টি সাধারণ পোষ্ট

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৫৬



**** আপডেট: ব্লগারদের কথা রাখতে গিয়ে, প্রতিযোগীতার জন্য ১টি পোষ্ট দিয়েছি; নাম: বেছুর নিজস্ব একটি জ্বীন ছিলো!

ব্লগার অপু তানভীরকে ধন্যবাদ, তিনি "স্মৃতিচারণ মূলক পোস্টের লিষ্টে" ( ৫৫ নং ) আমার একটি ( আজকের পোষ্ট, "চট্টগ্রামের পাহাড়ে এখন কোন বাঘ নেই" ) পোষ্টকে অন্তর্ভুক্ত করেছেন; কিন্তু পোষ্টটি উল্লেখিত প্রতিযোগীতার জন্য লেখা হয়নি; অনুরোধ, লিষ্ট থেকে পোষ্টটির নাম বাদ দেবেন; আমি প্রতিযোগীতায় অংশ নিইনি।

আবারো ধন্যবাদ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একটাও স্মৃতিচারণ মূলক পোস্ট লিখিনি।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি কি হযরত আদমের মতো যুবক অবস্হায় অবতরণ করেছন?

২| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২১

মিরোরডডল বলেছেন:



তানভী আসলে খেলাঘরকে অনেক ভালোবাসে, তাই নিজে থেকেই ইনিশিয়েটিভ নিয়ে লিস্টে অন্তর্ভুক্ত করেছে, যদিও লেখার কোথাও উল্লেখ ছিলো না।
ঠিক তেমনি খেলাঘর তানভীকে অনেক ভালোবাসে, তাই তানভী কি পোষ্ট করছে কাকে লিস্টে নিচ্ছে দূর থেকে ঠিকই অবজার্ভ করে।
:)



০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



তানভীর ছিলেন গল্পকার, এখন হয়েছেন টেব্লোটেড ও ক্যাচাল লেখক।

৩| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ পোস্ট

০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



আমার মত পোষ্ট লিখতে হলে, আপনাকে পুর্ণজনমে বিশ্বাস করতে হবে।

৪| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্যের উপর নিষেধাজ্ঞা না থাকলে আপনি কি সেই বাঘের পোস্টটাকে প্রতিযোগিতার জন্য দিতেন?

আমার তো ধারণা স্মৃতিচারণ মুলক পোস্ট প্রতিযোগিতায় দেয়া বাধ্যতামূলক।

০৫ ই জুন, ২০২৩ রাত ১:৪৮

সোনাগাজী বলেছেন:



আমার কৈশোর কেটেছে গ্রামে, আমার ২ নিকে মিলে কৈশোরের ১০০টির বেশী কাহিনী আছে; প্রতিটিই অনেক পাঠক পেয়েছে। ব্যানে না'থাকলে প্রতিযোগীতায় অংশ নিতাম।

৫| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:৩৪

মিরোরডডল বলেছেন:

you're naughty :)




০৫ ই জুন, ২০২৩ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:



ক্যাচাল লেখকদের জন্য আমার ভালোবাসা নেই।

৬| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: !

০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:



গরু চুরি করে জুতা দান।

৭| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:১৪

কাছের-মানুষ বলেছেন: বাঘের পোষ্টটি প্রতিযোগিতায় যাক সমস্যা কি!

০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫১

সোনাগাজী বলেছেন:



আমাকে কমেন্ট ব্যান করে রাকাহা হয়েছে, আমি একটু রাগান্বিত।

৮| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:২৩

চারাগাছ বলেছেন:
আমি বিশেষভাবে অনুরোধ করবো লেখাটা আপনি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করবেন।
ধন্যবাদ।

০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি সামান্য রাগান্বিত; এবার অনুরোধ রাখবো না, স্যরি।

৯| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:২৪

চারাগাছ বলেছেন: গোফরান ,
আপনার একটা স্মৃতিচারণ মুলক পোষ্ট আশাকরি প্রতিযোগিতার জন্য।

০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



গ্রাম ও স্কুলে মিলে, কৈশোর নিয়ে আমি ১০০'এর মতো পোষ্ট লিখেছি, সবগুলোই পাঠক পেয়েছে; আমাকে ব্যানে রাখার কারণে আমি অংশ নেবো না।

১০| ০৫ ই জুন, ২০২৩ রাত ১:৪৩

নূর আলম হিরণ বলেছেন: পোস্টটি স্মৃতিচারণমূলক তবে অবশ্যই প্রতিযোগিতার জন্য লিখা হয়নি বুঝাই যাচ্ছে।

০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫৫

সোনাগাজী বলেছেন:



আমার স্মৃতিতে গ্রাম ও স্কুল আছে; আমি সেগুলোতে ততকালীন সময়কে তুলে আনার চেষ্টা করেছি। এটি কিছুই না, সামান্য আক্ষেপ।

১১| ০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫৬

চারাগাছ বলেছেন:
আমারো অনেক রাগ মহামান্য। দ্বিতীয়বার আর কোন কিছুতেই আপনাকে অনুরোধ করবো না।

০৫ ই জুন, ২০২৩ রাত ২:০৩

সোনাগাজী বলেছেন:



প্লীজ, এই পোষ্ট যদি আমি দিই, আমি কোন স্হান পাবো না; আপনার অনুরোধ রাখতে গিয়ে আমি হতাশ হতে পারি।
আপনার অনুরোধের কারণে, আমি আগের একটি পোষ্টকে আজকে রি-পোষ্ট করবো; সামু যদি সেটাকে নেয়, ভালো; না'নিলে কোন অসুবিধা নেই; আমি আপার অনুরোধ রাখছি।

১২| ০৫ ই জুন, ২০২৩ রাত ২:০৫

চারাগাছ বলেছেন: ধন্যবাদ । রি পোষ্ট দিন।
আপনি দিলে আমিও এটা পোষ্ট তৈরি করার চেষ্টা করবো।

০৫ ই জুন, ২০২৩ রাত ২:০৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি দেবো; আপনিও দিন।

১৩| ০৫ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৯

সাহাদাত উদরাজী বলেছেন: প্রতিযোগিতায় অংশ নিন!

০৫ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



কয়েকজন ব্লগার বলায় অংশ নিচ্ছি, ধন্যবাদ।

১৪| ০৫ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৪

মিরোরডডল বলেছেন:



বাহ!
খেলাঘর আর চারাগাছের মধ্যে ডিলটা ভালো লাগলো।

০৫ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



কেহ আমাকে অনুরোধ করলে, আমি ঢেঁকিও গিলি।

১৫| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গরু চুরি করে জুতা দান।

ধন্যবাদ। ভালোবাসা ও শ্রদ্ধা।

০৫ ই জুন, ২০২৩ রাত ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



একজন নিজের থেকে আমার পোষ্ট যোগ করে দিয়েছেন, যা প্রতিযোগীতার জন্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.