নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ছবি-মেয়ে ও পাশের জন আমার ভাই এর ছোট ছেলে। আমার মেয়ে যেখাবে যাবে যা করবে ভাইপোরও তাই করতে হবে।
এখন সবখানে শুধু গাছ নিয়ে আলোচনা। ট্রেনিং আসছি ২ সপ্তাহের জন্য। এখানেও সেই গাছ, গরম নিয়ে আলোচনা। কন্যা ও তার মা আছে গ্রামের বাড়ি। যেখান থেকে তারা এখন আছে কন্যার নানির বাড়ি।
আমি চট্টগ্রাম থেকে দুটি কাঁঠাল গাছের চারা বাড়িতে নিয়ে একটি নিজের বাড়িতে ও একটি শ্বশুড়বাড়িতে লাগিয়েছিলাম বছর ৫/৬ আগে। আমাদের বাড়ির গাছটি মরে গেছে কিন্তু শ্বশুড়বাড়ির গাছটিতে ৩/৪ বছর পরই ফল ধরেছে। প্রথম বছর এত কাঁঠাল ধরেছে যে মানুষের নজর বা মুখ লেগেছে। এর পরের বছর থেকে মাত্র ০১টি করে কাঠাল ধরে।
তো সেদিন কাঠালের ঘ্রাণ পেয়ে আমার স্ত্রী বলল কাঠাল মনে হয় পেকেছে, সবাই মিলে খাব। ছোট শ্যালককে গাছে উঠিয়ে পরীক্ষা করে দেখা গেল কাঠাল পাকেনি। তখন আমার মেয়ে বলল, এটা আমার বাবার গাছ। এই গাছের কাঠাল শুধু আমি একা খাব। তার কথা শুন সবাই হাসতে লাগলো।
একটু পর সে বলল না আমিও খাবনা। কাঠালটা পেড়ে বক্সে প্যাকেট করে চট্টগ্রাম পাঠিয়ে দিব। শুধু বাবা খাব। আমার বাব এই গাছ লাইছেনা, তাই বাবাই খেতে পারবে।
তখন তারা খালামনি বলল, তা হলে আমরা কি খাব ?
-তোমরা অন্য গাছের গুলো খাবা আর না হয় নতুন গাছ লাগিয়ে খাইও।
সবাইল বলল রাইট, রাইট।
যা গরম পড়েছে, গাছ লাগাতে হবে।
ফল ও খাওয়া হবে, বাতাস ও পাওয়া যাবে।
সবাই ভাল থাকুন । পরিবেশ সচেতন হোন।
০১ লা মে, ২০২৪ দুপুর ১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা... ঠিক ফুপির মত হয়েছে। অতটা হিংসুটে নয়। তার কাছ থেকে যে কোন খাবার চেয়ে পাওয়া যায় সাধারণত বাচ্চারা তাদের পছন্দের খাবার কারো সাথে শেয়ার করতে চায়না। ধন্যবাদ।
২| ০১ লা মে, ২০২৪ দুপুর ১:০৮
মায়াস্পর্শ বলেছেন: ছোটোদের ভাবনাগুলো দারুণ।
০১ লা মে, ২০২৪ দুপুর ১:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই দারুণ। ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০২৪ দুপুর ২:১৩
শায়মা বলেছেন: হা হা বড় হোক শিখায় দেবো মানুষকে কি করে শুধু ফোটো খাবার মানে ছবি খাবার খাওয়াতে হয়!
০২ রা মে, ২০২৪ সকাল ১১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মেয়েদের সিক্স স্যান্স ভালো সে ছোট হোক বা বড় হোক। সে স্কুলে গিয়ে প্রথম দিন ফিরে এসে যা যা বলল তার মধ্যে অন্যতম ছেলে বাচ্চারা নাকি তার নাম ধাম জানতে চায় এবং তার শরীরের উপরে পড়তে চায়। আর মেয়ে বাচ্চারা তাকে সাহায্য করতে চায়। শুনে আমি আর ওর মা হাসতে থাকি। বলে কি মেয়ে এসব। হা হা... ধন্যবাদ। দোয়া করবেন।
৪| ০১ লা মে, ২০২৪ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: এবার কাঁঠাল আগে পাকবে মনে হয় যে তাপদাহ চলছে। গাছ লাগিয়ে কাঠাল খাওয়াই উত্তম অন্য কেউ লাগালে তার বাচ্চা বাগড়া দিতে পারে।
০২ রা মে, ২০২৪ সকাল ১১:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা .......। ধন্যবাদ।
৫| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
কামাল১৮ বলেছেন: মানুষের নজর লাগা একটি কুসংস্কার।
০২ রা মে, ২০২৪ সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই ঠিক কিন্তু গ্রামে তা প্রচলিত। ধন্যবাদ।
৬| ০২ রা মে, ২০২৪ সকাল ১০:১৬
কালো যাদুকর বলেছেন: আপনার কাঁঠালের ভাগ্য ভাল যে , আপনার মিষ্টি মেয়েটি এটির দখল নিয়ে নি্য়েছে। আমার থাকলে, আমিও তাই করতাম।
গাছ লাগালে গরম কমবে, কিন্তু বাংলাদেশেশ বিশ্বের যে অবস্থা , এখন আর গাছ লাগিয়েও কাজ হবে কিনা??!!!
০২ রা মে, ২০২৪ সকাল ১১:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই আমার ভাগ্য ভালো এটা বলাই যায়। তবুও গাছ লাগালে ভাল উপকার পাওয়া যাবে। ধন্যবাদ।
৭| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:৪৭
প্রামানিক বলেছেন: মেয়েরা সবসময় বাপ ভক্ত হয়
০৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: রাইট। ধন্যবাদ।
৮| ০২ রা মে, ২০২৪ বিকাল ৪:০৩
আমি তুমি আমরা বলেছেন: কাঁঠাল খেতে পেরেছেন শেষ পর্যন্ত?
০৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: না কাঁঠাল এখনো গাছেই আছে। ধন্যবাদ। কেমন আছেন ? অনেক দিন পর দেখলাম আপনাকে।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৪ দুপুর ১:০১
শায়মা বলেছেন: হা হা তোমার মেয়েটা দেখছি ঠিক আমার মত ( ফুপির মত) হিংসুটে হয়েছে ভাইয়া।